Connect with us

আন্তর্জাতিক ক্রিকেট

ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে ধোঁয়াশা এখনও অব্যাহত

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ইসলামাবাদে এসসিও সামিট হওয়ার পর, ভারত এবং পাকিস্তানের মধ্যে ক্রিকেটীয় সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনার কথা ভাসিয়ে দিয়েছিল পাকিস্তানেরই সংবাদমাধ্যম। এই নিয়ে প্রাথমিক স্তরে একটা আলোচনাও হয়েছে দুদেশের বিদেশমন্ত্রীর মধ্যে এমনটাই শোনা যাচ্ছে।

এসসিওর শীর্ষ বৈঠকে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর এবং পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাক দারের মধ্যে ক্রিকেট চালু করা নিয়ে বেসরকারিভাবে একপ্রকার প্রাথমিক আলোচনাও হয়। সেই আলোচনার দাবি করা হয়েছিল পাকিস্তানের এক সংবাদমাধ্যমের রিপোর্ট দ্বারা। এছাড়াও পরবর্তীতে সরকারিভাবে দুদেশের মধ্যে ক্রিকেট শুরুর সম্ভাবনা নিয়ে আলোচনা করা হবে বলেও জানানো হয়েছিল। তবে এই পুরো জল্পনাটাকেই এবার উড়িয়ে দিল বিদেশমন্ত্রক নিজেই। মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়ে দিলেন, “ক্রিকেট নিয়ে এই ধরনের কোনও আলোচনা হয়নি। যেই রিপোর্টগুলির কথা বলা হচ্ছে সেগুলি ঠিক নয়।”।

২০১২-১৩ সালে শেষবারের জন্য ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ হয়েছিল। তারপর আইসিসির বিভিন্ন টুর্নামেন্টে খেলতে নামলেও আর কোনও সিরিজ হয়নি এই দুই দেশের মধ্যে। তবে পাকিস্তান দীর্ঘদিন ধরেই চাইছে দুদেশের মধ্যে ক্রিকেট সিরিজ চালু করতে। পাকিস্তান ক্রিকেট বোর্ড একাধিকবার আগ্রহ দেখালেও বিসিসিআইয়ের তরফে সেভাবে কোনও আগ্রহ দেখানো হয়নি। এসসিও সামিটের পরেও এই দুই দেশের ক্রিকেটীয় আলোচনার রাস্তা খুলছে না বলেই জানিয়ে দিল বিদেশমন্ত্রক।

আন্তর্জাতিক ক্রিকেট

PAK vs ENG: ৪৫০ দিন বাদে টেস্ট জয় পাকিস্তানের

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ টেস্ট ম্যাচ জিতেছিল পাকিস্তান। তারপর ৪৫০ দিন বাদে শুক্রবার আবার জিতল তারা। তবে এবারে তারা জয় পেয়েছে শক্তিশালী ইংল্যান্ডের বিরুদ্ধে। বাবর আজম, শাহিন শাহ আফ্রিদিদের ছাড়াই ১৫০ রানে ঘরের মাঠে জয় ছিনিয়ে নিল পাকিস্তান।

প্রথম টেস্ট ম্যাচে এই মুলতানের মাঠেই পাকিস্তান হেরেছিল এক ইনিংস এবং ৪৭ রানে। সকলেই তখন মনে করছিল যে এই সিরিজে পাকিস্তানের পক্ষে ফেরৎ আসা সম্ভব হবে না। তার উপর মুলতানে প্রথম টেস্ট যে পিচে খেলা হয়েছিল, সেই পিচেই দ্বিতীয় টেস্ট হওয়া নিয়ে প্রশ্ন উঠছিল। অপরদিকে পাকিস্তান দল দ্বিতীয় টেস্টে বিশ্রাম দেয় তাদের তারকা ক্রিকেটার নাসিম শাহ, বাবর আজম এবং শাহিন শাহ আফ্রিদিকে। বাবরের বদলে দলে আসা কামরান গুলাম অভিষেক টেস্টেই শতরান করেন। প্রথম ইনিংসে পাকিস্তানের ৩৬৬ রানের জবাবে ব্যাট করতে নেমে মাত্র ২৯১ রানে শেষ হয়ে যায় ব্রিটিশরা। একমাত্র ওপেনার বেন ডাকেটের ১১৪ রান ছাড়া, তেমন রান পাননি বাকি ইংরেজ ব্যাটাররা। পাকিস্তানের হয়ে সাজিদ খান তার দুরন্ত অফ স্পিনের জাদুতে একাই তুলে নেন ৭টি উইকেট। অপরদিকে দ্বিতীয় ইনিংসে সলমন আঘার ৬৩ রানের সুবাদে ২২১ রান তোলে পাকিস্তান। ইংল্যান্ডের সামনে জয়ের জন্য লক্ষ্য ছিল ২৯৭ রানের।

দ্বিতীয় ইনিংসে ব্রিটিশদের বিরুদ্ধে সবচেয়ে বেশি উইকেট নেন পাকিস্তানি বাঁহাতি স্পিনার নোমান আলি। জো রুট, বেন স্টোকসদের আউট করে দ্বিতীয় ইনিংসে একাই ৮ উইকেট নেন নোমান। প্রথম ইনিংসেও তিনটি উইকেট নিয়েছিলেন নোমান। ফলে প্রথমবারের জন্য কোনও ম্যাচে ১০টি উইকেট নেওয়ার নজির গড়লেন তিনি।

Continue Reading

আন্তর্জাতিক ক্রিকেট

IND vs NZ: আবারও চোটের কবলে পড়লেন ঋষভ পন্থ

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: বৃহস্পতিবার, বেঙ্গালুরু টেস্টের দ্বিতীয় দিনের খেলায় চোট পান ভারতীয় উইকেটরক্ষক ঋষভ পন্থ। তার পরেই মাঠ ছাড়তে হয় তাঁকে। ফলে টেস্টের তৃতীয় দিনে মাঠে নামলেন না তিনি। ২০২২ সালে গাড়ি দুর্ঘটনার সময় পন্থের ডান হাঁটুতে চোট লেগেছিল। এবারে শোনা যাচ্ছে সেই ডান হাঁটুতেই আবারও চোট পেয়েছেন তিনি। অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছেন, পন্থের হাঁটু ফুলে আছে। যার ফলে শুক্রবার, ধ্রুব জুরেলকে দেখা যায় উইকেটরক্ষক হিসাবে মাঠে নামতে।

২০২২ সালের গাড়ি দুর্ঘটনায় যেই হাঁটুতে চোট লেগেছিল, সেই হাঁটুতেই বল এসে লাগে পন্থের। তারপর সঙ্গে সঙ্গেই মাটিতে শুয়ে পড়েন তিনি এবং ফিজওরা দ্রুত এসে শুশ্রুষা শুরু করে তাঁর। তার পরেই মাঠ ছাড়েন তিনি। পন্থের চোটের দিকে নজর রাখছেন দলের চিকিৎসকেরা। এদিকে শুক্রবার ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে, তৃতীয় দিনের খেলায়, পন্থ উইকেটরক্ষক হিসাবে থাকবেন না। তবে তিনি ব্যাট করতে পারবেন কি না সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। যদি তিনি ব্যাট করতে নামতে না পারেন, তা হলে বড় সমস্যা ভারতের জন্য।

গাড়ি দুর্ঘটনার পর, অনেকদিন ক্রিকেট থেকে দূরে ছিলেন পন্থ। চোট সরিয়ে এই বছরেই মাঠে ফিরেছেন তিনি। প্রথমে আইপিএল, তারপর টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং পরে টেস্টেও দাপটের সঙ্গে ফিরেছেন এই তারকা উইকেটরক্ষক। এছাড়াও বাংলাদেশের বিরুদ্ধে দুটি টেস্টই খেলেছেন তিনি এবং শতরানও করেছিলেন। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমে আবারও চোট লাগে তাঁর। তবে এই ম্যাচে তাঁকে পাওয়া যাবে বলেই আশা রাখছেন রোহিত।

Continue Reading

আন্তর্জাতিক ক্রিকেট

IND vs NZ: ব্যাটিংয়ের পর বোলিংয়েও দিশেহারা ভারত

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: প্রথম ইনিংসে মাত্র ৪৬ রানে অলআউট হয়েছে ভারত। ব্যাটিংয়ে ব্যর্থ হওয়ার পর বোলিংয়েও ঘুরে দাঁড়াতে পারল না তাঁরা। বেঙ্গালুরুতে টেস্টের প্রথম দিন বৃষ্টি বিঘ্নিত হওয়ার পর দ্বিতীয় দিনে কার্যত দিশাহীন বোলিং করলেন জশপ্রীত বুমরাহরা। এদিনের শেষে তিন উইকেট হারিয়ে ১৮০ রান ইতিমধ্যেই তুলে ফেলেছে নিউজিল্যান্ড। আপাতত ১৩৪ রানের লিড রয়েছে তাদের হাতে। অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেন কিউয়ি ওপেনার ডেভন কনওয়ে।

শুরু থেকেই আগ্রাসী মনোভাব নিয়ে খেলা শুরু করলেন দুই কিউয়ি ওপেনার ডেভন কনওয়ে এবং টম লাথাম। মাত্র ১৩তম ওভারেই কোনো উইকেট না হারিয়ে ভারতের রানকে ছাপিয়ে যায় তাঁরা। অপরদিকে রান সংখ্যা কম। তার উপর খারাপ ফিল্ডিং করছেন ভারতের ফিল্ডাররা। ১৩তম ওভারেই সিরাজের করা বলে স্লিপে টম লাথামের ক্যাচ ফসকান কে এল রাহুল। যদিও কিছুক্ষন পরেই ১৮তম ওভারে কুলদীপ যাদবের জাদুতে আউট হন লাথাম। কিন্তু তারপরেও রান গতি থামাতে পারেননি ভারতীয় বোলাররা। এছাড়া ডেভন কনওয়েকে বেশ ভাল ছন্দে দেখা যাচ্ছিল।

১০৫ বলে ৯১ রানের বিরাট ইনিংস খেলে, রবিচন্দ্রন অশ্বিনের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন কনওয়ে। তবে যতক্ষণ ক্রিজে ছিলেন, ততক্ষণ ভারতীয় বোলারদের উপরে চাপ রেখেছিলেন তিনি। যদিও বেশি আগ্রাসী মনোভাব নিয়ে খেলতে গিয়ে শতরানও হাতছাড়া করলেন কনওয়ে। তবে এখন যা অবস্থা তাতে ভারতকে এই টেস্ট বাঁচাতে গেলে অলৌকিক কিছু করে দেখাতে হবে। কিউয়িরা যেভাবে ব্যাটিং চালাচ্ছে তাতে তৃতীয় দিনে তাঁরা আরও লিড বাড়াবে। এবারে দেখার প্রথম ইনিংসের ব্যাটিংয়ের ব্যর্থতা ভুলে দ্বিতীয় ইনিংসে ভাল ব্যাটিংয়ের প্রদর্শন দেখাতে পারেন কিনা রোহিত, কোহলি, পান্থরা।

Continue Reading

Trending