Connect with us

আইপিএল

IPL 2023: প্লে অফে পৌঁছনোর অংকের মাঝেই নির্বাসনের খাড়া ঝুলছে কেকেআর অধিনায়কের মাথায়!

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: চলতি আইপিএলের প্লে অফে পৌঁছনোর দৌড়ে এখনও রয়েছে দু’বারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। রবিবারের গুরুত্বপূর্ণ ম্যাচে চেন্নাইয়ের বিরুদ্ধে তারা জয় পাওয়ায় সেই সম্ভাবনা অনেকটা বেড়েছে। তবে তারই মাঝে দুশ্চিন্তায় কেকেআর শিবির। কারণ নির্বাসনের মুখে পড়তে পারেন দলের অধিনায়ক নীতিশ রানা। এর পাশাপাশি তার দলের প্রত্যেক ক্রিকেটারকে জরিমানাও করা হয়েছে।

চেন্নাইয়ের বিরুদ্ধে মন্থর বোলিং করেছে কেকেআর আর তারই শাস্তি পেতে হয়েছে গোটা দলকে। অধিনায়ক নীতিশ রানার ২৪ লক্ষ টাকা জরিমানা হয়েছে এবং তার পাশাপাশি জরিমানা দিতে হচ্ছে দলের বাকি ক্রিকেটারদেরও। একটি বিবৃতির মাধ্যমে আইপিএলের তরফ থেকে জানানো হয়েছে,”কলকাতা বনাম চেন্নাই ম্যাচ ধোনির দলের বিরুদ্ধে মন্থর বোলিং করার দরুন জরিমানা করা হয়েছে কেকেআরকে। আর এটা যেহেতু দ্বিতীয় বারের অপরাধ, সেই কারণে রানার জরিমানা হয়েছে ২৪ লক্ষ টাকা। এর পাশাপাশি বাকি ক্রিকেটারদের ৬ লক্ষ টাকা অথবা দলের ম্যাচ ফি’র ২৫ শতাংশের মধ্যে যেটি কম হবে, সেই টাকা জরিমানা দিতে হবে।”

এটুকু পর্যন্ত যদিও ঠিক ছিল, তবে যেহেতু এটি দলের দ্বিতীয় শাস্তি, তাই আরেকটি ম্যাচে যদি মন্থর বোলিং হয় তাহলে নীতিশকে আইপিএলের একটি ম্যাচ নির্বাসিত হতে হবে। এখন কেকেআর কর্তৃপক্ষ সেই নিয়ে যথেষ্ট চিন্তায়।

প্রসঙ্গত বর্তমানে কলকাতার দলটির ১৩ ম্যাচে ১২ পয়েন্ট রয়েছে। তাদের শেষ ম্যাচ ঘরের মাঠে শনিবার লখনৌ সুপার জয়েন্টসের বিরুদ্ধে। সেই ম্যাচ অবশ্যই জিততে হবে কেকেআরকে, এবং তারপর অন্য দলগুলির দিকেও তাকাতে হবে, প্লে অফে কোয়ালিফাই করার জন্য। আর যদি কলকাতার দল শেষ চারে পৌঁছয়, এবং পরের ম্যাচে মন্থর বোলিং করে, তাহলে নীতিশ কে প্লে অফের একটি ম্যাচে পাবে না তারা। তাই খুবই সতর্ক হয়ে খেলতে হবে কলকাতার দলটিকে।

আইপিএল

রাজস্থান রয়্যালসের হেডকোচ হলেন রাহুল দ্রাবিড়

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ভারতীয় ক্রিকেট দলের কোচের দায়িত্ব ছাড়ার পর আসন্ন আইপিএলে রাজস্থান রয়্যালসের কোচের দায়িত্ব সামলাবেন রাহুল দ্রাবিড়।

দ্রাবিড় কোচ হয়ে আসার ফলে এখন দলের ডাইরেক্টর হিসেবে কাজ করবেন প্রাক্তন কোচ কুমার সাঙ্গাকারা। দ্রাবিড় দলের দায়িত্ব খুব তাড়াতাড়ি নিয়ে নেবেন এবং ২০২৫ আইপিএল মেগা নিলামে প্লেয়ার কেনাবেচার ক্ষেত্রে প্রধান ভূমিকা নেবেন। এর আগে ভারতের জাতীয় দলের দায়িত্ব সামলেছেন, এবার আইপিএলে কোচের পদে তিনি। সাঙ্গাকারার সঙ্গে দ্রাবিড় খুব তাড়াতাড়ি আলোচনায় বসবেন আসন্ন মরসুমের দল তৈরির জন্যে।

Continue Reading

আইপিএল

কেকেআর কোচের হট সিটে কুমার সাঙ্গাকারা?

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর ভারতীয় কোচের পদে রাহুল দ্রাবিড়ের স্থলাভিষিক্ত হয়েছেন গৌতম গম্ভীর। তার আগে নাইটদের মেন্টরের দায়িত্ব সামলাচ্ছিলেন গম্ভীর। গম্ভীর ভারতীয় দলের কোচের পদে নিযুক্ত হওয়ার পর থেকেই একটা প্রশ্ন ঘুরে ফিরে আসছিল। কে হবেন নাইটদের নতুন মেন্টর? শোনা যাচ্ছে শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার কুমার সাঙ্গাকারাকে দায়িত্ব দেওয়া হতে পারে।

প্রাথমিকভাবে তাঁর সঙ্গে কথাবার্তা চলছে নাইট ম্যানেজমেন্টের। এর আগে ২০২১ সাল পর্যন্ত রাজস্থান রয়্যালসের ডিরেক্টর অফ ক্রিকেট ছিলেন সাঙ্গাকারা। তবে আসন্ন আইপিএলের জন্য আরও বেশ কয়েকটা ফ্র‍্যাঞ্চাইজির পক্ষ থেকে তাঁকে প্রস্তাব দেওয়া হয়েছে। কয়েকদিনের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।

Continue Reading

আইপিএল

দ্রাবিড়-গম্ভীরের ‘রোল রিভার্সাল’

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে দলকে জেতানোর পরেই উচ্ছ্বাসে ফেটে পড়তে দেখা গিয়েছিল হেড কোচ রাহুল দ্রাবিড়কে। ক্রিকেট মহলের শোনা যাচ্ছিল হয়তো এবার ক্রিকেট কোচিং থেকে সরে দাঁড়াবেন তিনি। কিন্তু এরই মধ্যে জল্পনা উস্কে দিল অন্য একটি বিষয়। সূত্রের খবর কলকাতা নাইট রাইডার্সের পক্ষ থেকে আগামী মরশুমের আইপিএলের জন্য মেন্টরের ভূমিকা পালনের প্রস্তাব দেওয়া হয়েছে রাহুল দ্রাবিড়কে।

প্রসঙ্গত ২০২৪ আইপিএল খেতাব জেতে কলকাতা নাইট রাইডার্স। সেই দলের মেন্টরের ভূমিকায় ছিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর। টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝেই শোনা যাচ্ছিল দ্রাবিড় পরবর্তী সময়ে জাতীয় দলের কোচ হতে পারেন গম্ভীর। আর এবার গম্ভীরের শূন্যস্থান পূরণ করতে রাহুল দ্রাবিড়কে প্রস্তাব দিয়েছে কেকেআর টিম ম্যানেজমেন্ট। হেড কোচ হিসেবে ইতিমধ্যেই নিজের সাফল্যের প্রমাণ রেখেছেন দ্রাবিড়। ২০২৩ ওডিআই বিশ্বকাপে দলকে তুলেছিলেন ফাইনাল পর্যন্ত। কিন্তু অস্ট্রেলিয়ার কাছে হেরে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় রোহিত শর্মাদের। যদিও টি-টোয়েন্টি বিশ্বকাপে সেই আক্ষেপ মিটিয়ে নিয়েছে টিম ইন্ডিয়া। হেড কোচ রাহুল দ্রাবিড় এবং অধিনায়ক রোহিত শর্মার নেতৃত্বে বিশ্বসেরা হয়েছে ভারত। অন্যদিকে দীর্ঘ সময় পরে আবার কলকাতায় যোগ দিয়েছিলেন গৌতম গম্ভীর। তবে এবারে তাঁর ভূমিকা ছিল মেন্টরের। আর নিঃসন্দেহে সাফল্য অর্জন করেছেন দলকে জিতিয়ে। এখন দেখার দুজনের এই স্থান পরিবর্তন আগামী দিনে ক্রিকেটে কি ছাপ ফেলে…


Continue Reading

Trending