Connect with us

আন্তর্জাতিক ক্রিকেট

ICC CWC 2023: বাংলাদেশকে নিয়ে বাড়তি সতর্ক ভারত…

Published

on

সৌরভ রায়, পুনে: বাংলাদেশের বিরুদ্ধে বিশ্বকাপের ম্যাচের আগে বাড়তি সতর্কতা ভারতীয় শিবিরে। এবারের বিশ্বকাপে বেশ ভালো ফর্মে রয়েছে রোহিত শর্মা অ্যান্ড কোং। ইতিমধ্যেই সমর্থকরা বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছেন। পাকিস্তানকে কার্যত উড়িয়ে দেওয়ার পর এবার ভারতের সামনে বাংলাদেশ। তুলনামূলকভাবে দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে যাতে কোনও রকম অতিরিক্ত আত্মবিশ্বাস শিবিরে না আসে, সে বিষয়ে কড়া দৃষ্টি ভারতীয় থিঙ্ক ট্যাঙ্কের।

মঙ্গলবার ছিল অপশনাল প্র্যাকটিস। তবু সেই প্র্যাকটিসে হাজির ছিলেন প্রত্যেক ভারতীয় ক্রিকেটার। এবারের বিশ্বকাপ অঘটনের বিশ্বকাপ। আফগানিস্তান হারিয়ে দিয়েছে গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে। এদিন ধরমশালায় নেদারল্যান্ডসের বিরুদ্ধে হারতে হয়েছে দক্ষিণ আফ্রিকাকেও। তাই বাংলাদেশের বিরুদ্ধে কোন পরীক্ষা-নিরীক্ষা রাস্তায় যাচ্ছে না ভারত। প্রথমে ভাবা হয়েছিল হয়তো মূল দলের কয়েকজন ক্রিকেটারকে বিশ্রাম দেওয়া হতে পারে। কিন্তু যা পরিস্থিতি তাতে, সেরা দলকেই মাঠে নামবে ভারত। অন্যদিকে পুনের ব্যাটিং পিচের সাহায্য পেতে মরিয়া দুই দলই। মঙ্গলবার চুটিয়ে চলল ব্যাটিং অনুশীলন। বাংলাদেশ অধিনায়ক সাকিব-উল-হাসানের এই ম্যাচে খেলা নিয়ে কিছুটা অনিশ্চয়তা ছিল। কিন্তু মঙ্গলবার তিনিও পুরোদমে অনুশীলন করলেন। সম্ভবত ভারতের বিরুদ্ধে মাঠে নামতে চলেছেন তিনি।

আন্তর্জাতিক ক্রিকেট

বাতিল নিউজিল্যান্ড বনাম আফগানিস্তান টেস্ট

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: বাতিল হয়ে গেল নিউজিল্যান্ড বনাম আফগানিস্তান টেস্ট ম্যাচ। খেলা হল না একটিও বল। সম্প্রতি ইতিহাস ঘাঁটলে দেখা যাবে এমন ঘটনা সত্যিই বিরল।

অনবরত বৃষ্টি এবং মাঠের খারাপ অবস্থার কারণে বাতিল হয়ে গেল নিউজিল্যান্ড বনাম আফগানিস্তানের একটিমাত্র টেস্ট ম্যাচ। দিল্লিতে চলছে অনবরত বৃষ্টি। প্রথম দিনের খেলাও বাতিল হয়েছিল সেই কারণেই। প্রবল বৃষ্টির কারণে মাঠের অবস্থা খারাপ থাকায় দ্বিতীয় দিনের খেলাও বাতিল হয়। এছাড়াও শহীদ বিজয় সিংহ পাঠিক স্পোর্টস কমপ্লেক্সের ড্রেনিং ব্যবস্থাও খুবই নিম্নমানের। আম্পায়াররা সিদ্ধান্ত নেন এই ম্যাচটি বাতিল করার।

এই নিয়ে ৮ নম্বর টেস্ট ম্যাচ ক্রিকেট ইতিহাসের যেই টেস্ট ম্যাচটি বাতিল হয়েছে বিনা কোনো বল খেলে। আফগানিস্তান বনাম নিউজিল্যান্ড ম্যাচটি একবিংশ শতাব্দীর প্রথম এমন ম্যাচ যেই ম্যাচটি বাতিল করা হয়েছে বৃষ্টির জন্য।

এই প্রসঙ্গে আফগানিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে “নয়ডাতে এখনো বৃষ্টি চলছে। সেই কারণের জন্যই টেস্ট ম্যাচটিও বাতিল করা হলো।”

Continue Reading

আন্তর্জাতিক ক্রিকেট

প্রথম টি-টোয়েন্টিতে জয় অস্ট্রেলিয়ার

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ট্রাভিস হেডের এক ওভারে ৩০ রানের ঝড়ে ঘরের মাঠে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে হার ইংল্যান্ডের।

ইংল্যান্ড অধিনায়ক ফিল সল্ট টসে জিতে প্রথম বোলিংয়ের সিদ্ধান্ত নিলেও থামাতে পারেননি হেডের বিধ্বংসী ইনিংকে। ৫ নম্বর ওভারে বল করতে আসা স্যাম কারেনের ওভারে ৩টি ছক্কা ও ৩টি চার মেরে ৩০ রান করেন হেড। কিছুদিন আগে স্কটল্যান্ডের বিরুদ্ধে এবং আইপিএলে বেশিরভাগ ম্যাচেই এরম বিধ্বংসী ইনিংস খেলেছেন ট্রাভিস হেড। এছাড়াও এই ম্যাচে ২৩ বলে ৫৯ রান করেন হেড যার মধ্যে ছিল মোট ৮টি চার ও ৪টি ছক্কা।

১৯.৩ ওভারে ১৭৯ রানে ইনিংস শেষ করে অস্ট্রেলিয়া। ১৮০ রান করতে নেমে ইংল্যান্ড ক্যাপ্টেন সল্ট আউট হয়ে যান ১২ বলে ২০ রান করেই। গোটা ইংল্যান্ড দলের কেউ ভালো খেলতে না পারলেও, একজন প্লেয়ার যিনি ব্যাট, বল দুটোতেই ভালো করলেন তিনি হলেন লিয়াম লিভিংস্টোন। তিনি বল হাতে দিয়েছেন ২২ রান এবং নিয়েছেন ৩টি উইকেট। ব্যাট হাতে করেছেন ২৭ বলে ৩৭ রান। একক দক্ষতায় ম্যাচ এগিয়ে নিয়ে গেলেও শেষে ম্যাচ জিতে যায় অস্ট্রেলিয়া।

এই ম্যাচে হেডের বিধ্বংসী ইনিংসেই ম্যাচ জিতে যায় অস্ট্রেলিয়া। পরবর্তী ম্যাচ আগামীকাল। এবারে দেখার পরবর্তী ম্যাচে হেডকে রুখতে কি পরিকল্পনা করে নামে ইংল্যান্ড দল।

Continue Reading

আন্তর্জাতিক ক্রিকেট

দল ঘোষণা বাংলাদেশের

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আসন্ন টেস্ট সিরিজে ভারতের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলে চলেছে ভারত বনাম বাংলাদেশের টেস্ট সিরিজ যার প্রথম টেস্ট। ম্যাচটি হবে চেন্নাইতে এবং দ্বিতীয় টেস্টটি হবে কানপুরে। তারই জন্য ১৬ জন ক্রিকেটারের নাম ঘোষণা করল বাংলাদেশ।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে বাঁ-হাতি জোরে বোলার শরিফুল ইসলামের চোট থাকার জন্য তিনি এই টেস্ট দল থেকে বাদ পড়েছেন।

পাকিস্তানের বিরুদ্ধে জয়সূচক শতরানের ইনিংস খেলার জন্য এবারেও লিটন দাসের ওপরেই উইকেটকিপিংয়ের দায়িত্ব থাকতে পারে বলে মনে করা হচ্ছে। বিকল্প কিপার হিসেবে থাকবেন জাকের আলি অনিক। এছাড়া বাকি ক্রিকেটাররা হলেন l- নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, সাদমান ইসলাম, মমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মেহিদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ এবং সায়েদ খালেদ আহমেদ।

এই মুহূর্তে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে ভারত রয়েছে ২ নম্বর স্থানে। অন্যদিকে বাংলাদেশ ৯ নম্বরে। কিন্তু এই সিরিজে বাংলাদেশও কঠিন লড়াই দিতে প্রস্তুত কারণ তারা সদ্য পাকিস্তানকে হারিয়ে আসছে ভারতের বিরুদ্ধে খেলতে।

Continue Reading

Trending