আন্তর্জাতিক ক্রিকেট
ভারত-পাকিস্তান জটিলতায় ধোঁয়াশায় চ্যাম্পিয়ন্স ট্রফি
রে স্পোর্টজ নিউজ ডেস্ক: আগামী বছরের শুরুতেই অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। কিন্তু বেশ কিছু জটিলতা ইতিমধ্যেই তৈরি হয়েছে এই প্রতিযোগিতা নিয়ে। আসন্ন ফেব্রুয়ারি মাসে কোনভাবেই পাকিস্তানে ভারতীয় দলকে পাঠাবে না বিসিসিআই এমনটাই সরকারিভাবে জানানো হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে। আর তারপরেই পাকিস্তান সরকারের হস্তক্ষেপ দাবি করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। মূলত এই প্রতিযোগিতা পরিচালনায় সরকারি সাহায্য চেয়েছে তারা।
এই সপ্তাহেই বিসিসিআইয়ের পক্ষ থেকে আইসিসিকে জানানো হয় ভারতীয় সরকারের সিদ্ধান্তের কথা। শুক্রবার ভারতীয় দলের পাকিস্তানে না আসার এই সিদ্ধান্ত পাকিস্তান ক্রিকেট বোর্ড পর্যন্ত পৌঁছে দেয় আইসিসি। পিসিবির এক আধিকারিক জানান, “আইসিসির পক্ষ থেকে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে একটি ইমেইল করে জানানো হয় যে, বিসিসিআই জানিয়েছে ভারতীয় ক্রিকেট দলকে তারা পাকিস্তান পাঠাতে পারবে না। সঠিকভাবে কোন কারণ বলা হয়নি। পাশাপাশি বিসিসিআইয়ের পক্ষ থেকে লিখিতভাবে আমাদের কিছু জানানো হয়নি। পিসিবির পক্ষ থেকে ফেডারেল সরকারকে এই বিষয়ে জানানো হয়েছে।” তবে শোনা যাচ্ছে এই বিষয়ে আরো দৃঢ় পদক্ষেপ নিতে চলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বোর্ড চেয়ারম্যান মহসিন নাকভি শুক্রবারই নাকচ করেছেন হাইব্রিড মডেল। প্রসঙ্গতা ২০২৩ এশিয়া কাপে এই হাইব্রিড মডেল অনুসরণ করেছিল পাকিস্তান, যেখানে ভারতের খেলাগুলি রাখা হয়েছিল পাকিস্তানের বাইরে এবং বাকি সমস্ত ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল পাকিস্তানে। পাকিস্তানের অন্তবর্তী মন্ত্রী হিসেবে নাকভির পক্ষে সরকারিভাবেও এই সিদ্ধান্ত নেওয়া সম্ভব। ফলে কোনরকম হাইব্রিড মডেল অনুসরণ না করে সবকটি ম্যাচ পাকিস্তানে করার পথেই হাঁটছে সে দেশের সরকার। সরকারের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হলে পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে কখনওই তার বিরুদ্ধে যাওয়া সম্ভব হবে না। অন্যদিকে ভারত সরকারও যেহেতু নিজের সিদ্ধান্তে অনড়, সেক্ষেত্রে বিসিসিআইও কোনভাবেই সেই সিদ্ধান্তের বদল ঘটাতে পারবে না। এর ফলে সবথেকে বেশি সমস্যায় পড়েছে আইসিসি। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে বাকি মাত্র ১০০ দিন। আর তার আগেই দুই দেশের রাজনৈতিক পরিস্থিতি এক ভয়ংকর জটিলতা সৃষ্টি করেছে এই প্রতিযোগিতা ঘিরে। ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে উত্তেজনা থাকে বরাবরই তুঙ্গে। ফলে কোনভাবেই সেই ম্যাচ বাতিল করার পক্ষপাতি নয় কর্তৃপক্ষ। অন্যদিকে এই পরিস্থিতির কারণে ভবিষ্যতেও পাকিস্তানকে হয়তো কোন প্রতিযোগিতাতেই ভারতে পাঠাতে চাইবে না সে দেশের সরকার। ফলে শুধুমাত্র যে বিশাল আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে তা নয় বরং আসন্ন প্রতিযোগিতাগুলি নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা।
আন্তর্জাতিক ক্রিকেট
ICC CHAMPIONS TROPHY 2025: আইসিসির ভিডিওকে ঘিরে জল্পনা ক্রিকেটমহলে
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: পাক ভূমিতে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাওয়া নিয়ে প্রথম থেকেই আপত্তি ছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের। পরে শোনাও গিয়েছিল যে পাকিস্তান গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে না ভারত। সে বিষয়ে আইসিসিকে সরকারিভাবে জানিয়েও দিয়েছিল বিসিসিআই। তবে বুধবার চ্যাম্পিয়ন্স ট্রফির লোগো উন্মোচনের একটি ভিডিও সাড়া ফেলে দিয়েছে গোটা ক্রিকেট মহলে। যেই ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে পাকিস্তানের নাম। এবারে জল্পনা চলছে যে তাহলে কি পাকিস্তানেই অনুষ্ঠিত হবে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি?
ভারত যে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবেনা, সেই বিষয়ে সরকারের পরামর্শ নিতে পারে পিসিবি এমনটাই শোনা গিয়েছিল। এমনকি গোটা বিষয়টি নিয়ে সরকারের কাছে দারস্তও হয় পিসিবি। তবে সেখানের সিদ্ধান্তে পরিষ্কার জানানো হয় যে, কোনওমতেই পাকিস্তান থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি ম্যাচ সরানো হবেনা। এই বিষয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক কর্তা জানিয়েছেন, “আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের দায়িত্ব এবং অধিকার আমাদের হাতে রয়েছে। তাই আগামী দিনেও আমরা একই কথা বলব যে, চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচগুলো কোনওমতেই পাকিস্তানের বাইরে সরানো যাবেনা”।
এসবের মাঝেই বুধবার আইসিসি একটি ভিডিওর মাধ্যমে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির লোগো প্রকাশ করেছে। এবারে সেই লোগোতে নাম রয়েছে আয়োজক দেশ পাকিস্তানের। লোগো প্রকাশের ভিডিওতে ঐতিহ্যবাহী পাকিস্তানের ট্রাক আর্ট এবং লাহোরের শাহি কিলাও দেখা গেছে। যার ফলে জল্পনা উঠছে যে তাহলে কি পাকিস্তানেই হবে চ্যাম্পিয়ন্স ট্রফি? এর থেকেও বড় প্রশ্ন হল যে ভারত কি যাবে পড়শী দেশে প্রতিযোগিতা খেলতে? এই নিয়ে জল্পনা তুঙ্গে। অপরদিকে পুরুষদের পাশাপাশি এই প্রথমবারের জন্য আয়োজিত হতে চলেছে মহিলাদের চ্যাম্পিয়ন্স ট্রফিও। এছাড়াও অনেক বছর বাদে আবারও চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের দায়িত্ব পেয়েছে পাকিস্তান। ফলে কোনওভাবেই সেই দায়িত্ব হাতছাড়া করতে চায়না পিসিবি। তবে পাকিস্তানের এই অনড় মনোভাবের ফলে চাপে পরে গিয়েছে আইসিসি। অন্যদিকে পিসিবি যুক্তি দিয়েছে, পাকিস্তানে এসে অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মত দেশ সিরিজ খেলে গেছে। তাই নিরাপত্তা নিয়ে কোনরূপ সমস্যা হবেনা পাকিস্তানে।
আন্তর্জাতিক ক্রিকেট
SA vs IND: দুরন্ত ব্যাটিং করার ফল পেলেন তিলক
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: প্রথম ম্যাচে জয় পেলেও, দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে সমতায় ফিরেছিল দক্ষিণ আফ্রিকা। তৃতীয় ম্যাচে আবারও জয় পেল ভারত। ফলে ২-১ এ সিরিজে এগিয়ে মেন ইন ব্লুজরা। এদিন ম্যাচে বাকি ব্যাটাররা রান না পেলেও বিধ্বংসী ব্যাটিং করলেন তিলক বর্মা। তার ব্যাটিংয়ের দাপটের সামনে টিকতে পারেননি দক্ষিণ আফ্রিকান বোলাররা। যার ফলে টি-টোয়েন্টিতে আরও উপরের দিকে ব্যাটিং করতে দেখা যাবে তিলক বর্মাকে, একথা জানিয়ে দিলেন অধিনায়ক সূর্য়কুমার যাদব।
মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলে নিয়মিত চার নম্বরে ব্যাট করতে নামতেন তিলক। ভারতীয় দলে আসার পরেও সেই চার নম্বরই ছিল তাঁর জায়গা। তবে বুধবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাঁর করা দুরন্ত ৫৬ বলে ১০৭ রানের ইনিংসের জেরে, ব্যাটিং অর্ডারে এবারে তিন নম্বর স্থানে নিজের জায়গা পাঁকা করে ফেললেন তিলক। এই জায়গায় ব্যাট করতে নামতেন দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। তবে তিলকের দুরন্ত ব্যাটিংয়ের জন্য নিজের জায়গা ছেড়ে দিতে দ্বিধাবোধ করলেননা সূর্যকুমার।
বুধবার শতরানের পর ম্যাচের সেরা হয়েছেন তিলক। তাঁকে প্রশংসা করে অধিনায়ক সুর্যকুমার বলেন, “ওর খেলায় আমি খুব খুশি। গত ম্যাচের পর তিলক আমায় বলেছিল যে ওকে তিন নম্বরে নামানো যাবে কিনা। এই ম্যাচে ওকে তিন নম্বরে পাঠানোর পর আমি জানতাম যে নিজের কাজটা খুব ভালোভাবেই করবেন তিলক। এবারে দুরন্ত ব্যাটিং প্রদর্শনের ফলে তিন নম্বরে নিজের জায়গা পাকা করে ফেললো ও নিজেই। এবার থেকে এই জায়গায় নিয়মিত খেলবে তিলক”। তবে অধিনায়ককে কৃতজ্ঞতা জানাতে ভোলেননি তিলক। তিনি বলেন, “অধিনায়ক আমায় ম্যাচ শুরুর আগে তিন নম্বরে নামার কথা জানিয়েছিলেন। এতে সমস্ত কৃতজ্ঞ প্রাপ্য অধিনায়কেরিই। তবে আমি চেষ্টা করব যত সম্ভব ছোটখাটো ভুলগুলোকে শুধরে ভাল খেলার”।
আন্তর্জাতিক ক্রিকেট
SA vs IND: তিলক ঝরে উড়ে গেল দক্ষিণ আফ্রিকা। সিরিজে এগিয়ে ভারত…
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: সিরিজের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৬১ রানের ব্যবধানে হারিয়ে জয় তুলে নিয়েছিল ভারত। দ্বিতীয় ম্যাচে অবশ্য ৩ উইকেটে ম্যাচ জিতে সিরিজে সমতায় ফেরে দক্ষিণ আফ্রিকা। বুধবার সিরিজের তৃতীয় ম্যাচে, খেলা চলে শেষ ওভার পর্যন্ত। অবশেষে তিলক বর্মার শতরান এবং অভিষেক শর্মার অর্ধশত রানের ইনিংসের দাপটে, দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজে এগিয়ে যায় ভারত। এদিন আন্তর্জাতিক ক্রিকেটে জীবনের প্রথম শতরানের ইনিংস খেললেন তিলক। টি-টোয়েন্টিতে প্রথম অর্ধশতরানের ইনিংস খেলেন মার্কো জানসেনও।
গত ম্যাচে হারের পর বুধবার, জয় দিয়ে সিরিজে এগিয়ে যাওয়াই লক্ষ্য ছিল সার্যকুমার যাদবদের। এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক এডেন মার্করাম। তবে প্রথম বোলিংয়ের সুবিধে প্রোটিয়া বোলারদের নিতে দেননি ভারতীয় ব্যাটসম্যানরা। প্রথম থেকেই ব্যাট হাতে বিধ্বংসী খেলা খেলেন তিলক বর্মা এবং অভিষেক শর্মা। এরই পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম শতরান হাঁকালেন তিলক বর্মা। অপরদিকে মাত্র ২৫ বলে ৫০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন অভিষেক শর্মা। বাকি ব্যাটাররা রান না পেলেও, এই দুই বিধ্বংসী ব্যাটসম্যানদের উপর নির্ভর করেই ২০ ওভার শেষে ২১৯ রানের লক্ষ্যে পৌঁছয় ভারত।
ভারতীয় টপ অর্ডারের মত বিধ্বংসী ব্যাটিং করতে পারেননি দক্ষিণ আফ্রিকা ব্যাটাররা। এছাড়াও মাঠে প্রচণ্ড পিঁপড়ের দাপটের কারণে প্রায় আধঘন্টা বন্ধ থেকে ম্যাচ। ম্যাচ শুরুর পর থেকেই একের পর এক উইকেটের পতন ঘটতে থাকে দক্ষিণ আফ্রিকার। এদিন ম্যাচে ক্লাসেন এবং মার্কো জানসেন ছাড়া আর কেউই সেরকমভাবে দাগ কাটতে পারেননি। প্রোটিয়া ব্যাটিংকে ভালোভাবে সমস্যায় ফেলেছে ভারতীয় বোলাররা। এছাড়া দুরন্ত ব্যাটিংয়ের জেরে টি-টোয়েন্টিতে প্রথম অর্ধশতরান হাঁকালেন জানসেন। তবে শেষরক্ষা করতে পারেননি তিনি। অবশেষে ১১ রানে ম্যাচ জিতে সিরিজে ২-১ এ এগিয়ে জয় মেন ইন ব্লুজরা।
-
আইএসএল11 months ago
বড় ধাক্কা কেরালা ব্লাস্টার্সের
-
আন্তর্জাতিক ক্রিকেট1 year ago
ICC CWC 2023: বিশ্বকাপে যুগ্ম দ্রুততম ১০০০ রোহিতের, ভাঙলেন ছয়ের রেকর্ড…
-
ফুটবল1 year ago
এএফসি কাপ আয়োজনের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে বসুন্ধরা কিংসের বিরুদ্ধে
-
ফুটবল11 months ago
এশিয়ান কাপের সম্ভাব্য দল ঘোষণা করল ভারত
-
ফুটবল1 year ago
কলকাতায় প্রাক মরশুম প্রস্তুতি শুরু করল ইন্টার কাশি
-
ইস্টবেঙ্গল1 year ago
দলে আমূল পরিবর্তন, তবুও সুপার সিক্সের প্রথম ম্যাচেই হার ইস্টবেঙ্গলের
-
ফুটবল12 months ago
ঘরের মাঠে অসহায় আত্মসমর্পণ, এএফসি কাপে স্বপ্নভঙ্গ মোহনবাগানের
-
ফুটবল1 year ago
ফিফা বিশ্বকাপ কোয়ালিফায়ারে ভারতের প্রথম দুটি হোম ম্যাচে আয়োজনের দায়িত্ব পেল ভুবনেশ্বর এবং গুয়াহাটি