Connect with us

আন্তর্জাতিক ক্রিকেট

ফের কোচ হয়ে কী বললেন রাহুল দ্রাবিড় ? জানতে পড়ুন…

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: টিম ইন্ডিয়ার হেড কোচ হিসেবে চুক্তিবৃদ্ধি করা হয়েছে রাহুল দ্রাবিড়ের। আর এই ঘোষণার পরেই নিজের পরিবারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন ভারতের কোচ। জানিয়েছেন এত বড় দায়িত্ব পালন করতে গেলে প্রায় বেশিরভাগ সময়টাই থাকতে হয় বাড়ি থেকে দূরে। এবং সেক্ষেত্রে পরিবারের সমর্থন এবং ত্যাগ ছাড়া তার পক্ষে কাজটা করা মোটেও সম্ভব হত না। এর পাশাপাশি ধন্যবাদ জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডকে তার ওপর আস্থা রাখার জন্য। বলেছেন, “আমি বিসিসিআই এবং কর্মকর্তাদের ধন্যবাদ জানাই আমার ওপর ভরসা করার জন্য, আমার দৃষ্টিভঙ্গিকে প্রাধান্য দিয়ে যথাযথ সমর্থন করার জন্য আমি কৃতজ্ঞ। যে ভূমিকা আমি পালন করছি তার জন্য প্রায় অনেকটা সময় বাড়ি থেকে দূরে থাকা আবশ্যক। আর আমার পরিবারের আত্মত্যাগ এবং সমর্থন ছাড়া কিছুতেই আমার পক্ষে কাজটা সম্ভব হত না। বিশ্বকাপের পরে আমাদের সামনের নতুন চ্যালেঞ্জ এসেছে ঠিকই, তবে এখনো নিজেদের সেরা পর্যায়ে নিয়ে যাওয়াটাই আমাদের লক্ষ্য।” ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে একটি বিবৃতিতে এমনটাই জানানো হয়েছে।

২০২১ সালের নভেম্বর মাসে দু’বছরের জন্য ভারতের কোচ পদে নিযুক্ত হয়েছিলেন দ্রাবিড়। এই সময়ের অভিজ্ঞতা সম্পর্কে তিনি বলেন, “ভারতীয় দলের সাথে কাটানো দুটো বছর আমার কাছে ভীষণ প্রিয়। একসাথে আমরা চড়াই উতরাই দেখেছি, গোটা দল একসাথে লড়াই করেছি। ড্রেসিংরুমে এখন যে ধরনের পরিবেশ রয়েছে তা নিয়ে আমি গর্বিত। নিঃসন্দেহে দলের খেলোয়াড়দের ট্যালেন্ট এবং দক্ষতা অনবদ্য, তাই এগুলোর থেকেও বেশি আমরা জোর দিয়েছিলাম আমাদের প্রস্তুতির উপর। আর তার ফলাফলও পেয়েছি।” যদিও বিসিসিআইয়ের পক্ষ থেকে এখনো পর্যন্ত জানানো হয়নি যে এই চুক্তি কত দিনের জন্য বাড়ানো হয়েছে। আগামী জুনে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ এখন ভারতের লক্ষ্য।

আন্তর্জাতিক ক্রিকেট

লজ্জার রেকর্ড! ১০ রানে গুটিয়ে গেল মঙ্গোলিয়া

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: টি-২০ বিশ্বকাপের এশিয়ান কোয়ালিফায়া এ’র ম্যাচে সিঙ্গাপুরের বিরুদ্ধে ১০ ওভারে মাত্র ১০ রানে অলআউট হল মঙ্গোলিয়া দল। সেইসঙ্গে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে যৌথ সর্বনিম্ন রানের রেকর্ড তৈরি করল তারা। এতদিন এই রেকর্ড ছিল আইল অফ ম্যান দলের। স্পেনের বিরুদ্ধে তারাও অলআউট হয়েছিল ১০ রানেই।

১১ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে মাত্র ৫ বলে খেলেই ৯ উইকেটে ম্যাচটি জিতে নেয় সিঙ্গাপুর । এই ম্যাচে সবথেকে বেশি নজর কেড়েছেন সিঙ্গাপুরের ১৭ বছর বয়সি তরুণ লেগ স্পিনার হর্ষ ভরদ্বয়াজ। মাত্র ৩ রান দিয়ে ৬ উইকেটে নিয়ে মঙ্গোলিয়া দলের ব্যাটিং মেরুদন্ড একেবারে ভেঙে দিয়েছেন এই তরুণ প্রতিভা। এমনকি মঙ্গোলিয়া দল পাওয়ার-প্লে তে তাদের যেই ৬ উইকেট হারায়, সেই ৬ উইকেটের মধ্যে ৫টি উইকেটই নিয়েছেন হর্ষ।

সিঙ্গাপুরের হয়ে ব্যাটিং করতে এসে রাউল শর্মা প্রথম বলে একটি ছয় মারেন এবং আরেক ব্যাটার উইলিয়াম সিম্পসন জয়সূচক চার মেরে সিঙ্গাপুরকে প্রথম ওভার এই জয় এনে দেয়।

Continue Reading

আন্তর্জাতিক ক্রিকেট

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা ওয়ার্নারের…

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: অবশেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করলেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার ডেভিড ওয়ার্নার। তবে পুরোপুরি কি সরে দাঁড়াচ্ছেন? কারণ সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করলেও, একটি টুইস্টের অবকাশ কিন্তু রেখেই দিলেন ওয়ার্নার। ২০২৫ সালে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়া ক্যাম্পেনে থাকতে পারেন তিনি এমনটাই ইঙ্গিত পাওয়া গেল। প্রসঙ্গত পাকিস্তানের অনুষ্ঠিত হতে চলা এই টুর্নামেন্টে যদি তিনি সত্যিই অংশগ্রহণ করেন, তাহলে তার আগে শেষবার গত ২৪ জুন ভারতের বিরুদ্ধে মাঠে নেমে ছিলেন ওয়ার্নার। সদ্য অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইট থেকেই বিদায় নিয়েছিল অস্ট্রেলিয়া। আর সেটাই ছিল ওয়ার্নারের দীর্ঘ ১৫ বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের শেষ ম্যাচ।

ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে নিজের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারের অবসর ঘোষণা করেন ওয়ার্নার। দেশের জন্য ক্রিকেট খেলতে পেরে তিনি যে গর্বিত এ কথাও বলতে ভোলেননি তিনি। ওয়ার্নার বলেন, “অধ্যায় শেষ। দীর্ঘ সময় ধরে একটা দারুন অভিজ্ঞতার সঞ্চয় করেছি। অস্ট্রেলিয়া আমার দল। কেরিয়ার এর বেশিরভাগ সময়টাই ছিল আন্তর্জাতিক লেভেলে। সমস্ত ফরম্যাটেই শতাধিক ম্যাচ খেলতে পারা সত্যিই গর্বের বিষয়। যাদের জন্য এটা সম্ভব হয়েছে তাদের প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ। আমার স্ত্রী এবং মেয়েরা, ব্যক্তিগত জীবনের ত্যাগ স্বীকার করেও যেভাবে আমাকে সমর্থন করেছে তা অনস্বীকার্য। এটা বাইরের কেউ বোঝে না। সমস্ত ক্রিকেট অনুরাগীদের কাছে আমি একটাই কথা বলতে চাই যে আশা করি তাদের আনন্দ দিতে পেরেছি এবং বিশেষত টেস্ট ক্রিকেটে অন্যদের থেকে দ্রুত রান করে আমরা বেশ কিছু পরিবর্তন আনতে পেরেছি। সমর্থকদের ছাড়া আমাদের পক্ষে এটা করা সম্ভব ছিল না।” এর পাশাপাশি এখনই সম্পূর্ণভাবে খেলা থেকে যে সরে যাচ্ছেন না সেটাও জানিয়েছেন ওয়ার্নার। বলেছেন, “ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আমি খেলব এবং যদি আমাকে নির্বাচন করা হয় তাহলে ২০২৫ এর চ্যাম্পিয়ন্স ট্রফিতেও আমি দেশের হয়ে মাঠে নামতে চাই। সকল সতীর্থ এবং সহকর্মীদের বলতে চাই আমার সাথে দীর্ঘদিন ধরে কাজ করার জন্য ধন্যবাদ। হোয়াটসঅ্যাপ এবং ফোনে আমার গলা শোনার থেকে আপনাদের কান এবার রেহাই পাবে। আমাদের দল গত কয়েক বছরে অনবদ্য সাফল্য অর্জন করেছে এবং আগামী দিনেও তাই করবে এমনটাই আমার বিশ্বাস। প্যাট কামিন্স এবং বাকিরা এই ধারা বজায় রাখবে।”

প্রসঙ্গত জানুয়ারি মাসে পাকিস্তানের বিরুদ্ধে শেষবার টেস্ট ম্যাচ খেলেছিলেন ওয়ার্নার। আর শেষবার একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে তাকে দেখা গিয়েছিল ২০২৩ ওডিআই বিশ্বকাপে, যেটি জিতেছিল তারই দল অস্ট্রেলিয়া। ৩৭ বছরের বর্ষীয়ান এই ক্রিকেটারের ঝুলিতে রয়েছে টেস্ট ক্রিকেটের ৮৭৮৬ রান, যারমধ্যে মোট ২৬ টি সেঞ্চুরি এবং ৩৭ টি হাফ সেঞ্চুরি। তার ১৬১ টি একদিনের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ার ২২ টি সেঞ্চুরি এবং ২৩ টি হাফ সেঞ্চুরি সহযোগে সাজানো রয়েছে মোট ৬৯৩২ রানে। টি-টোয়েন্টি ক্রিকেটে একটি সেঞ্চুরি সহযোগে মোট ৩২৭৭ রানের অধিকারী তিনি।

Continue Reading

আন্তর্জাতিক ক্রিকেট

সেমিফাইনালে আফগানিস্তান

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক – রুদ্ধশ্বাস ম্যাচে বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে আফগানিস্তান। এই ম্যাচের উপরে নির্ভর করেছিল অস্ট্রেলিয়ার শেষ চারে যাওয়ার ভাগ্য। তবে শেষ পর্যন্ত বাংলাদেশকে শেষ আটের গুরুত্বপূর্ণ ম্যাচে ৮ রানে আফগানিস্তান হারিয়ে দেওয়ার ফলে, প্রতিযোগিতা থেকে ছিটকে গেল অস্ট্রেলিয়া। প্রসঙ্গত মঙ্গলবার প্রথমে ব্যাট করে ১১৫ রানেই থেমে যায় আফগানিস্তান। সেমিফাইনালে পৌঁছতে গেলে ১২.১ ওভারে ম্যাচটা জিততে হত শান্ত, লিটনদের। তবে লিটন ছাড়া সকলেই চূড়ান্ত ব্যর্থ। এবারে সেমিফাইনালে আফগানিস্তানের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।

Continue Reading

Trending