ক্রিকেট

নিউইয়র্কে বিশ্বকাপের প্রস্তুতিতে মগ্ন টিম ইন্ডিয়া

Published

on

সৌরভ রায়, নিউইয়র্ক, ৩০ মে – জোরকদমের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিতে নেমে পড়েছেন রোহিত শর্মারা। নাসাউ কাউন্টির, ক্যান্টিগে পার্কে অনুশীলন করছে ভারতীয় দল। নাসাউ স্টেডিয়ামে কোনও অনুশীলনের ব্যবস্থা নেই। তাই মূল স্টেডিয়াম থেকে কিছুটা দূরে ক্যান্টিগে পার্কেই গা ঘামাচ্ছেন রোহিত-হার্দিকরা। বৃহস্পতিবারের অনুশীলনে বিরাট এবং ঋষভ পন্থ ছাড়া প্রায় সকলকেই ব্যাট হাতে নেটে দেখা গেল। বৃহস্পতিবার রাতেই ছুটি কটিয়ে আমেরিকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন বিরাট। তাই এখনও তিনি দলের সঙ্গে যোগ দিতে পারেননি। ক্যান্টিগে পার্কে সমস্তটাই অস্থায়ী পিচ। তাই পিচে বেশ বাউন্স রয়েছে।

এদিন ভারতীয় ব্যাটারদের মূল চ্যালেঞ্জ ছিল বাউন্সের মোকাবিলা করা। রোহিত শর্মা থেকে যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন সকলেই নেটে ব্যাট হাতে সময় কাটালেন। তবে এদিন সবথেকে বেশি নজর কাড়লেন রিঙ্কু সিং। বাউন্সের সঙ্গে নিজেকে মানিয়ে নিয়ে দুর্দান্ত ব্যাটিং করলেন। ব্যাটে হাতে অনেকটা সময় কাটালেন যশস্বী জয়সওয়ালও। এমনকি অক্ষর প্যাটেল, যশপ্রীত বুমরাহকেও ব্যাট করতে দেখা গেল। অর্শদীপ এবং বুমরাহ বেশ কিছুটা সময় নেটে হাত ঘোরালেন। সব মিলিয়ে প্রায় সাড়ে তিন ঘন্টার কাছাকাছি অনুশীলন করল ভারতীয় দল। প্রসঙ্গত, ১ জুন বাংলাদেশের বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া।

https://raysportz.com/wp-content/uploads/2024/05/IND_C_PRAC_WRS.mp4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version