Connect with us

ক্রিকেট

নিউইয়র্কে বিশ্বকাপের প্রস্তুতিতে মগ্ন টিম ইন্ডিয়া

Published

on

সৌরভ রায়, নিউইয়র্ক, ৩০ মে – জোরকদমের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিতে নেমে পড়েছেন রোহিত শর্মারা। নাসাউ কাউন্টির, ক্যান্টিগে পার্কে অনুশীলন করছে ভারতীয় দল। নাসাউ স্টেডিয়ামে কোনও অনুশীলনের ব্যবস্থা নেই। তাই মূল স্টেডিয়াম থেকে কিছুটা দূরে ক্যান্টিগে পার্কেই গা ঘামাচ্ছেন রোহিত-হার্দিকরা। বৃহস্পতিবারের অনুশীলনে বিরাট এবং ঋষভ পন্থ ছাড়া প্রায় সকলকেই ব্যাট হাতে নেটে দেখা গেল। বৃহস্পতিবার রাতেই ছুটি কটিয়ে আমেরিকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন বিরাট। তাই এখনও তিনি দলের সঙ্গে যোগ দিতে পারেননি। ক্যান্টিগে পার্কে সমস্তটাই অস্থায়ী পিচ। তাই পিচে বেশ বাউন্স রয়েছে।

এদিন ভারতীয় ব্যাটারদের মূল চ্যালেঞ্জ ছিল বাউন্সের মোকাবিলা করা। রোহিত শর্মা থেকে যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন সকলেই নেটে ব্যাট হাতে সময় কাটালেন। তবে এদিন সবথেকে বেশি নজর কাড়লেন রিঙ্কু সিং। বাউন্সের সঙ্গে নিজেকে মানিয়ে নিয়ে দুর্দান্ত ব্যাটিং করলেন। ব্যাটে হাতে অনেকটা সময় কাটালেন যশস্বী জয়সওয়ালও। এমনকি অক্ষর প্যাটেল, যশপ্রীত বুমরাহকেও ব্যাট করতে দেখা গেল। অর্শদীপ এবং বুমরাহ বেশ কিছুটা সময় নেটে হাত ঘোরালেন। সব মিলিয়ে প্রায় সাড়ে তিন ঘন্টার কাছাকাছি অনুশীলন করল ভারতীয় দল। প্রসঙ্গত, ১ জুন বাংলাদেশের বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া।

ক্রিকেট

হার্দিক নয়; অধিনায়ক হচ্ছেন সূর্য

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: হার্দিক পান্ডিয়া নন, বরং সকলকে চমকে দিয়ে ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক হওয়া দৌড়ে অনেকটাই এগিয়ে গিয়েছেন সূর্য কুমার যাদব। সবকিছু ঠিকঠাক থাকলে, হার্দিককে টপকে আগামী ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত ভারতীয় দলের অধিনায়কত্বের দায়িত্ব পেতে পারেন সূর্য কুমার যাদব।

প্রসঙ্গত শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে হার্দিক খেললেও, সূত্র মারফত জানা যাচ্ছে ভারতীয় দলের নতুন হেড কোচ গৌতম গম্ভীর এবং প্রধান নির্বাচক অজিত আগরকার সূর্যকে অধিনায়ক করার ব্যাপারে খুবই আগ্রহী। এমন নয় যে সূর্য এই প্রথম ভারতকে নেতৃত্ব দেবেন। এর আগে গত বছর অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজেও ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন সূর্য কুমার।

বিশ্বস্ত সূত্র মারফত জানা যাচ্ছে, মঙ্গলবার সন্ধ্যায় এই ব্যাপারে হার্দিকের সঙ্গে বিস্তারিত কথা বলেন গম্ভীর এবং আগরকার। তাঁরা হার্দিককে বোঝান যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং দলে ভারসাম্য আনার জন্যই এই সিদ্ধান্ত নেওয়ার পরিকল্পনা করছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। প্রসঙ্গত, টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পরে রোহিত শর্মা টি-২০ ফরম্যাটে অবসর নেওয়ায় অধিনায়কের পদটি খালি হয়। সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের জয়ের পিছনে অন্যতম বড় ভূমিকা নিয়েছিলেন পান্ডিয়া। শুধু তাই নয় সেখানে ভারতের সহ অধিনায়কও ছিলেন তিনি। তাই হার্দিককে ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক না করার সিদ্ধান্তে অনেকেই অবাক হয়েছেন। অন্যদিকে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজে ব্যক্তিগত কারণের জন্য খেলবেন না হার্দিক।

Continue Reading

ক্রিকেট

রোহিত-বিরাটদের চাইছেন গম্ভীর

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: শ্রীলঙ্কা সফর থেকে ভারতীয় দলের দায়িত্ব নিতে চলেছেন গৌতম গম্ভীর। শুরুতেই ভারতীয় ক্রিকেটারদের জন্য কড়া বার্তা দিলেন রোহিতদের নতুন হেড স্যার। আসন্ন শ্রীলঙ্কা সফরে টি-টোয়েন্টি এবং ওডিআই সিরিজের জন্য দুটি আলাদা দল বাছাই করা হবে। দল বাছাইয়ের ক্ষেত্রে আগে থেকেই নিজের কড়া মনোভাব স্পষ্ট করলেন ভারতের নতুন হেড কোচ।

টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর রোহিত, কোহলি এবং যশপ্রীত বুমরাহকে বিশ্রাম দিয়েছিল ভারতীয় বোর্ড। তবে সূত্র মারফত শোনা যাচ্ছে, তিন সিনিয়র ক্রিকেটারের ছুটি বাতিল করতে পারেন গৌতম গম্ভীর। পরের বছরের শুরুতেই চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে। আর তার জন্য এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিতে চান ভারতের নতুন কোচ। সূত্রের খবর, ক্রিকেটাররা এখনও গম্ভীরের কথায় চূড়ান্ত সিলমোহর দেননি। তবে জানা গেছে রোহিত ও কোহলি পরিবারের সঙ্গে বিদেশে সময় কাটাচ্ছেন।

আগামী ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে ভারতের শ্রীলঙ্কা সফর। এই সিরিজের জন্য দল ঘোষণা হলেই বোঝা যাবে রোহিত-বিরাটদের নিয়ে কী ভাবছেন ভারতের নতুন হেড কোচ। টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন রোহিত, বিরাটরা। তবে একদিনের ক্রিকেটে এখনও সক্রিয় রয়েছেন তাঁরা। গৌতম গম্ভীর আপোষ করতে পারেননা, তার উদাহরণ ইতিমধ্যেই পেয়েছে ক্রিকেট মহল। আগামী দিনে ভারতীয় দলের কোচ হিসাবে তিনি যে আপোষহীনতার পথেই হাঁটবেন তা এখন থেকেই বলে দেওয়া যায়। গম্ভীর জানিয়েছেন “শ্রীলঙ্কা সফরের পর দীর্ঘদিন আর কোনো ওডিআই সিরিজ নেই। তাই তিনি এই সিরিজে রোহিত, বুমরাহ ও বিরাটকে চাইছেন।”

বর্তমানে ভারতীয় ক্রিকেট দল একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছে। শোনা যাচ্ছে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির পরে একদিনের ক্রিকেটে আর দেখা যাবে না রোহিত-বিরাটদের। বিরাট এই ব্যাপারে মুখ না খুললেও, রোহিত স্পষ্ট নিজের ভাবনার কথা জানিয়েছেন। তিনি আরও বেশ কিছুদিন একদিনের ক্রিকেট এবং টেস্ট ক্রিকেটে নিজেকে দেখতে চান।

Continue Reading

ক্রিকেট

ভারতের টি-টোয়েন্টি সিরিজ জয়

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: শনিবার হারারেতে জিম্বাবোয়ের বিরুদ্ধে চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচটি ১০ উইকেটে জিতে সিরিজ জিতল ভারত। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এক ম্যাচ বাকি থাকতেই জিতল শুভমন গিল ব্রিগেড। এদিন প্রথমে ব্যাট করে নির্ধারিত কুড়ি ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫২ রান তোলে সিকান্দার রাজার দল। জবাবে ভারত বিনা উইকেটে ১৫.২ ওভারে ১৫৬ রানে তুলে নিয়ে সহজেই ম্যাচের সাথে সিরিজও জিতে নেয়।

জয়ের জন্য প্রয়োজনীয় ১৫৩ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে প্রথম থেকেই মারমুখী মেজাজে ছিলেন ভারতীয় দলের দুই ওপেনার যশস্বী জয়সওয়াল এবং অধিনায়ক শুভমন গিল। ব্যাট হাতে রীতিমতো তান্ডব চালান যশস্বী। পাওয়ার প্লে’তে প্রথম ছয় ওভারেই বিনা উইকেটে ৬১ রান তুলে ফেলে ভারত। বহু চেষ্টা করেও যশস্বীর বিধ্বংসী ব্যাটিং থামাতে পারেননি জিম্বাবোয়ের বোলাররা। দুই ওপেনারই সহজেই নিজেদের অর্ধশতরান পূর্ণ করেন। শেষ পর্যন্ত যশস্বী ৫৩ বলে ৯৩ রান করে অপরাজিত থাকেন। এই সময়ে ১৩টি চার এবং দুটি বিশাল ছয় মারেন ভারতীয় দলের এই ওপেনার। অন্যদিকে শুভমন ব্যাটিংয়ের সময় একটা দিক আগলে রাখেন। তিনি ৩৯ বলে ৫৮ রান করে অপরাজিত থাকেন।

প্রসঙ্গত এর আগে টস জিতে ভারত প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। শুরুর দিকে অবশ্য ভারতীয় বোলাররা বেশ মার খান। এই সময়ে প্রথম আট ওভারে একটিও উইকেট হারায়নি জিম্বাবোয়ে। তাদিওয়ানাসি মারুমনিকে ৩১ রান করে আউট হন। এছাড়া ওয়েসলি মাধেভারেকে ২৫ রানের ইনিংস খেলেন। এরপরে অধিনায়ক রাজা ছাড়া কেউ আর ভারতীয় বোলারদের বিরুদ্ধে টিকতে পারেননি। রাজা ২৮ বলে ৪৬ রানের ঝোড়ো ইনিংস খেলেন। এদিন ভারতের হয়ে অভিষেক ঘটে তুষারের। তবে শুরুটা খুব একটা ভালো হল না তাঁর। তিন ওভার বল করে ৩০ রান দিয়ে মাত্র একটি উইকেট পান তিনি। এছাড়া খলিল ২টি; শিবম দুবে, অভিষেক শর্মা এবং ওয়াশিংটন সুন্দর একটি করে উইকেট পান।

Continue Reading

Trending