Connect with us

আন্তর্জাতিক ক্রিকেট

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা মঈন আলীর

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের কাছে ৬৮ রানে হেরে যায় ইংল্যান্ড। সেই ম্যাচটিই মঈন আলীর জীবনের শেষ আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ হিসাবে চিহ্নিত হয়ে রইল। ৩৭ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মঈন আলী।

ইংল্যান্ডের হয়ে প্রথম আন্তর্জাতিক ম্যাচটি খেলেন ২০১৪ সালে। এই ১০ বছরে দেশের হয়ে মোড় ২৯৮টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন মঈন। যার মধ্যে রয়েছে ১৩৮টি একদিবসিয় ম্যাচ, ৯২টি টি-টোয়েন্টি ম্যাচ এবং ৬৮টি টেস্ট ম্যাচ। সব মিলিয়ে তাঁর রান সংখ্যা ৬৬৭৮। যার মধ্যে রয়েছে ৮টি শতরানের ইনিংস এবং ২৮টি অর্ধ-শতরানের ইনিংস। বল হাতেও তিনি নিয়েছেন ৩৬৬টি উইকেট। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন “এখন সময় এসেছে প্রতিভাবান তরুণ খেলোয়াড়দের দলে যায়গা করে দেওয়ার। ২টো বিশ্বকাপ আর একটা অ্যাসেজ জয় আমার জীবনের অন্যতম সেরা মুহূর্ত। এবারে আমার কর্তব্য তরুণদের সুযোগ দেওয়া যার ফলে তারাও তাদের দেশের হয়ে নিজের সেরাটা দিতে পারে”

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেও মঈন আলী জানিয়েছেন ফ্র্যাঞ্চাইজির ক্রিকেট খেলবেন তিনি। আইপিএল, এস.এ ২০, বিপিএল এর পাশাপাশি এবারে প্রথমবারের জন্য তিনি খেলবে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে গায়ানা আমাজন ওয়ারিয়র্সের হয়ে। পরবর্তীতে কোচিং পদেও মঈন আলীকে দেখা যেতে পারে বলে তিনি নিজেই মনে করেন।

আন্তর্জাতিক ক্রিকেট

IND vs BAN: অশ্বিন-জাদেজার পার্টনারশিপে প্রথম দিনের শেষে ভাল জায়গায় ভারত…

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আজ থেকে শুরু হয়েছে ভারত বনাম বাংলাদেশের টেস্ট। চেন্নাইতে মেঘলা আবহাওয়ায় প্রথম ব্যাট করতে নামে ভারত। দীনেশ কার্তিক ম্যাচ শুরুর প্রথমে বলেন, “ওয়েদারটা অনেকটা লন্ডনের মত। তবে এখানে জোরে বোলারদের আধিপত্য বেশি থাকবে।” প্রথম দিনের খেলা শেষে আশ্বিন এবং জাদেজার অপরাজিত ১৯৫ রানের জুটিতে ৬ উইকেটে স্কোর ৩৩৯ রান ভারতের।

যদিও সকালের দিকে ভারতের ব্যাটিং খুব একটা ভাল হয়নি। বাংলাদেশের বোলার হাসান মাহমুদ ভারতের টপ অর্ডারকে প্রথম এক ঘণ্টার মধ্যেই সাজঘরে ফিরিয়ে দেন। পরে যদিও ঋষভ পন্থ ও যশস্বীর মধ্যে একটা অর্ধ শতরানের জুটি হয়। কিন্তু সেটাও ভেঙে দেন হাসান। অপরদিকে ওপেনার যশস্বীকে ৫৬ রানে আউট করে দেন নাহিদ রানা। কেএল রাহুল আউট হয়ে যাওয়ার পর ভারতের স্কোর দাঁড়ায় ৬ উইকেটে ১৪৪।

বাংলাদেশ ভেবেছিল ভারতকে ২০০ রানের মধ্যেই অলআউট করে দেবে, কিন্তু জাদেজা এবং অশ্বিন তাঁদের আশাকে চুরমার করে দিয়েছিলেন। তাদের অপরাজিত ১৯৫ রানের জুটি, যা সপ্তম উইকেটে সর্বোচ্চ জুটি। অপরদিকে অশ্বিন, এই ফরম্যাটে তাঁর কেরিয়ায়ের ষষ্ঠ সেঞ্চুরি করেন এদিন। এই সেঞ্চুরিটি অশ্বিনের ঘরের মাঠে দ্বিতীয় এবং কেরিয়ারের দ্রুততম সেঞ্চুরি। এবং জাদেজাও তাঁর শতরানের কাছাকাছি পৌঁছে যান। ভারত ৬ উইকেটে ৩৩৯ রানে প্রথম দিন শেষ করে। এবারে দেখার দ্বিতীয় দিনে খেলতে নেমে বোর্ডে আরও কত রান যোগ করতে পারেন জাদেজা ও অশ্বিনরা!

Continue Reading

আন্তর্জাতিক ক্রিকেট

শ্রেয়স আইয়ারকে নিয়ে বিস্ফোরক বিসিসিআই কর্তা

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: সময়টা মোটেই ভালো যাচ্ছে না শ্রেয়স আইয়ারের। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের জন্য শ্রেয়াসের নাম বিবেচনা করেন নি নির্বাচকরা। তবে নিজেকে প্রমাণ করার একটা সুযোগ ছিল তাঁর কাছে। এবার সেটাও হারালেন শ্রেয়স। চলতি দলীপ ট্রফিতে চার ইনিংসে মাত্র ১০৪ রান এসেছে আইয়ারের ব্যাট থেকে। একদিকে ইংল্যান্ড টেস্টে সারফারাজ খান, ধ্রুব জুড়েলের অনবদ্য পারফরমেন্স, অন্যদিকে বাংলাদেশ সিরিজের দলে ঋষভ পন্থ এবং কেএল রাহুল ফিরে আসায়, টেস্ট ক্রিকেটে আইয়ারের প্রত্যাবর্তন ঘটানো এখন বেশ কঠিন হতে চলেছে।

এই কথাই সরকারিভাবে ঘোষণাও করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এক বিশেষ আধিকারিক এদিন জানান, “এই মুহূর্তের টেস্ট দলে আইয়ারের কোন জায়গা নেই। কার পরিবর্ত হিসেবে নেওয়া হবে ওকে? সর্বোপরি রবিবার দলীপ ট্রফিতে ওর শট নির্বাচন মোটেই আশানুরূপ ছিল না। ক্রিজে বেশ কিছুটা সময় কাটানোর পরেও ভুল শট কি করে ও খেলল তা জানি না।” এখন ঘরোয়া ক্রিকেট খেললেও, আসন্ন অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজও তাঁর জন্য বিশেষ কোন সুখবর নিয়ে আসবে না, এমনটাই মনে করছেন বিসিসিআইয়ের আরেক অধিকর্তা। তবে জাতীয় দলে ফের জায়গা পাওয়ার জন্য ঘরোয়া ক্রিকেটে নিজেকে প্রমাণ করা ছাড়া এই মুহূর্তে আর কোন রাস্তা খোলা নেই শ্রেয়স আইয়ারের সামনে এ কথা স্পষ্ট।

Continue Reading

আন্তর্জাতিক ক্রিকেট

IND vs BAN: বাংলাদেশকে কড়া জবাব রোহিতের…

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: ভারত বাংলাদেশ ক্রিকেট ম্যাচ মানেই উত্তেজনার পারদ চড়বে বেশ কয়েকগুণ একথা ক্রিকেট দুনিয়ায় নতুন নয়। তবে মাঠের বাইরের সম্পর্ক যতই ভালো হোক না কেন মাঠের মধ্যে যে ভারতীয় ক্রিকেটারদের সাথে বাংলাদেশের ক্রিকেটারদের সম্পর্ক আদায় কাঁচকলায় তার আরও একবার প্রমাণ মিলল রোহিত শর্মার সাংবাদিক সম্মেলনে।

আগামী ১৯ তারিখ থেকে চেন্নাইয়ে শুরু হতে চলেছে ভারত বনাম বাংলাদেশ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। তার আগে সেখানেই সাংবাদিক সম্মেলনে অধিনায়ক রোহিত শর্মাকে প্রশ্ন করা হয়, বাংলাদেশের ক্রিকেটাররা ম্যাচ শুরুর আগেই ভারতকে যে নিশানা করছে সেই বিষয়ে তাঁর কী মনে হয়? আর এর প্রশ্নের উত্তর বেশ মজার ছলে জবাব দেন ভারত অধিনায়ক। তিনি বলেন, “ক্রিকেটে আমরা এখন এমন একটা পরিস্থিতিতে রয়েছি যেখানে ভারতকে হারাতে পারা অনেক দলেরই স্বপ্ন। আর স্বপ্ন দেখা এবং উপভোগ করা ভালো। ওদেরকে মজা করতে দিন। আমার মনে হয় না ওদের কোনওরকম মন্তব্য নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন আছে। বরং নিজেদের খেলা নিয়ে আরও বেশি সচেতন হলে ফলাফল ভালো হবে।” বাংলাদেশ ক্রিকেটারদের বিতর্কিত মন্তব্য নিয়েও খুব একটা চিন্তিত নন ভারতের অধিনায়ক। “দেখুন, ক্রিকেটটা মাঠে খেলা হয়। আর তার নির্দিষ্ট সময় থাকে। আমরা যখন মাঠে নামি আমাদের একটাই লক্ষ্য থাকে ম্যাচ জেতা। এর বাইরে অন্য কোনও কথা আমাদের মাথায় ঘুরপাক খায় না।” এর থেকে স্পষ্ট বোঝা যায় যে এখনই কোনরকম বিতর্কে জড়াতে চাইছেন না ভারতীয় অধিনায়ক। বরং মাঠের জবাব মাঠেই দিতে প্রস্তুত তিনি।

প্রসঙ্গত দীর্ঘ দিনের বিরতির পর আবার মাঠে নামতে চলেছে ভারতীয় টেস্ট দল। এর আগে শেষবার এই বছরেরই মার্চ মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে ধর্মশালায় টেস্ট খেলেছিলেন রোহিতরা। তবে এই বিরতি তাঁদের পারফরমেন্সে কোনোভাবেই ছাপ ফেলবে না সেই বিষয়ে যথেষ্ট নিশ্চিত ভারত অধিনায়ক। বরং তিনি বিশ্বাস করেন দলীপ ট্রফি খেলে অনেক বেশি মজবুত হয়েছেন ভারতীয় ক্রিকেটাররা। এখন দেখার ভারত বনাম বাংলাদেশ সিরিজে শেষ হাসি কে হাসে!

Continue Reading

Trending