আন্তর্জাতিক ক্রিকেট
ICC CWC 2023: বাংলাদেশকে নিয়ে বাড়তি সতর্ক ভারত…
সৌরভ রায়, পুনে: বাংলাদেশের বিরুদ্ধে বিশ্বকাপের ম্যাচের আগে বাড়তি সতর্কতা ভারতীয় শিবিরে। এবারের বিশ্বকাপে বেশ ভালো ফর্মে রয়েছে রোহিত শর্মা অ্যান্ড কোং। ইতিমধ্যেই সমর্থকরা বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছেন। পাকিস্তানকে কার্যত উড়িয়ে দেওয়ার পর এবার ভারতের সামনে বাংলাদেশ। তুলনামূলকভাবে দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে যাতে কোনও রকম অতিরিক্ত আত্মবিশ্বাস শিবিরে না আসে, সে বিষয়ে কড়া দৃষ্টি ভারতীয় থিঙ্ক ট্যাঙ্কের।
মঙ্গলবার ছিল অপশনাল প্র্যাকটিস। তবু সেই প্র্যাকটিসে হাজির ছিলেন প্রত্যেক ভারতীয় ক্রিকেটার। এবারের বিশ্বকাপ অঘটনের বিশ্বকাপ। আফগানিস্তান হারিয়ে দিয়েছে গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে। এদিন ধরমশালায় নেদারল্যান্ডসের বিরুদ্ধে হারতে হয়েছে দক্ষিণ আফ্রিকাকেও। তাই বাংলাদেশের বিরুদ্ধে কোন পরীক্ষা-নিরীক্ষা রাস্তায় যাচ্ছে না ভারত। প্রথমে ভাবা হয়েছিল হয়তো মূল দলের কয়েকজন ক্রিকেটারকে বিশ্রাম দেওয়া হতে পারে। কিন্তু যা পরিস্থিতি তাতে, সেরা দলকেই মাঠে নামবে ভারত। অন্যদিকে পুনের ব্যাটিং পিচের সাহায্য পেতে মরিয়া দুই দলই। মঙ্গলবার চুটিয়ে চলল ব্যাটিং অনুশীলন। বাংলাদেশ অধিনায়ক সাকিব-উল-হাসানের এই ম্যাচে খেলা নিয়ে কিছুটা অনিশ্চয়তা ছিল। কিন্তু মঙ্গলবার তিনিও পুরোদমে অনুশীলন করলেন। সম্ভবত ভারতের বিরুদ্ধে মাঠে নামতে চলেছেন তিনি।