আন্তর্জাতিক ক্রিকেট

ICC CWC 2023: বিশ্বকাপ ফাইনালের বদলা, উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডকে উড়িয়ে দিল নিউজিল্যান্ড…

Published

on

সৌরভ রায়, আহমেদাবাদ: ২০১৯ বিশ্বকাপ ফাইনাল। টানটান ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে দিয়েছিল ইংল্যান্ড। আর ঠিক চার বছর পর, ২০২৩ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই মধুর প্রতিশোধ নিয়ে নিল নিউজিল্যান্ড। ইংল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে দিল কিউরিরা।

প্রথমে ব্যাটিং করে নির্ধারিত পঞ্চাশ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৮২ রান করে ইংল্যান্ড। ইংল্যান্ডের ব্যাটসম্যানদের মধ্যে জো রুট করেন সর্বোচ্চ ৭৭ রান। অধিনায়ক বাটলার করেন ৪৩ রান। নিউজিল্যান্ড বোলারদের মধ্যে ৩ উইকেট দখল করেন ম্যাট হেনরি। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় নিউজিল্যান্ড। উইল ইয়ংকে প্যাভিলিয়নে ফিরিয়ে দেন স্যাম কুরান। কিন্তু কনওয়ে এবং রাচিন রাবিন্দ্রর জোড়া সেঞ্চুরিতে ম্যাচ বের করে নেয় নিউজিল্যান্ড। কনওয়ে ১২১ বলে খেলেন অপরাজিত ১৫২ রানের ইনিংস। ইনিংসে ছিল ৩টি ছয় এবং ১৯টি চার। অন্যদিকে রবীন্দ্র ৯৬ বলে ১২৩ রান করে অপরাজিত থাকেন। তাঁর ইনিংস সাজানো ছিল ৫টি ছয় এবং ১১টি চারে। এই দুই ব্যাটসম্যানের দাপটে কার্যতর দাঁড়াতেই পারেননি ইংল্যান্ড বোলাররা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version