Connect with us

আন্তর্জাতিক ক্রিকেট

ICC CWC 2023: বিশ্বকাপ ফাইনালের বদলা, উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডকে উড়িয়ে দিল নিউজিল্যান্ড…

Published

on

সৌরভ রায়, আহমেদাবাদ: ২০১৯ বিশ্বকাপ ফাইনাল। টানটান ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে দিয়েছিল ইংল্যান্ড। আর ঠিক চার বছর পর, ২০২৩ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই মধুর প্রতিশোধ নিয়ে নিল নিউজিল্যান্ড। ইংল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে দিল কিউরিরা।

প্রথমে ব্যাটিং করে নির্ধারিত পঞ্চাশ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৮২ রান করে ইংল্যান্ড। ইংল্যান্ডের ব্যাটসম্যানদের মধ্যে জো রুট করেন সর্বোচ্চ ৭৭ রান। অধিনায়ক বাটলার করেন ৪৩ রান। নিউজিল্যান্ড বোলারদের মধ্যে ৩ উইকেট দখল করেন ম্যাট হেনরি। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় নিউজিল্যান্ড। উইল ইয়ংকে প্যাভিলিয়নে ফিরিয়ে দেন স্যাম কুরান। কিন্তু কনওয়ে এবং রাচিন রাবিন্দ্রর জোড়া সেঞ্চুরিতে ম্যাচ বের করে নেয় নিউজিল্যান্ড। কনওয়ে ১২১ বলে খেলেন অপরাজিত ১৫২ রানের ইনিংস। ইনিংসে ছিল ৩টি ছয় এবং ১৯টি চার। অন্যদিকে রবীন্দ্র ৯৬ বলে ১২৩ রান করে অপরাজিত থাকেন। তাঁর ইনিংস সাজানো ছিল ৫টি ছয় এবং ১১টি চারে। এই দুই ব্যাটসম্যানের দাপটে কার্যতর দাঁড়াতেই পারেননি ইংল্যান্ড বোলাররা।

আন্তর্জাতিক ক্রিকেট

WT20WC: প্রথম ম্যাচে লজ্জাজনক হার ভারতের

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: টি-টোয়েন্টিতে এর আগে মোট তেরোবার মুখোমুখি হয়েছে ভারত ও নিউজিল্যান্ড। কিন্তু জয় বেশিরভাগ ক্ষেত্রেই জয় পেয়েছে নিউজিল্যান্ড। তবে ক্রিকেটভক্তদের আশা ছিল, টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে হয়ত নিউজিল্যান্ডকে হারিয়েই অভিযান শুরু করবে ভারতীয় দল। কিন্তু সেটা হল না। প্রস্তুতি ম্যাচে পরপর জয় পেলেও, টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচেই আটকে গেল ভারতের মহিলা ক্রিকেট দল। নিউজিল্যান্ড বোলারদের সামনে আত্মসমর্পণ করল ভারতের ব্যাটিং। ২০০৯ সাল থেকে প্রত্যেকবার টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিলেও ট্রফি ঘরে তুলতে পারেনি ভারতীয় মহিলারা।

শুক্রবার টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকেন তাদের দুই ওপেনার সুজি বেটস এবং জর্জিয়া প্লামার। পাওয়ারপ্লেতেই ৫০ রানের উপর স্কোরবোর্ডে রান তুলে ফেলেন কিউই ওপেনাররা। তারপর ধীরে ধীরে ম্যাচে ফেরে ভারতের বোলাররাও। পরপর দুই ওভারে তারা আউট করে দেন, নিউজিল্যান্ডের দুই ওপেনারকে। মাঝের ওভারগুলোতে যথেষ্ট ভাল বোলিং করেন ভারতীয়রা। তবে শেষের দিকে এসে মাত্র ৩৬ বলে ৫৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন কিউই অধিনায়ক সোফি ডিভাইন। সেই ইনিংসের দরুন ১৫০ রানের গণ্ডি পার করে তার দল। কুড়ি ওভার শেষে তাদের রান হয় ১৬০। অপরদিকে ভারতীয় বোলারদের মধ্যে এদিন সবথেকে সফল বোলিং করেন রেনুকা সিং। চার ওভার বল করে মাত্র সাতাশ রান দিয়ে দুটি উইকেট তুলে নিয়েছেন তিনি। এছাড়াও একটি করে উইকেট পেয়েছেন আশা শোভানা এবং অরুন্ধতী রেড্ডি।

১৬১ রানের টার্গেট তাড়া করতে গিয়ে প্রথমেই ধাক্কা খায় ভারত। পাওয়ার-প্লে শেষ হওয়ার আগেই সাজঘরে ফিরে যেতে হয় ভারতের দুই তারকা ওপেনার স্মৃতি মান্ধানা এবং শেফালি ভার্মাকে। বেশিক্ষণ ক্রিজে থাকেন নি অধিনায়ক হরমনপ্রীতও। তাঁকে আউট করেন নিউজিল্যান্ড বোলার রোজম্যারি মায়ের। প্রথমেই গুরুত্বপূর্ণ তিনটি উইকেট হারিয়ে, সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি ভারতের ব্যাটিং। অবশেষে ৫৮ রানের বিরাট ব্যবধানে প্রথম ম্যাচেই হার স্বীকার করতে হয় হরমনপ্রীতদের। পরের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে টিম ইন্ডিয়া। সেই ম্যাচের আগে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে হেরে অবশ্যই চাপে থাকবে ভারত।

Continue Reading

আন্তর্জাতিক ক্রিকেট

প্রস্তুতি ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারাল ভারত

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: প্রথম প্রস্তুতি ম্যাচে ইতিমধ্যেই ওয়েস্ট ইন্ডিজের মহিলা দলকে হারিয়েছে ভারতের মহিলা ক্রিকেটাররা। এবারে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে তারা ২৮ রানে হারাল দক্ষিণ আফ্রিকাকে। এর ফলে বেশ ভাল আত্মবিশ্বাস নিয়েই মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের অভিযান শুরু করতে নামবে ভারত, তা বলাই যায়।

আগামী ৪ তারিখ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করতে চলেছে ভারতের মহিলা ব্রিগেড। তার আগে ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দুরন্ত ছন্দে রয়েছেন তারা। শেষ ম্যাচে দীপ্তি শর্মা, জেমিমা রদ্রিগেজ এবং রিচা ঘোষের দুরন্ত খেলায় ১৪৪ রান করে ভারত। রান করেন স্মৃতি মান্ধানাও।

বল করতে নেমে দুরন্ত পারফরমেন্স ভারতীয় বোলারদের। চার ওভারে তিনি দেন মাত্র ১৬ রান দেন রেণুকা সিং। অপরদিকে দীপ্তি এবং হারমনপ্রীত দুজনে মিলে তিন ওভার বল করে মাত্র ৩ রান দেন। ফলে রানরেটে অনেকটাই পিছিয়ে পড়ে দক্ষিণ আফ্রিকা। এর পাশাপাশি দক্ষিণ আফ্রিকার ওপেনার লাউড় ওয়ালভার্ড এবং তাজমিন ব্রিটজ দুরন্ত পার্টনারশিপ তৈরি করেন। কিন্তু মাঝের ওভারে ভারতের স্পিনাররা রানের গতিতে বাধা দিয়ে দেন। যার ফলে ২০ ওভারের শেষে ১১৬ রানেই আটকে যায় দক্ষিণ আফ্রিকান ব্যাটিং এবং ২৮ রানের সহজ জয় পান হারমনপ্রীত-দীপ্তিরা।

Continue Reading

আন্তর্জাতিক ক্রিকেট

IND vs NZ: দলের নেতৃত্ব ছাড়লেন টিম সাউদি

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: হাতে আর মাত্র ১৪ দিন। তার পরেই শুরু হতে চলেছে ভারত বনাম নিউজিল্যান্ডের টেস্ট সিরিজ। বাংলাদেশকে হারিয়ে ইতিমধ্যেই আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে রোহিত, অশ্বিন, জাদেজারা। তারই মাঝে নিউজিল্যান্ড দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেন দলের অভিজ্ঞ পেস বোলার টিম সাউদি।

ইতিমধ্যেই শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে হেরেছে নিউজিল্যান্ড। ১৬ই অক্টোবর থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড টেস্ট সিরিজ। তার আগে, শ্রীলঙ্কা সিরিজে হারের ধাক্কায় দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেন সাউদি। ২০২০ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত নিউজিল্যান্ডের লাল বলের অধিনায়ক ছিলেন সাউদি। তার অধিনায়কত্বে নয়টি টেস্ট ম্যাচ খেলেছে নিউজিল্যান্ড। তিনি জানিয়েছেন, “দলের ভালোর জন্যই এই সিদ্ধান্ত নিলাম। নিজের দেশের হয়ে নেতৃত্ব দেওয়াটা সবসময়েই আমার কাছে সম্মানের। আমি সবসময় দলকে সবার প্রথম অগ্রাধিকার দিয়েছি। তবে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানো দলের ভালোর জন্যই। আমি চাই আরও ভালো খেলতে, টেস্ট ম্যাচে আর বেশি উইকেট নিতে।” তবে এবারে লাল বল ক্রিকেটে, দলকে নেতৃত্ব দেবেন টম লাথাম।

দুবারের অধিনায়কত্বে মোট ১৪টি টেস্টে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দিয়েছেন সাউদি। যার মধ্যে জিতেছেন ছয়টি, হেরেছেন ছয়টি এবং ড্র হয়েছে দুটি। কিন্তু অধিনায়কত্বের চাপ নিয়ে জোড়ে বোলার হিসেবেও ভাল খেলতে পারেননি ৩৫ বছর বয়সি সাউদি। শ্রীলঙ্কা সফরে ৪৯ ওভার বল করে মাত্র দুটি উইকেট নিয়েছেন তিনি। এছাড়াও এই ১৪টি ম্যাচে সাউদু নিয়েছেন মাত্র ৩৫টি উইকেট। ফলে দলের অভিজ্ঞ জোড়ে বোলারের এই প্রদর্শনের জন্য অনেকটা সমস্যা হয়েছে নিউজিল্যান্ড দলের।

Continue Reading

Trending