আন্তর্জাতিক ক্রিকেট

ভারত-পাকিস্তান জটিলতায় ধোঁয়াশায় চ্যাম্পিয়ন্স ট্রফি

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: আগামী বছরের শুরুতেই অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। কিন্তু বেশ কিছু জটিলতা ইতিমধ্যেই তৈরি হয়েছে এই প্রতিযোগিতা নিয়ে। আসন্ন ফেব্রুয়ারি মাসে কোনভাবেই পাকিস্তানে ভারতীয় দলকে পাঠাবে না বিসিসিআই এমনটাই সরকারিভাবে জানানো হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে। আর তারপরেই পাকিস্তান সরকারের হস্তক্ষেপ দাবি করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। মূলত এই প্রতিযোগিতা পরিচালনায় সরকারি সাহায্য চেয়েছে তারা।

এই সপ্তাহেই বিসিসিআইয়ের পক্ষ থেকে আইসিসিকে জানানো হয় ভারতীয় সরকারের সিদ্ধান্তের কথা। শুক্রবার ভারতীয় দলের পাকিস্তানে না আসার এই সিদ্ধান্ত পাকিস্তান ক্রিকেট বোর্ড পর্যন্ত পৌঁছে দেয় আইসিসি। পিসিবির এক আধিকারিক জানান, “আইসিসির পক্ষ থেকে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে একটি ইমেইল করে জানানো হয় যে, বিসিসিআই জানিয়েছে ভারতীয় ক্রিকেট দলকে তারা পাকিস্তান পাঠাতে পারবে না। সঠিকভাবে কোন কারণ বলা হয়নি। পাশাপাশি বিসিসিআইয়ের পক্ষ থেকে লিখিতভাবে আমাদের কিছু জানানো হয়নি। পিসিবির পক্ষ থেকে ফেডারেল সরকারকে এই বিষয়ে জানানো হয়েছে।” তবে শোনা যাচ্ছে এই বিষয়ে আরো দৃঢ় পদক্ষেপ নিতে চলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বোর্ড চেয়ারম্যান মহসিন নাকভি শুক্রবারই নাকচ করেছেন হাইব্রিড মডেল। প্রসঙ্গতা ২০২৩ এশিয়া কাপে এই হাইব্রিড মডেল অনুসরণ করেছিল পাকিস্তান, যেখানে ভারতের খেলাগুলি রাখা হয়েছিল পাকিস্তানের বাইরে এবং বাকি সমস্ত ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল পাকিস্তানে। পাকিস্তানের অন্তবর্তী মন্ত্রী হিসেবে নাকভির পক্ষে সরকারিভাবেও এই সিদ্ধান্ত নেওয়া সম্ভব। ফলে কোনরকম হাইব্রিড মডেল অনুসরণ না করে সবকটি ম্যাচ পাকিস্তানে করার পথেই হাঁটছে সে দেশের সরকার। সরকারের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হলে পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে কখনওই তার বিরুদ্ধে যাওয়া সম্ভব হবে না। অন্যদিকে ভারত সরকারও যেহেতু নিজের সিদ্ধান্তে অনড়, সেক্ষেত্রে বিসিসিআইও কোনভাবেই সেই সিদ্ধান্তের বদল ঘটাতে পারবে না। এর ফলে সবথেকে বেশি সমস্যায় পড়েছে আইসিসি। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে বাকি মাত্র ১০০ দিন। আর তার আগেই দুই দেশের রাজনৈতিক পরিস্থিতি এক ভয়ংকর জটিলতা সৃষ্টি করেছে এই প্রতিযোগিতা ঘিরে। ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে উত্তেজনা থাকে বরাবরই তুঙ্গে। ফলে কোনভাবেই সেই ম্যাচ বাতিল করার পক্ষপাতি নয় কর্তৃপক্ষ। অন্যদিকে এই পরিস্থিতির কারণে ভবিষ্যতেও পাকিস্তানকে হয়তো কোন প্রতিযোগিতাতেই ভারতে পাঠাতে চাইবে না সে দেশের সরকার। ফলে শুধুমাত্র যে বিশাল আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে তা নয় বরং আসন্ন প্রতিযোগিতাগুলি নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version