আন্তর্জাতিক ক্রিকেট
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা মঈন আলীর
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের কাছে ৬৮ রানে হেরে যায় ইংল্যান্ড। সেই ম্যাচটিই মঈন আলীর জীবনের শেষ আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ হিসাবে চিহ্নিত হয়ে রইল। ৩৭ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মঈন আলী।
ইংল্যান্ডের হয়ে প্রথম আন্তর্জাতিক ম্যাচটি খেলেন ২০১৪ সালে। এই ১০ বছরে দেশের হয়ে মোড় ২৯৮টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন মঈন। যার মধ্যে রয়েছে ১৩৮টি একদিবসিয় ম্যাচ, ৯২টি টি-টোয়েন্টি ম্যাচ এবং ৬৮টি টেস্ট ম্যাচ। সব মিলিয়ে তাঁর রান সংখ্যা ৬৬৭৮। যার মধ্যে রয়েছে ৮টি শতরানের ইনিংস এবং ২৮টি অর্ধ-শতরানের ইনিংস। বল হাতেও তিনি নিয়েছেন ৩৬৬টি উইকেট। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন “এখন সময় এসেছে প্রতিভাবান তরুণ খেলোয়াড়দের দলে যায়গা করে দেওয়ার। ২টো বিশ্বকাপ আর একটা অ্যাসেজ জয় আমার জীবনের অন্যতম সেরা মুহূর্ত। এবারে আমার কর্তব্য তরুণদের সুযোগ দেওয়া যার ফলে তারাও তাদের দেশের হয়ে নিজের সেরাটা দিতে পারে”
আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেও মঈন আলী জানিয়েছেন ফ্র্যাঞ্চাইজির ক্রিকেট খেলবেন তিনি। আইপিএল, এস.এ ২০, বিপিএল এর পাশাপাশি এবারে প্রথমবারের জন্য তিনি খেলবে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে গায়ানা আমাজন ওয়ারিয়র্সের হয়ে। পরবর্তীতে কোচিং পদেও মঈন আলীকে দেখা যেতে পারে বলে তিনি নিজেই মনে করেন।