আন্তর্জাতিক ক্রিকেট
IND vs NZ: প্রথম টেস্টে খেলবেন না কেন উইলিয়ামসন
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে বড়সড় ধাক্কা কিউয়ি শিবিরে। চোটের জন্য খেলবেন না দলের প্রাক্তন অধিনায়ক কেন উইলিয়ামসন। নিউজিল্যান্ড টিম ম্যানেজমেন্টের তরফে জানানো হয়েছে, কেনের চোট সারলেও এই মুহূর্তে রিহ্যাবের জন্য আরও বেশ কিছুটা সময় দরকার তাঁর। তাই সিরিজের শুরু থেকে দলের সঙ্গে থাকতে পারবেন না তিনি। অপরদিকে নতুন অধিনায়কের নেতৃত্বে সিরিজ খেলবে নিউজিল্যান্ড।
আগামী ১৬ অক্টোবর থেকে শুরু হচ্ছে ভারত বনাম নিউজিল্যান্ড টেস্ট সিরিজ। তার কিছুদিন আগেই শ্রীলঙ্কার বিরুদ্ধে ০-২ ফলাফলে সিরিজ হারতে হয়েছে নিউজিল্যান্ডকে। সেই সিরিজেই চোট পেয়েছিলেন দলের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার কেন উইলিয়ামসন। সেই চোটের কারণেই ভারতের বিরুদ্ধে খেলতে পারবেন না কিউয়িদের প্রাক্তন অধিনায়ক। যদিও দলে রয়েছেন তিনি। প্রথমদিকে না খেললেও, নিউজিল্যান্ড বোর্ড থেকে জানানো হয়েছে পরের দিকে টেস্টগুলোতে নামবেন তিনি। সেই কারণেই প্রথমদিকে তাকে বিশ্রাম দেওয়া হচ্ছে।
ইতিমধ্যেই উইলিয়ামসনের পরিবর্তে মার্ক চ্যাপম্যানকে দলে নিয়ে ফেলেছে কিউয়িরা। ভারতের বিরুদ্ধেই প্রথম টেস্ট অভিষেক হতে পারে তাঁর। অপরদিকে সিরিজে নামার আগে অধিনায়ক বদলে ফেলছে নিউজিল্যান্ড। এই প্রথমবারের জন্য পূর্ণ অধিনায়কত্ব করবেন টম ল্যাথাম। এছাড়াও প্রথম টেস্ট খেলে দেশে ফিরে যাবেন ৩৩ বছর বয়সী অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েল। পরের দুই টেস্টে তাঁর পরিবর্ত হিসাবে খেলবেন ভারতীয় বংশোদ্ভূত ইশ সোধি।
আন্তর্জাতিক ক্রিকেট
AUS vs IND: ফিরতে চলেছেন শামি? বিস্তারিত জানতে পড়ুন…
সৌরভ রায়, পার্থ: আগামী শুক্রবার থেকে শুরু হতে চলেছে বর্ডার-গাভাস্কার ট্রফি। সিরিজের প্রথম টেস্টটি অনুষ্ঠিত হবে পার্থে, যেখানে ভারতকে নেতৃত্ব দিতে চলেছেন জসপ্রীত বুমরাহ। রোহিত শর্মার অনুপস্থিতির কারণে প্রথম টেস্টে তাঁকে অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে। আর এবার সেই বুমরাহর মুখেই শোনা গেল এক নতুন চমকের কথা। স্পষ্ট করে কিছু না জানালেও ইঙ্গিত দিলেন দলে তাঁরই এক সতীর্থের ফেরার। তিনি আর কেউ নন, মহম্মদ শামি।
গত বছর ওডিআই বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট নিয়েছিলেন শামি। কিন্তু গোড়ালির চোটের কারণে তাকে ক্রিকেট থেকে সাময়িক বিরতি নিতে হয় তাঁকে। প্রায় দীর্ঘ এক বছরের এই বিরতিতে অস্ত্রোপচারের পর বেঙ্গালুরের এনসিএ’তে রিহ্যাবিলিটেশন শুরু করেন শামি। আর তারপরেই বাংলার হয়ে রঞ্জিতে কামব্যাক করতে দেখা যায় তাঁকে। মধ্যপ্রদেশের বিরুদ্ধে দুরন্ত খেলে সাত উইকেট তুলে নিয়ে নিজের দলকে পৌঁছে দেন জয়ের দোরগোড়ায়। এদিন সাংবাদিক সম্মেলনে বুমরাহ বলেন, “শামি দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ম্যানেজমেন্ট ওর ওপর নজর রাখছে। সব ঠিক থাকলে হয়তো ওকে দেখাও যেতে পারে এখানে।” কানাঘুষো শোনা যাচ্ছিল যে বর্ডার-গাভাস্কার ট্রফির মাঝেই শামিকে নিয়ে আসা হতে পারে অস্ট্রেলিয়ায়। এবার বুমরাহর কথায় আরও বেশ কিছুটা জোরালো হল সেই জল্পনা।
প্রসঙ্গত নিউজিল্যান্ডের কাছে লজ্জাজনক টেস্ট সিরিজ হারের কোনরকম প্রভাব পড়বে না দলে, এমনটাই জানান অধিনায়ক বুমরাহ। শূন্য থেকে নতুন করে শুরু করাই এখন ভারতের লক্ষ্য বলেন তিনি।
আন্তর্জাতিক ক্রিকেট
AUS vs IND: সহকারী কোচ ছাড়াই প্রথম টেস্টে নামবে অস্ট্রেলিয়া? জানতে পড়ুন…
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: এর আগে দুবার অজি ভূমিতে বর্ডার-গাভাস্কার ট্রফি জিতেছে ভারত। তবে ঘরের মাঠে তৃতীয়বার সেই হার আটকাতে মরিয়া অস্ট্রেলিয়া। তবে সিরিজ শুরুর আগেই বড় ধাক্কা অস্ট্রেলিয়া শিবিরে। পার্থ টেস্টে ডাগআউটে সহকারী কোচ ড্যানিয়েল ভেটোরিকে ছাড়াই খেলতে নামতে হবে প্যাট কামিন্সদের। শোনা যাচ্ছে আইপিএল নিলামের জন্য ওই সময়ে সৌদি আরবে থাকবেন তিনি।
পাঁচ ম্যাচের বর্ডার-গাভাস্কার ট্রফির সিরিজ শুরু হতে চলেছে আগামী শুক্রবার থেকে। প্রথম টেস্ট আয়োজিত হবে পার্থে। তবে সেই সময় অর্থাৎ আগামী ২৪ এবং ২৫ নভেম্বর সৌদি আরবে বসতে চলেছে আসন্ন আইপিএলের মহা নিলাম। আইপিএলে হায়দ্রাবাদ দলের হেড কোচ এই ড্যানিয়েল ভেটোরি। যার ফলে সেই সময় নিলামের টেবিলে উপস্থিত থাকার কারণে প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার ডাগআউটে দেখা যাবেনা তাঁকে। যদিও এই বিষয়ে অজি ক্রিকেট বোর্ডের সমর্থন পেয়েছেন ভেটোরি। শুধু অস্ট্রেলিয়ার জাতীয় দলের দায়িত্বই নয়, তার পাশাপাশি আরও দুটি ফ্র্যাঞ্চাইজি দলেরও কোচিং করান ভেটোরি। তবে যা খবর তাতে হয়ত প্রথম টেস্টের দুদিন দলের সঙ্গে থেকে তারপর সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। এই বিষয়ে অস্ট্রেলিয়া দলের মুখপাত্র জানিয়েছেন, “নিলাম শেষ হওয়ার পর পুর বর্ডার-গাভাস্কার সিরিজে দলের সঙ্গেই থাকবেন ভেটোরি”।
আন্তর্জাতিক ক্রিকেট
AUS vs IND: পিচ দেখেই আতঙ্কিত কোহলি? বিস্তারিত জানতে পড়ুন…
সৌরভ রায়, পার্থ: ২২ নভেম্বর থেকে পার্থে শুরু হতে চলেছে অস্ট্রেলিয়া-ভারত বর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্ট ম্যাচ। তার আগে অপ্টাস স্টেডিয়ামের পিচের ছবি প্রকাশ্যে আসতেই তাকে ঘিরে তৈরি হয়েছে ভয়ের আবহ। পার্থের পিচের যে ছবি সামনে এসেছে তাতে দেখা যাচ্ছে পিচ জুড়ে রয়েছে বড় বড় ঘাস। আর সেই ঘাসে বারবার জল দেওয়া হচ্ছে যাতে তাড়াতাড়ি ঘাস শুকিয়ে না যায়। এর থেকে স্পষ্টই বোঝা যাচ্ছে পেস বাউন্স বা সিম, তিন ক্ষেত্রেই বেশ সুবিধা পেতে চলেছেন বোলাররা। কিন্তু উল্টোদিকে ব্যাটারদের কাছে তা মোটেই তা সুখবর নয়।
যদিও অনেক আগে থেকেই আন্দাজ করা গিয়েছিল এই বিষয়টি। পার্থ বরাবরই বিখ্যাত তার গতিশীল পিচের কারণে। যদিও তার কৃতিত্ব পুরনো ওয়াকা স্টেডিয়ামের প্রাপ্য, তবে অপ্টাসের পিচ দেখে স্পষ্টই বোঝা যাচ্ছে পার্থের নতুন স্টেডিয়ামও সেই ঐতিহ্য বজায় রেখেছে। ভারতের শেষ অস্ট্রেলিয়া সফরে কোন টেস্ট ম্যাচ হয়নি এই স্টেডিয়ামে, ফলে এটা হতে চলেছে ভারতের কাছে একদম নতুন একটা চ্যালেঞ্জ। অন্যদিকে তিন বছর আগে ভারতের কাছে হারার পর থেকে অস্ট্রেলিয়া বেশ কিছু পরিবর্তন এনেছে পিচে। মূলত পিচে ঘাস রেখে ফাস্ট বোলারদের বেশ কিছুটা সুবিধে দেওয়ার চেষ্টা করছে তারা। তাই একদিকে যেটা বিরাট কোহলি, যশস্বী জসওয়ালদের কাছে দুঃস্বপ্ন, অন্যদিকে সেটাই আবার নতুন সুযোগ হয়ে আসতে পারে বুমরাহদের কাছে।
-
আইএসএল11 months ago
বড় ধাক্কা কেরালা ব্লাস্টার্সের
-
আন্তর্জাতিক ক্রিকেট1 year ago
ICC CWC 2023: বিশ্বকাপে যুগ্ম দ্রুততম ১০০০ রোহিতের, ভাঙলেন ছয়ের রেকর্ড…
-
ফুটবল1 year ago
এএফসি কাপ আয়োজনের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে বসুন্ধরা কিংসের বিরুদ্ধে
-
ফুটবল11 months ago
এশিয়ান কাপের সম্ভাব্য দল ঘোষণা করল ভারত
-
ফুটবল1 year ago
কলকাতায় প্রাক মরশুম প্রস্তুতি শুরু করল ইন্টার কাশি
-
ইস্টবেঙ্গল1 year ago
দলে আমূল পরিবর্তন, তবুও সুপার সিক্সের প্রথম ম্যাচেই হার ইস্টবেঙ্গলের
-
ফুটবল12 months ago
ঘরের মাঠে অসহায় আত্মসমর্পণ, এএফসি কাপে স্বপ্নভঙ্গ মোহনবাগানের
-
ফুটবল1 year ago
ফিফা বিশ্বকাপ কোয়ালিফায়ারে ভারতের প্রথম দুটি হোম ম্যাচে আয়োজনের দায়িত্ব পেল ভুবনেশ্বর এবং গুয়াহাটি