আন্তর্জাতিক ক্রিকেট
আজ এজবাস্টনে শুরু অ্যাসেজ জয়ের লড়াই
রে স্পোর্টজ নিউজ ডেস্কঃ অ্যাসেজ সিরিজ মানেই হাড্ডাহাড্ডি লড়াই, কঠিন প্রতিদ্বন্দ্বিতা। অ্যাসেজ সিরিজ শুরু হওয়ার আগে এই কঠিন প্রতিদ্বন্দ্বিতায় অনেকটাই এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। সদ্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতকে হারিয়ে তাদের আত্মবিশ্বাস তুঙ্গে। বিনা দ্বিধায় বলাই যায় এই মুহূর্তে তারাই বিশ্ব টেস্ট ক্রিকেটের মসনদে। অ্যাসেজ সিরিজের প্রথম টেস্ট এজবাস্টনে শুরু হতে চলেছে। বিপক্ষে ইংল্যান্ডও কিন্তু পিছিয়ে থাকবার মত দল নয়। ব্রেন্ডন ম্যাককালাম কোচ হয়ে আসার পর দুরন্ত ছন্দে রয়েছে ইংল্যান্ড। অধিনায়ক বেন স্টোকসের কথায় পরিষ্কার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আক্রমণাত্মক মনোভাব নিয়েই মাঠে নামবেন তারা। অ্যাসেজ শুরুর আগে অজি শিবিরে ফুরফুরে মেজাজ।
ভারতের বিরুদ্ধে দুরন্ত ছন্দে ছিলেন প্যাট কামিন্স, মিচেল স্টার্করা। ব্যাট হাতে রানের মধ্যে রয়েছেন লাবুশেন, স্টিভ স্মিথরা। সামান্য চিন্তায় রাখছে ডেভিড ওয়ার্নারের ফর্ম। অ্যাসেজ সিরিজে ওয়ার্নারের ব্যাট চওড়া হলে হাসি ফুটবে অজিদের মুখে। ইংল্যান্ডের ঘরের মাঠে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছাতে না পারলেও নিজেদের খেলা নিয়ে আত্মবিশ্বাসী ইংল্যান্ড দল। শেষ ১৩ টি টেস্ট এর মধ্যে ১১ টি তে ভয় পেয়েছেন তারা। সেই আত্মবিশ্বাসে ভর করেই অজিদের বিরুদ্ধে মাঠে নামবে বেন স্টোকসের দল।
আন্তর্জাতিক ক্রিকেট
AUS vs IND: দলের সঙ্গেই অস্ট্রেলিয়া যাচ্ছেন রোহিত শর্মা
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: কয়েকদিন আগেই ঘরের মাঠে সিরিজ হেরেছে ভারত। তার পরেই ২২ নভেম্বর অস্ট্রেলিয়ায় শুরু হতে চলেছে বর্ডার-গাভাস্কার ট্রফি। শোনা যাচ্ছে দ্বিতীয়বার বাবা হতে চলেছেন রোহিত। যার ফলে বোর্ডের কাছে ছুটির জন্য বলেও রেখেছিলেন তিনি। প্রথমে না খেলার কথা থাকলেও, এখন শোনা যাচ্ছে যে হয়ত প্রথম টেস্টে খেলতে পারেন রোহিত শর্মা। সেই বিষয়ে এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বোর্ড থেকে।
ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ হারের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে অনেক রদবদল হয়েছে। যেখানে একটা সময় এই প্রতিযোগিতার ফাইনাল খেলার দৌড়ে সবার প্রথমে ছিল ভারত, সেখানে নিউজিল্যান্ড সিরিজে হারের পর পরিস্থিতি অনেক বদলেছে। যার ফলে ফাইনালে খেলতে হলে এই সিরিজে জিততেই হবে ভারতকে। সেই কারণেই বোর্ড থেকেও কড়া সিদ্ধান্ত জানানো হয়েছে যে অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতিতে যেন কোনও রকম খামতি না থাকে ভারতীয় ক্রিকেটারদের। সম্ভবত সেই কারণেই হয়ত নিজের সিদ্ধান্ত বদলেছেন অধিনায়ক রোহিত শর্মা। যা খবর তাতে হয়ত ১০ই নভেম্বর অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দেবেন ভারতের অনেক ক্রিকেটার। খবর তাতে দলের সঙ্গেই হয়ত অস্ট্রেলিয়া পাড়ি দেবেন রোহিত। এছাড়াও ভারতের দ্বিতীয় দলটি যাবে তার পরের দিন।
এর পাশাপাশিই পার্থ টেস্টে রোহিতের খেলা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। সেই টেস্টের সময়ই পৃথিবীর আলো দেখতে চলেছে অধিনায়কের দ্বিতীয় সন্তান, এমনটাই খবর। তবে বোর্ড থেকে জানানো হয়েছে রোহিত দলের সঙ্গে অস্ট্রেলিয়া গেলেও, সন্তান জন্মের সময় টেস্ট খেলবেন নাকি দেশে ফিরে আসবেন, তা পুরোটাই নির্ভর করবে পরিস্থিতির উপর।
আন্তর্জাতিক ক্রিকেট
SA vs IND: বড় জয় দিয়েই সিরিজে যাত্রা শুরু ভারতের
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: কয়েকমাস আগে এই দক্ষিণ আফ্রিকাকে হারিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারত। এবারে আবারও সেই একই প্রতিপক্ষকে হেলায় হারাল টিম ইন্ডিয়া। সঞ্জু স্যামসনের দুরন্ত শতরানের ইনিংস এবং বরুণ চক্রবর্তীর তিন উইকেটের সাহায্যে দক্ষিণ আফ্রিকাকে ৬১ রানে হারল তাঁরা। যার ফলে সিরিজে ১-০ তে এগিয়ে ভারত।
টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে হারের বদলা নিতে পূর্ণশক্তির দল নিয়ে মাঠে নেমেছিল মার্করামরা। ইতিমধ্যেই টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়ে ফেলেছেন রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাডেজারা। এই সিরিজে নেই দলের তারকা পেসার যশপ্রীত বুমরাও। ফলে তাদের ছাড়াই এই সিরিজে খেলতে নামতে হয়েছে ভারতকে। তবে বিশ্বকাপ দলের বেশিরভাগ ক্রিকেটারদের নিয়ে মাঠে নামলেও ভারতের তরুণদের সামনে কার্যত আত্মসমর্পণ করতে হয়েছে প্রোটিয়া ব্যাটারদের। অপরদিকে ভাল ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিংয়ের মাধ্যমে গোটা ম্যাচ নিয়ন্ত্রণ করে গেছে ভারত।
এদিকে নিজের ফর্ম ধরে রেখেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নজির গড়লেন সঞ্জু স্যামসন। হায়দ্রাবাদে শেষ টি-টোয়েন্টি ম্যাচে শতরানের পর এদিন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১০৭ রানের ইনিংস খেলে, প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে টি-টোয়েন্টিতে পরপর দুটি শতরান করার নজিরও গড়লেন তিনি। অপরদিকে রোহিত শর্মার অবসর নেওয়ার পরে ওপেনিংয়ের জায়গায় নিজের নাম পাকা করে ফেলেছেন সঞ্জু স্যামসন। তবে চিন্তা দ্বিতীয় ওপেনার নিয়ে। অভিষেক শর্মাকে ভরসা হিসেবে ধরা হলেও আশানুরূপ ফল করতে পারেননি প্রথম ম্যাচে। মাত্র ৭ রান করেই তাকে ফিরে যেতে হয়। ফলে শুভমন গিল যদি টি-টোয়েন্টি দলে ফেরেন, তাহলে চিন্তা বাড়বে অভিষেক শর্মার।
এদিকে গোটা ম্যাচে সঞ্জু স্যামসন ভাল প্রদর্শন করলেও, চিন্তা থাকবে মিডল অর্ডার নিয়ে। ১৫.৩ ওভারে যখন সঞ্জু আউট হলেন, ভারতের রান তখন ছিল ১৭৫। তবে সেখান থেকে বাকি ব্যাটাররা সকলেই তাড়াহুড়ো করতে গিয়ে সাজঘরে ফেরেন। শেষের ৬ ওভারে মাত্র ৪০ রান তুলতে পেরেছে ভারত। বাকি ব্যাটাররা রান করতে পারলে আরও বড় রানের দিকে এগিয়ে যেতে পারত সূর্যাকুমার যাদবরা। অপরদিকে ব্যাট করতে নেমে আগ্রাসী মনোভাব নিয়ে রান তাড়া করার মানসিকতা দেখান অধিনায়ক এডেন মার্করাম। আরশদীপের বলে পরপর দুটি চার মেরে নিজের মানসিকতা স্পষ্ট করে দিলেও বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেননি তিনি। আরশদীপের বলেই আউট হয়ে সাজঘরে ফিরতে হয় তাকে। অপরদিকে ব্যাট হাতে ব্যার্থ হন ক্লাসেন এবং ডেভিড মিলার। স্পিনারদের বিরুদ্ধে বারবার পরাস্ত হলেন দুজনেই। অপরদিকে টি-টোয়েন্টি দলে প্রত্যাবর্তনের পর নিজের স্বপ্নের ফর্মে রয়েছেন বরুণ চক্রবর্তী। কেকেআরে পরপর দুই মরশুম ভাল খেলার পর জাতীয় দলে ফিরেও ফর্ম হারাননি তিনি। তাঁর বোলিংয়ের ঘূর্ণিতে রেহাই পাননি দক্ষিণ আফ্রিকা ব্যাটাররা। চার ওভারে মাত্র ২৫ রান দিয়ে তিনটি উইকেট নিয়েছেন তিনি।
আন্তর্জাতিক ক্রিকেট
রোহিত-গম্ভীরের সঙ্গে দীর্ঘ বৈঠক বিসিসিআইয়ের। বিস্তারিত জানতে পড়ুন…
রে স্পোর্টজ নিউজ ডেস্ক: খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে রোহিত শর্মার ভারতীয় দল। নিউজিল্যান্ডের কাছে ০-৩ ফলাফলে লজ্জাজনক হারের পর দলের আত্মবিশ্বাস ঠেকেছে তলানিতে। আর তাই বৃহস্পতিবার মুম্বইয়ে বিসিসিআই হেডকোয়ার্টারে আয়োজন করা হয়েছিল বিশেষ মিটিংয়ের। সূত্রের খবর এই মিটিং চলে দীর্ঘ ৬ ঘন্টা ধরে। বিসিসিআই সচিব জয় শাহ, অধিনায়ক রোহিত শর্মা, হেড কোচ গৌতম গম্ভীর এবং মুখ্য নির্বাচক অজিত আগারকার উপস্থিত ছিলেন এই মিটিংয়ে। শুধুমাত্র নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ হার নয়, এছাড়াও আরও বেশ কিছু বিষয় আলোচনা চলে মিটিংয়ে। আসন্ন বর্ডার-গাভাস্কার ট্রফিতে দল কিভাবে ঘুরে দাঁড়াতে পারে এবং নিজেদের সেরাটা দিতে পারে সেই বিষয়েও আলোচনা চলে দীর্ঘ সময় ধরে, জানান বিসিসিআই আধিকারিক।
বিশেষ কিছু জানা না গেলেও অনুমান করা হচ্ছে তৃতীয় টেস্টের আগে যশপ্রীত বুমরাহর সরে দাঁড়ানোর বিষয়টাকে ভালো চোখে দেখেনি বিসিসিআই। শোনা যাচ্ছে বিষয়টি ঘুণাক্ষরেও টের পাননি নির্বাচকরাও। স্বাভাবিকভাবেই দলের সঙ্গে টিম ম্যানেজমেন্টের পারস্পরিক আলাপচারিতার এই ফাঁক নিয়ে বেশ চিন্তিত ভারতীয় ক্রিকেট বোর্ড। যদিও কোচ গম্ভীর জানিয়েছেন বিশ্রাম দেওয়া হচ্ছে বুমরাহকে, তবে বিসিসিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে এখনও পর্যন্ত পুরোপুরি ভাবে সুস্থ নন ভারতীয় পেসার।
প্রসঙ্গত দুটি টেস্টেও বিশেষ কোনো ছাপ ফেলতে পারেনি বুমরাহ। দুটি টেস্ট মিলিয়ে নিয়েছেন মাত্র ৩ টি উইকেট। তার অনুপস্থিতির কারণেই ভারতকে বাধ্য হয়ে বেছে নিতে হয়েছে মহম্মদ সিরাজকে, যিনি একেবারেই ফর্মে নেই।
-
আইএসএল11 months ago
বড় ধাক্কা কেরালা ব্লাস্টার্সের
-
আন্তর্জাতিক ক্রিকেট1 year ago
ICC CWC 2023: বিশ্বকাপে যুগ্ম দ্রুততম ১০০০ রোহিতের, ভাঙলেন ছয়ের রেকর্ড…
-
ফুটবল1 year ago
এএফসি কাপ আয়োজনের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে বসুন্ধরা কিংসের বিরুদ্ধে
-
ফুটবল11 months ago
এশিয়ান কাপের সম্ভাব্য দল ঘোষণা করল ভারত
-
ফুটবল1 year ago
কলকাতায় প্রাক মরশুম প্রস্তুতি শুরু করল ইন্টার কাশি
-
ইস্টবেঙ্গল1 year ago
দলে আমূল পরিবর্তন, তবুও সুপার সিক্সের প্রথম ম্যাচেই হার ইস্টবেঙ্গলের
-
ফুটবল12 months ago
ঘরের মাঠে অসহায় আত্মসমর্পণ, এএফসি কাপে স্বপ্নভঙ্গ মোহনবাগানের
-
ফুটবল1 year ago
ফিফা বিশ্বকাপ কোয়ালিফায়ারে ভারতের প্রথম দুটি হোম ম্যাচে আয়োজনের দায়িত্ব পেল ভুবনেশ্বর এবং গুয়াহাটি