আন্তর্জাতিক ক্রিকেট
ফের কোচ হয়ে কী বললেন রাহুল দ্রাবিড় ? জানতে পড়ুন…
রে স্পোর্টজ নিউজ ডেস্ক: টিম ইন্ডিয়ার হেড কোচ হিসেবে চুক্তিবৃদ্ধি করা হয়েছে রাহুল দ্রাবিড়ের। আর এই ঘোষণার পরেই নিজের পরিবারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন ভারতের কোচ। জানিয়েছেন এত বড় দায়িত্ব পালন করতে গেলে প্রায় বেশিরভাগ সময়টাই থাকতে হয় বাড়ি থেকে দূরে। এবং সেক্ষেত্রে পরিবারের সমর্থন এবং ত্যাগ ছাড়া তার পক্ষে কাজটা করা মোটেও সম্ভব হত না। এর পাশাপাশি ধন্যবাদ জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডকে তার ওপর আস্থা রাখার জন্য। বলেছেন, “আমি বিসিসিআই এবং কর্মকর্তাদের ধন্যবাদ জানাই আমার ওপর ভরসা করার জন্য, আমার দৃষ্টিভঙ্গিকে প্রাধান্য দিয়ে যথাযথ সমর্থন করার জন্য আমি কৃতজ্ঞ। যে ভূমিকা আমি পালন করছি তার জন্য প্রায় অনেকটা সময় বাড়ি থেকে দূরে থাকা আবশ্যক। আর আমার পরিবারের আত্মত্যাগ এবং সমর্থন ছাড়া কিছুতেই আমার পক্ষে কাজটা সম্ভব হত না। বিশ্বকাপের পরে আমাদের সামনের নতুন চ্যালেঞ্জ এসেছে ঠিকই, তবে এখনো নিজেদের সেরা পর্যায়ে নিয়ে যাওয়াটাই আমাদের লক্ষ্য।” ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে একটি বিবৃতিতে এমনটাই জানানো হয়েছে।
২০২১ সালের নভেম্বর মাসে দু’বছরের জন্য ভারতের কোচ পদে নিযুক্ত হয়েছিলেন দ্রাবিড়। এই সময়ের অভিজ্ঞতা সম্পর্কে তিনি বলেন, “ভারতীয় দলের সাথে কাটানো দুটো বছর আমার কাছে ভীষণ প্রিয়। একসাথে আমরা চড়াই উতরাই দেখেছি, গোটা দল একসাথে লড়াই করেছি। ড্রেসিংরুমে এখন যে ধরনের পরিবেশ রয়েছে তা নিয়ে আমি গর্বিত। নিঃসন্দেহে দলের খেলোয়াড়দের ট্যালেন্ট এবং দক্ষতা অনবদ্য, তাই এগুলোর থেকেও বেশি আমরা জোর দিয়েছিলাম আমাদের প্রস্তুতির উপর। আর তার ফলাফলও পেয়েছি।” যদিও বিসিসিআইয়ের পক্ষ থেকে এখনো পর্যন্ত জানানো হয়নি যে এই চুক্তি কত দিনের জন্য বাড়ানো হয়েছে। আগামী জুনে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ এখন ভারতের লক্ষ্য।