Connect with us

ক্রিকেট

পাকিস্তান নিয়ে চিন্তিত নন রোহিত

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক – রবিবার ভারত বনাম পাকিস্তান ম্যাচ শুরুর বেশ কয়েকদিন আগে থেকেই জোর আলোচনা চলছে, নিউইয়র্কের পিচ নিয়ে। তা আরও অনেকটাই বেড়েছে শনিবারের নেদারল্যান্ডস বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ দেখার পরে। এই ম্যাচে প্রচুর উইকেট এবং কম রান ওঠা দেখে ইতিমধ্যেই চিন্তার ভাঁজ পড়েছে ভারত এবং পাকিস্তান দুই দলের সমর্থকদের কপালেই। তবে শনিবার সাংবাদিক সম্মেলনে এসে ভারত অধিনায়ক রোহিত শর্মা পরিষ্কার জানিয়ে দিলেন তাঁর দল শুধু পিচ নয়, পাকিস্তান ক্রিকেটারদের নিয়েও তেমন ভাবতি নন।

শনিবার কড়া নিরাপত্তার ঘেরাটোপে, সাংবাদিক সম্মেলনে এসে রোহিত বলেন,”আমি সব সময় মনে করি ভাল ক্রিকেট খেলাটাই আমাদের প্রধান কাজ। প্রতিপক্ষ বা পিচ কেমন হবে সেটা নিয়ে ভেবে সময় নষ্ট করার প্রয়োজন নেই। আমাদের দলগতভাবে ভালো ক্রিকেট খেলতে হবে। তাহলেই দেখবেন পিচ যেমনই হোক, যেকোনও প্রতিপক্ষের মুখোমুখি হয়েও দল ঠিক জিতবে।”

প্রসঙ্গত ২০২৩ সালে ভারত বরাবরই পাকিস্তানের বিরুদ্ধে ভালো খেলেছে। মোট তিনবারের সাক্ষাতে তিনবারই জিতেছেন রোহিতরা। এর মধ্যে এশিয়া কাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং একদিনের বিশ্বকাপ ম্যাচ ছিল। তবে সেসব নিয়ে আর ভাবতে রাজি নন রোহিত। তিনি বলছেন,”আমরা প্রায় সাত মাস আগে পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপ খেলেছিলাম। তারপরে একদিনের বিশ্বকাপেও আমরা ওদের মুখোমুখি হয়েছিলাম এবং জিতেছিলাম। তবে সেসব নিয়ে এখন ভেবে কোনও লাভ নেই। ভারত বনাম পাকিস্তান ম্যাচ মানেই সেটা সকলের কাছেই চাপের। যে দল সেই চাপ সামলাতে পারবে, তাঁরাই জিতবে।”

প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ব্যাট করার সময় অর্ধশতরান করলেও কাঁধে চোট পেয়েছিলেন রোহিত। সেই চোট নিয়ে প্রশ্ন করা হলে রোহিত বলেন,”চোট খেলার অঙ্গ। তবে সেসব দিকে নজর না দিয়ে দল কেমন খেলছে সেটা নিয়ে বেশি ভাবা প্রয়োজন। এখানকার পরিবেশ অন্য জায়গা থেকে অনেকটাই আলাদা, তাই আমি পরিস্থিতি অনুযায়ী ব্যাট করার চেষ্টা করেছি।”

ক্রিকেট

দলীপ ট্রফিতে ব্যর্থ সঞ্জু, শ্রেয়াস

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ব্যাট হাতে দলীপ ট্রফিতে ব্যর্থ ভারতের দুই তারকা ব্যাটার শ্রেয়াস আইয়ার ও সঞ্জু স্যামসন। প্রথমবারের জন্য দলীপ ট্রফি খেলতে নেমে শুরুটা খুব একটা ভালো হল না সঞ্জুর। বেশ কয়েকদিন ধরেই লাল বল ক্রিকেটে সময় ভালো যাচ্ছেনা সঞ্জুর। এদিন ব্যক্তিগত ৫ রানের মাথায় আকিব খানের বলে বড় শট মারতে গিয়ে নিজের উইকেট ছুঁড়ে দেন তিনি।

অপরদিকে শ্রেয়াস আইয়ারের কাছেও সুযোগ ছিল দলীপ ট্রফিতে ভালো ফল করে ভারতীয় টেস্ট দলে নিজের স্থান পাকা করে ফেলার। কিন্তু সেটা করতে ব্যর্থ হন শ্রেয়াস। ৭টি বল খেলে রানের খাতা খুলতে পারেননি শ্রেয়াস। বাঁ হাতি পেসার খলিল আহমেদের বলে আউট হন তিনি। কেকেআরের অধিনায়ক বাদ পড়েছিলেন ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকেও। এবার দেখার কত দ্রুত এই দুই তারকা ক্রিকেটার নিজেদের পুরোনো ছন্দে ফিরে জাতীয় দলে নিজেদের স্থান পাকা করেন।

Continue Reading

আন্তর্জাতিক ক্রিকেট

বাতিল নিউজিল্যান্ড বনাম আফগানিস্তান টেস্ট

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: বাতিল হয়ে গেল নিউজিল্যান্ড বনাম আফগানিস্তান টেস্ট ম্যাচ। খেলা হল না একটিও বল। সম্প্রতি ইতিহাস ঘাঁটলে দেখা যাবে এমন ঘটনা সত্যিই বিরল।

অনবরত বৃষ্টি এবং মাঠের খারাপ অবস্থার কারণে বাতিল হয়ে গেল নিউজিল্যান্ড বনাম আফগানিস্তানের একটিমাত্র টেস্ট ম্যাচ। দিল্লিতে চলছে অনবরত বৃষ্টি। প্রথম দিনের খেলাও বাতিল হয়েছিল সেই কারণেই। প্রবল বৃষ্টির কারণে মাঠের অবস্থা খারাপ থাকায় দ্বিতীয় দিনের খেলাও বাতিল হয়। এছাড়াও শহীদ বিজয় সিংহ পাঠিক স্পোর্টস কমপ্লেক্সের ড্রেনিং ব্যবস্থাও খুবই নিম্নমানের। আম্পায়াররা সিদ্ধান্ত নেন এই ম্যাচটি বাতিল করার।

এই নিয়ে ৮ নম্বর টেস্ট ম্যাচ ক্রিকেট ইতিহাসের যেই টেস্ট ম্যাচটি বাতিল হয়েছে বিনা কোনো বল খেলে। আফগানিস্তান বনাম নিউজিল্যান্ড ম্যাচটি একবিংশ শতাব্দীর প্রথম এমন ম্যাচ যেই ম্যাচটি বাতিল করা হয়েছে বৃষ্টির জন্য।

এই প্রসঙ্গে আফগানিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে “নয়ডাতে এখনো বৃষ্টি চলছে। সেই কারণের জন্যই টেস্ট ম্যাচটিও বাতিল করা হলো।”

Continue Reading

আন্তর্জাতিক ক্রিকেট

প্রথম টি-টোয়েন্টিতে জয় অস্ট্রেলিয়ার

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ট্রাভিস হেডের এক ওভারে ৩০ রানের ঝড়ে ঘরের মাঠে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে হার ইংল্যান্ডের।

ইংল্যান্ড অধিনায়ক ফিল সল্ট টসে জিতে প্রথম বোলিংয়ের সিদ্ধান্ত নিলেও থামাতে পারেননি হেডের বিধ্বংসী ইনিংকে। ৫ নম্বর ওভারে বল করতে আসা স্যাম কারেনের ওভারে ৩টি ছক্কা ও ৩টি চার মেরে ৩০ রান করেন হেড। কিছুদিন আগে স্কটল্যান্ডের বিরুদ্ধে এবং আইপিএলে বেশিরভাগ ম্যাচেই এরম বিধ্বংসী ইনিংস খেলেছেন ট্রাভিস হেড। এছাড়াও এই ম্যাচে ২৩ বলে ৫৯ রান করেন হেড যার মধ্যে ছিল মোট ৮টি চার ও ৪টি ছক্কা।

১৯.৩ ওভারে ১৭৯ রানে ইনিংস শেষ করে অস্ট্রেলিয়া। ১৮০ রান করতে নেমে ইংল্যান্ড ক্যাপ্টেন সল্ট আউট হয়ে যান ১২ বলে ২০ রান করেই। গোটা ইংল্যান্ড দলের কেউ ভালো খেলতে না পারলেও, একজন প্লেয়ার যিনি ব্যাট, বল দুটোতেই ভালো করলেন তিনি হলেন লিয়াম লিভিংস্টোন। তিনি বল হাতে দিয়েছেন ২২ রান এবং নিয়েছেন ৩টি উইকেট। ব্যাট হাতে করেছেন ২৭ বলে ৩৭ রান। একক দক্ষতায় ম্যাচ এগিয়ে নিয়ে গেলেও শেষে ম্যাচ জিতে যায় অস্ট্রেলিয়া।

এই ম্যাচে হেডের বিধ্বংসী ইনিংসেই ম্যাচ জিতে যায় অস্ট্রেলিয়া। পরবর্তী ম্যাচ আগামীকাল। এবারে দেখার পরবর্তী ম্যাচে হেডকে রুখতে কি পরিকল্পনা করে নামে ইংল্যান্ড দল।

Continue Reading

Trending