ক্রিকেট
রাজস্থানকে হারিয়ে ফাইনালে হায়দ্রাবাদ
রে স্পোর্টজ নিউজ ডেস্ক: রাজস্থান রয়্যালসকে হারিয়ে তৃতীয়বারের জন্য আইপিএল ফাইনালে পৌছাল সানরাইজার্স হায়দ্রাবাদ। প্রথমে ব্যাট করে রাজস্থানের জন্য ১৭৬ রানের লক্ষ্যমাত্রা স্থির করে হায়দ্রাবাদ। দুর্দান্ত বোলিং করে রাজস্থানকে ১৩৯ রানে আটকে দিল প্যাট কামিন্সের দল। ৩৬ রানে রাজস্থানকে হারিয়ে ফাইনালে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি সানরাইজার্স হায়দ্রাবাদ।
টসে জিতে প্রথমে সানরাইজার্স হায়দ্রাবাদকে ব্যাটিং করতে আমন্ত্রণ জানান রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন। প্রথম ওভারেই অভিষেক শর্মাকে (১২) ফিরিয়ে দিয়ে হায়দ্রাবাদকে বড় ধাক্কা দেন ট্রেন্ট বোল্ট। পাওয়ার প্লে-এর মধ্যেই আরও দুটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন তিনি। বিধ্বংসী হয়ে ওঠা রাহুল ত্রিপাঠী ফিরে যান মাত্র ৩৭ রান করে। এদিন মার্করামকে (১) থিতু হতে দিলেন না বোল্ট। ম্যাচের দশম ওভারে ট্রাভিস হেড (৩৪) ফিরতেই ভেঙে পড়ে হায়দ্রাবাদের ইনিংস। একা কুম্ভ লড়াই করলেন অধিনায়ক হেনরিক ক্লাসেন। তাঁর অর্ধশতরানের সুবাদে সম্মানজনক জায়গায় পৌঁছায় সানরাইজার্স হায়দ্রাবাদ। শেষ পর্যন্ত নির্ধারিত কুড়ি ওভারে ১৭৫ রান তোলে তারা।
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিলেন যশস্বী জয়সওয়াল। তবে উল্টো দিক থেকে উইকেট পড়তে থাকে। মাত্র ১০ রান করে কামিন্সের শিকার হন টম ক্যাডমোর। পাওয়ার প্লে শেষ হতেই আউট হয়ে যান যশস্বী (৪২)। অধিনায়ক সঞ্জু স্যামসনও ১০ রানের বেশি করতে পারেননি। ম্যাচের যাবতীয় চাপ গিয়ে পড়ে রিয়ান পরাগের উপর। তবে এদিন ব্যর্থ হলেন রিয়ান (৬)। বড় শট খেলতে গিয়ে শাহবাজের বলে অভিষেক শর্মার হাতে ধরা পড়েন তিনি। অশ্বিন, হেটমায়াররা ব্যর্থ হলে, এদিন একাই দলকে টানলেন তরুণ ধ্রুব জুরেল। জুরেলের ব্যাটে রাজস্থান যখন ফাইনালে যাওয়ার স্বপ্ন দেখছে, তখন বল হাতে জ্বলে ওঠেন নটরাজন। ১৮ তম ওভারে একটা নিখুঁত স্লোয়ারে ফেরত পাঠিয়ে দেন পাওয়েলকে (৬)। ৫৬ রানে অপরাজিত থাকেন ধ্রুব জুরেল। দুর্দান্ত বোলিং করলেন শাহবাজ আহমেদ। একাই নিলেন তিনটি উইকেট। একটি করে উইকেট নিলেন কামিন্স এবং নটরাজন। তবে রাজস্থান রয়্যালসের ফাইনালে যাওয়ার স্বপ্ন এই মরসুমের জন্য অধরাই থেকে গেল।