ক্রিকেট

পাকিস্তান নিয়ে চিন্তিত নন রোহিত

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক – রবিবার ভারত বনাম পাকিস্তান ম্যাচ শুরুর বেশ কয়েকদিন আগে থেকেই জোর আলোচনা চলছে, নিউইয়র্কের পিচ নিয়ে। তা আরও অনেকটাই বেড়েছে শনিবারের নেদারল্যান্ডস বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ দেখার পরে। এই ম্যাচে প্রচুর উইকেট এবং কম রান ওঠা দেখে ইতিমধ্যেই চিন্তার ভাঁজ পড়েছে ভারত এবং পাকিস্তান দুই দলের সমর্থকদের কপালেই। তবে শনিবার সাংবাদিক সম্মেলনে এসে ভারত অধিনায়ক রোহিত শর্মা পরিষ্কার জানিয়ে দিলেন তাঁর দল শুধু পিচ নয়, পাকিস্তান ক্রিকেটারদের নিয়েও তেমন ভাবতি নন।

শনিবার কড়া নিরাপত্তার ঘেরাটোপে, সাংবাদিক সম্মেলনে এসে রোহিত বলেন,”আমি সব সময় মনে করি ভাল ক্রিকেট খেলাটাই আমাদের প্রধান কাজ। প্রতিপক্ষ বা পিচ কেমন হবে সেটা নিয়ে ভেবে সময় নষ্ট করার প্রয়োজন নেই। আমাদের দলগতভাবে ভালো ক্রিকেট খেলতে হবে। তাহলেই দেখবেন পিচ যেমনই হোক, যেকোনও প্রতিপক্ষের মুখোমুখি হয়েও দল ঠিক জিতবে।”

প্রসঙ্গত ২০২৩ সালে ভারত বরাবরই পাকিস্তানের বিরুদ্ধে ভালো খেলেছে। মোট তিনবারের সাক্ষাতে তিনবারই জিতেছেন রোহিতরা। এর মধ্যে এশিয়া কাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং একদিনের বিশ্বকাপ ম্যাচ ছিল। তবে সেসব নিয়ে আর ভাবতে রাজি নন রোহিত। তিনি বলছেন,”আমরা প্রায় সাত মাস আগে পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপ খেলেছিলাম। তারপরে একদিনের বিশ্বকাপেও আমরা ওদের মুখোমুখি হয়েছিলাম এবং জিতেছিলাম। তবে সেসব নিয়ে এখন ভেবে কোনও লাভ নেই। ভারত বনাম পাকিস্তান ম্যাচ মানেই সেটা সকলের কাছেই চাপের। যে দল সেই চাপ সামলাতে পারবে, তাঁরাই জিতবে।”

প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ব্যাট করার সময় অর্ধশতরান করলেও কাঁধে চোট পেয়েছিলেন রোহিত। সেই চোট নিয়ে প্রশ্ন করা হলে রোহিত বলেন,”চোট খেলার অঙ্গ। তবে সেসব দিকে নজর না দিয়ে দল কেমন খেলছে সেটা নিয়ে বেশি ভাবা প্রয়োজন। এখানকার পরিবেশ অন্য জায়গা থেকে অনেকটাই আলাদা, তাই আমি পরিস্থিতি অনুযায়ী ব্যাট করার চেষ্টা করেছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version