আন্তর্জাতিক ক্রিকেট

ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে ধোঁয়াশা এখনও অব্যাহত

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ইসলামাবাদে এসসিও সামিট হওয়ার পর, ভারত এবং পাকিস্তানের মধ্যে ক্রিকেটীয় সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনার কথা ভাসিয়ে দিয়েছিল পাকিস্তানেরই সংবাদমাধ্যম। এই নিয়ে প্রাথমিক স্তরে একটা আলোচনাও হয়েছে দুদেশের বিদেশমন্ত্রীর মধ্যে এমনটাই শোনা যাচ্ছে।

এসসিওর শীর্ষ বৈঠকে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর এবং পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাক দারের মধ্যে ক্রিকেট চালু করা নিয়ে বেসরকারিভাবে একপ্রকার প্রাথমিক আলোচনাও হয়। সেই আলোচনার দাবি করা হয়েছিল পাকিস্তানের এক সংবাদমাধ্যমের রিপোর্ট দ্বারা। এছাড়াও পরবর্তীতে সরকারিভাবে দুদেশের মধ্যে ক্রিকেট শুরুর সম্ভাবনা নিয়ে আলোচনা করা হবে বলেও জানানো হয়েছিল। তবে এই পুরো জল্পনাটাকেই এবার উড়িয়ে দিল বিদেশমন্ত্রক নিজেই। মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়ে দিলেন, “ক্রিকেট নিয়ে এই ধরনের কোনও আলোচনা হয়নি। যেই রিপোর্টগুলির কথা বলা হচ্ছে সেগুলি ঠিক নয়।”।

২০১২-১৩ সালে শেষবারের জন্য ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ হয়েছিল। তারপর আইসিসির বিভিন্ন টুর্নামেন্টে খেলতে নামলেও আর কোনও সিরিজ হয়নি এই দুই দেশের মধ্যে। তবে পাকিস্তান দীর্ঘদিন ধরেই চাইছে দুদেশের মধ্যে ক্রিকেট সিরিজ চালু করতে। পাকিস্তান ক্রিকেট বোর্ড একাধিকবার আগ্রহ দেখালেও বিসিসিআইয়ের তরফে সেভাবে কোনও আগ্রহ দেখানো হয়নি। এসসিও সামিটের পরেও এই দুই দেশের ক্রিকেটীয় আলোচনার রাস্তা খুলছে না বলেই জানিয়ে দিল বিদেশমন্ত্রক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version