আইপিএল
IPL 2023: চেন্নাইয়ের মাঠে বদলা নিল কেকেআর
রে স্পোর্টজ নিউজ ডেস্কঃ কলকাতার হাতে আর দুটো ম্যাচ। জিতলেও প্লে-অফে পৌঁছানোর সুযোগ প্রায় নেই বললেই চলে। আজ আইপিএলে সিএসকের মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। ইডেনে কার্যত নিজভূমে পরবাসী হয়ে হারতে হয়েছিল নাইট বাহিনীকে। সেই বদলা কড়ায় গন্ডায় উসুল করল নীতিশ রানার দল। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় চেন্নাই সুপার কিংস। কেকেআরের বোলিং চাপে রেখেছিল চেন্নাইয়ের ব্যাটারদের। শিবম দুবে ছাড়া বাকিরা সকলেই ব্যর্থ হলেন আজ। দুবের ৩৪ বলে ৪৮ রান ভরসা দিল চেন্নাইকে। শুরুতে ব্যাট করতে নেমে ডেভিড কনওয়ে জুড়লেন ২৮ বলে ৩০ রান। মিডল অর্ডারের ব্যাটসম্যানদের ব্যর্থতায় বেশি রান করতে পারলোনা চেন্নাই সুপার কিংস। শেষ পর্যন্ত কুড়ি ওভারে ১৪৪ রানেই থামতে হয় মহেন্দ্র সিং ধোনির দলকে। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা একেবারেই ভাল হয়নি কলকাতার। তবে অসামান্য লড়াই করলেন অধিনায়ক নিতিশ রানা এবং তরুণ রিঙ্কু সিং। রানা-রিঙ্কুর যুগলবন্দিতে ম্যাচ জিতে নিল নাইট বাহিনী। নিতীশ রানা অপরাজিত ছিলেন ৫৭ রানে।
দুর্দান্ত অর্ধশত রানের পর রান আউট হয়ে ফিরতে হয় রিঙ্কু সিংকে। ৪৩ বলে ৫৪ রান করে যোগ্য সঙ্গ দিলেন কলকাতার অধিনায়ককে। চেন্নাইয়ের হয়ে একাই তিনটে উইকেট নিলেন দীপক চাহার। ৯ বল বাকি থাকতেই ৬ উইকেটে ম্যাচ জিতে নিল কলকাতা নাইট রাইডার্স। সিএসকে কে হারিয়ে প্লে-অফের দৌড়ে টিকে রইল নাইট বাহিনী। যদিও অংকটা কঠিন। শেষ ম্যাচ ঘরের মাঠে লখনউয়ের বিরুদ্ধে। ঘরের মাঠে জয় দিয়ে কি শেষ করতে পারবে নীতিশ রানার দল? সেইসঙ্গে বাকিদের খেলাতেও নজর রাখতে হবে তাদের। বাকিটা সময়ই বলবে।
আইপিএল
IPL AUCTION 2025: ৪৬৭.৯৫ কোটি টাকা উড়িয়ে কোন ক্রিকেটার গেলেন কোন দলে? জানতে পড়ুন…
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: চলছে আসন্ন আইপিএল মরসুমের মহা নিলাম। সেই নিলামের আসরে মোটা অঙ্কের অর্থ নিয়ে দল গড়তে নেমে পড়েছে সকল ফ্র্যাঞ্চাইজিরা। ফলে স্বাভাবিকভাবেই প্রথম দিনের নিলামে কোটি কোটি টাকায় বিক্রি হয়েছেন ৮৪ জন ক্রিকেটার।
প্রথমদিনের নিলামে সব থেকে বেশি টাকা নিয়ে নিলামে এসেছিল পাঞ্জাব কিংস। যার ফলে দল গুছিয়ে নিতে খুব বেশি সমস্যা হয়নি তাদের। প্রথম দিনেই যথেষ্ট শক্তিশালী দল গড়েছেন তাঁরা। দলে এসেছেন প্রাক্তন কেকেআর অধিনায়ক শ্রেয়াস আইয়ার। তিনি পেয়েছেন সর্বাধিক ২৬ কোটি ৭৫ লক্ষ টাকা। এছাড়াও দলে ফিরিয়ে আনা হয়েছে পাঞ্জাব তনয় আরশদীপ সিংহকেও। তিনি পেয়েছেন ১৮ কোটি টাকা। এছাড়াও চতুর স্পিনার যুজবেন্দ্র চহালও ১৮ কোটি টাকায় যোগ দিয়েছেন পাঞ্জাব দলে। এছাড়াও মার্কাস স্টোইনিস, নেহাল ওয়াদেরা, গ্লেন ম্যাক্সওয়েল, বিশাখ বিজয় কুমার, হরপ্রীত ব্রার, বিষ্ণু বিনোদ এবং যশ ঠাকুর। প্রথম দিনে পাঞ্জাবের মত খরচ হয়েছে ৮৮ কোটি টাকা।
দল গুছিয়ে নিয়েছে লখনউ সুপারজায়ান্টসও। অধিনায়ক কে এল রাহুলের পরিবর্তে অধিনায়ক হিসেবে রেকর্ড অর্থে দলে আনা হয়েছে ভারতীয় কিপার ব্যাটার ঋষভ পন্থকে। তিনি পেয়েছেন মোট ২৭ কোটি টাকা। যার ফলে আইপিএল ইতিহাসের সব থেকে দামী ক্রিকেটারের নজিরও রয়েছে তার নামের পাশে। এছাড়াও ৯ কোটি ৭৫ লক্ষ টাকায় দলে এসেছেন আবেশ খান। তাছাড়া আব্দুল সামাদ, এডেন মার্করাম, আরিয়ান জুয়াল, ডেভিড মিলার এবং মিচেল মার্শও যোগ দিয়েছেন লখনউ দলে।
প্রথম দিকে শান্ত থাকলেও পরের দিকে এসে কিছুটা দল গুছিয়ে ফেলেছে মুম্বই ইন্ডিয়ান্সও। ১২ কোটি ৫০ লক্ষ টাকায় তারা দলে এনেছেন ট্রেন্ট বোল্টকে। ফলে জসপ্রিত বুমরার সঙ্গে জুটি বেঁধে বেশ বিধ্বংসী বোলিং লাইনআপ তৈরি করে ফেলেছে মুম্বই দল। এছাড়াও নমন ধীর, কর্ণ শর্মা এবং রবিন মিনজের মত ক্রিকেটার যোগ দিয়েছে দলে।
হায়দ্রাবাদ দলেও এসেছে অনেক নতুন মুখ। ব্যাটিং বিভাগে শক্তি তাদের গত মরশুম থেকেই রয়েছে। এবারে সেই আক্রমণাত্মক ব্যাটারদের ধরে রাখতেও সক্ষম হয়েছে তারা। তবে নিলামে আরও কিছুটা শক্তি বাড়িয়ে নিল হায়দ্রাবাদ। ব্যাটিং বিভাগকে আরও শক্তিশালী করতে ১১ কোটি ২৫ লক্ষ টাকার বিনিময়ে দলে যোগ দিয়েছেন ঈশান কিশন। অভিজ্ঞ মহম্মদ শামিকেও নিজেদের ঘরে তুলেছে হায়দ্রাবাদ। এছাড়া “পার্পল পাটেল” নামে খ্যাত জোরে বোলার হর্ষল পটেলকেও ৮ কোটি টাকার বিনিময়ে দলে পেয়েছে তারা। এছাড়া অভিনব মনোহর, রাহুল চাহার, অথর্ব তাইড়ে, সিমরজিত সিংহ এবং অ্যাডাম জাম্পাও যোগ দিয়েছে দলের সঙ্গে।
এদিকে পুরানো দলকে ধরে রাখতে সক্ষম হয়নি রাজস্থান রয়ালস। তবে যা পরিমাণ টাকা হাতে ছিল সেই নিয়ে প্রথম দিনে যথেষ্ট ভালই কাজ করেছে রাজস্থান টিম ম্যানেজমেন্ট। ধরে রাখেননি তাদের তারকে বাঁহাতি জোরে বোলার ট্রেন্ট বোল্টকে। তবে তার পরিবর্তে ১২ কোটি ৫০ লক্ষ টাকার বিনিময়ে তারা দলে এনেছেন ইংলিশ জোরে বোলার জফ্রা আর্চারকে। এছাড়াও শ্রীলঙ্কার তারকা স্পিনার ওয়ানিন্দু হাসরঙ্গকেও মাত্র ৫ কোটি ২৫ লক্ষ টাকায় তুলে নিয়েছেন দলে। এছাড়াও এসেছেন মাহিস থিকসানা, কুমার কার্তিকেয় এবং আকাশ মাধোয়াল।
প্রথমবারেই আইপিএল অভিষেকেই ট্রফি জয় করেছিল গুজরাত টাইটানস। তার পরের মরশুমে একটুর জন্য হাতছাড়া হয়েছিল আইপিএল ট্রফি। তবে গত মরশুম খুব একটা ভাল যায়নি গুজরাত দলের। ফলে প্রথম দিনের নিলামে ঢেলে দল সাজিয়েছেন আশীষ নেহরারা। প্রথমেই নিজেদের ওপেনিং বিভাগকে শক্তিশালী করার জন্য ১৫ কোটি ৭৫ লক্ষ টাকা দিয়ে দলে এনেছেন জস বাটলারকে। তাছাড়াও জোরে বোলারদের মধ্যে মহম্মদ সিরাজ এবং কাগিসো রাবাডাকে নিয়ে চমক দিয়েছে গুজরাত। তাছাড়াও দলে এসেছেন প্রসিদ্ধ কৃষ্ণ, মহীপাল লোমরোর, কুমার কুশাগ্র, নিশান্ত সিন্ধু, মানব সুতার এবং অনুজ রাওয়াত।
গত মরসুমের চ্যাম্পিয়ন দল কলকাতা নাইট রাইডার্সের দিকে নজর ছিল অনেকেরই। ইতিমধ্যেই ভারতীয় দলের কোচের দায়িত্ব পেয়ে, কেকেআর দলের মেন্টরশিপ ছাড়তে হয়েছে গৌতম গম্ভিরকে। তাছাড়া গতবারের চ্যাম্পিয়ন অধিনায়ক শ্রয়াস আইয়ারকেও ধরে রাখতে পারেননি তারা। ফলে নিলামের আগে লক্ষ্য ছিল এমন একজন ক্রিকেটারকে দলে নেওয়ার যে এই দলের অধিনায়কের দায়িত্ব নিতে পারবেন। তবে নিজেদের পুরানো ক্রিকেটার ভেঙ্কটেশ আইয়ারকে দলে ফেরাতে গিয়েই অর্ধেক টাকা খরচ করে ফেললো শাহরুখ খানের দল। মোট ২৩ কোটি ৭৫ লক্ষ টাকা দিয়ে দলে তারা ধরে রাখলো ভেঙ্কটেশকে। এছাড়াও নতুন ওপেনার হিসেবে দলে এসেছেন তারকা দক্ষিণ আফ্রিকান ওপেনার কুইন্টন ডি’কক। এছাড়া এনরিখ নোখিয়ে, অঙ্গকৃশ রঘুবংশী, বৈভব আরোরা, রহমানুল্লা গুরবাজ এবং মায়াঙ্ক মারকান্ডের মত ক্রিকেটারদেরও দলে নিয়েছে কেকেআর টিম ম্যানেজমেন্ট।
আরসিবি দলে যোগ দিয়েছেন গতবার কেকেআর জার্সিতে দারুন প্রদর্শন করা ইংলিশ ওপেনার ফিল সল্ট। মোট ১১ কোটি ৫০ লক্ষ টাকা দিয়ে তাকে দলে পেয়েছে আরসিবি। জস হেজলউডও পেয়েছেন ১২ কোটি ৫০ লক্ষ টাকা। এছাড়াও দলে এসেছেন জিতেশ শর্মা, সুযশ শর্মা, রাসিখ দার এবং লিয়াম লিভিংস্টোনের মত ক্রিকেটার।
অপরদিকে নিজেদের পুরানো দলকেই ধরে রাখার চেষ্টা করেছে এমএস ধোনির দল চেন্নাই সুপার কিংস। মোটা অঙ্কের টাকা খরচ করে তারা দলে ধরে রাখতে পেরেছে গত মরশুম তাদের দলের তারকা দুই কিউয়ি ওপেনার ডেভন কনওয়ে এবং রাচিন রবীন্দ্রকে। তাছাড়াও দলে ফিরিয়ে এনেছেন চেন্নাই এর “লোকাল বয়” রবিচন্দ্রন অশ্বিনকেও। এছাড়াও নুর আহমেদ, বিজয় শঙ্কর, খলিল আহমেদ এবং রাহুল ত্রিপাঠির মত ক্রিকেটারও জয় দিয়েছে দলে।
প্রথম দিনের নিলামে মোটা অঙ্কের টাকা ঢেলে নতুন করে দল সাজিয়ে নিয়েছে দিল্লী ক্যাপিটালস। ঋষভ পান্থকে ছাড়ার পর প্রশ্ন উঠেছিল যে কে হবে দিল্লির নতুন ক্যাপ্টেন। তবে ১৪ কোটি টাকা দিয়ে কে এল রাহুলকে দলে নিয়ে সেই প্রশ্নের জবাব দিয়ে দিয়েছে দিল্লী টিম ম্যানেজমেন্ট। তাছাড়া ১১ কোটি ৭৫ লক্ষ টাকা দিয়ে তারা দলে এনেছেন গতবার কেকেআর জার্সিতে ভাল প্রদর্শন করা তারকা অজি জোরে বোলার মিচেল স্টার্ককে। এছাড়াও দলে এসেছেন টি নটরাজন, জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক, করুণ নায়ার, মোহিত শর্মা, সমীর রিজভি, হ্যারি ব্রুক এবং আশুতোষ শর্মারা।
আইপিএল
IPL AUCTION 2025: মোটা অঙ্কের বিনিময়ে কেকেআরেই থাকলেন ভেঙ্কটেশ আইয়ার
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: চলছে আইপিএলের মহা নিলাম। যেখানে সব দল মুখিয়ে রয়েছে নিজেদের দল গুছিয়ে নেওয়ার জন্য। তবে প্রথমের দিকে খেলোয়াড় চয়নে, এগিয়ে এসেও দামের জন্য পিছুপা হয়েছে কেকেআর। ধরে রাখেননি নিজেদের আইপিএল জয়ী ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ারকে। যেতে দিয়েছেন বাঁহাতি জোরে বলের মিচেল স্টার্ককেও। তবে নিজেদের পুরানো ক্রিকেটার ভেঙ্কটেশ আইয়ারের পেছনে পকেট অর্ধেক খালি করে ফেললো কেকেআর।
মহা নিলামের আগে দলের ছয়জন গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে ধরে রেখেছিল কেকেআর টিম ম্যানেজমেন্ট। তাঁরা হলেন আন্দ্রে রাসেল, সুনীল নারিন, হার্ষিত রানা, রিঙ্কু সিংহ, রামান্দীপ সিংহ এবং বরুণ চক্রবর্তী। অতিরিক্ত একজন ক্রিকেটারকে ধরে রাখায়, আরটিএম পদ্ধতি ব্যবহারের সুবিধে ছিলনা কেকেআরের কাছে। তবে তারই মাঝে যখন নাম এল নিজেদের পুরানো বাঁহাতি ব্যাটার ভেঙ্কটেশ আইয়ারের, তখনই জেগে উঠল কেকেআর। ৫১ কোটি টাকার পার্স নিয়ে লড়াইয়ে নেমে পড়লো ভেঙ্কটেশকে দলে নেওয়ার জন্য। সেই লড়াইয়ের দৌড়ে ছিল আরসিবিও। তবে সবাইকে হার মানিয়ে অবশেষে ২৩.৭৫ কোটি টাকা দিয়ে নিজেদের দলে ভেঙ্কটেশ আইয়ারকে ধরে রাখতে সক্ষম হল কলকাতা নাইট রাইডার্স। তবে এত দামে ভেঙ্কটেশকে ধরে রাখার ফলে প্রায় অর্ধেক টাকা শেষ কেকেআরের। তাদের হাতে রয়েছে আর মাত্র ২৭.২৫ কোটি টাকা। এবারে দেখার বাকি এই টাকার মধ্যে, আসন্ন আইপিএল ২০২৫ এর জন্য কতটা ঘর গুছিয়ে নিতে পারে শারুখ খানের দল।
আইপিএল
IPL 2025: কেকেআর ছাড়বেন শ্রেয়স? রিটেনশন তালিকা তৈরি করতে হিমসিম খাচ্ছে কেকেআর…
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: গত মরসুম শ্রেয়স আইয়ারের অধিনায়কত্বে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। প্রথম একাদশের সকল ক্রিকেটাররাই দুর্দান্ত প্রদর্শন করেছিলেন। কেকেআর ম্যানেজমেন্ট চায় সেই চ্যাম্পিয়ন দলকেই ধরে রাখতে। কিন্তু l সমস্যা রয়েছে এখানেই। আইপিএলের মেগা নিলামের আগে গতবারের থেকে মাত্র ৬ জন ক্রিকেটারকেই রিটেন করা যাবে। যার ফলে রিটেনশন তালিকা তৈরি করতে হিমসিম খাচ্ছে ম্যানেজমেন্ট। তবে আসল প্রশ্ন হল আদৌ কি অধিনায়ক শ্রেয়স খেলতে চাইছেন এই মরশুম কেকেআরে। একাধিক দলের তরফে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়েছে, যার ফলে নিলামে যেতে চাইছেন তিনি।
তবে শ্রেয়সকে ছাড়তে নারাজ কেকেআর। শোনা যাচ্ছে তাঁর জন্য আরটিএমও ব্যবহার করতে পারে কেকেআর ম্যানেজমেন্ট। গত মরশুম অধিনায়কত্বের পাশাপাশি ব্যাট হাতেও যথেষ্ট ভাল পারফর্ম করেছিলেন শ্রেয়স। অপরদিকে যে কোনও মূল্যে রিঙ্কু সিংকে রিটেন করবে কেকেআর। থেকে যাবেন আন্দ্রে রাসেল, সুনীল নারিনরাও। আনক্যাপড ক্রিকেটার হিসেবে রয়েছেন নীতিশ রানা এবং রমনদীপ সিংহ। এছাড়াও রিটেন করা হতে পারে বরুণ চক্রবর্তীকেও।
অপরদিকে যা খবর, তাতে রিটেন হচ্ছেন না আফগান উইকেটকিপার-ব্যাটসম্যান রহমানুল্লা গুরবাজ। এছাড়াও ফিল সল্ট, মিচেল স্টার্ক, ভেঙ্কটেশ আইয়াররাও ছিলেন গতবারের জয়ের অন্যতম কান্ডারী। ফলে তাদেরকেও ধরে রাখতে চায় ম্যানেজমেন্ট। তবে সেটা সম্ভব নয়। অনেক ক্রিকেটারকেই নিলাম থেকে কিনে দলে ফেরানোর চেষ্টা করতে হবে। যদি তাদেরকে দলে না পাওয়া যায় তাহলে অন্য বিকল্পের কথা ভাবতে হবে কেকেআর ম্যানেজমেন্টকে।
-
আইএসএল12 months ago
বড় ধাক্কা কেরালা ব্লাস্টার্সের
-
আন্তর্জাতিক ক্রিকেট1 year ago
ICC CWC 2023: বিশ্বকাপে যুগ্ম দ্রুততম ১০০০ রোহিতের, ভাঙলেন ছয়ের রেকর্ড…
-
ফুটবল1 year ago
এএফসি কাপ আয়োজনের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে বসুন্ধরা কিংসের বিরুদ্ধে
-
ফুটবল12 months ago
এশিয়ান কাপের সম্ভাব্য দল ঘোষণা করল ভারত
-
ফুটবল1 year ago
কলকাতায় প্রাক মরশুম প্রস্তুতি শুরু করল ইন্টার কাশি
-
ইস্টবেঙ্গল1 year ago
দলে আমূল পরিবর্তন, তবুও সুপার সিক্সের প্রথম ম্যাচেই হার ইস্টবেঙ্গলের
-
ফুটবল1 year ago
ঘরের মাঠে অসহায় আত্মসমর্পণ, এএফসি কাপে স্বপ্নভঙ্গ মোহনবাগানের
-
ফুটবল1 year ago
ফিফা বিশ্বকাপ কোয়ালিফায়ারে ভারতের প্রথম দুটি হোম ম্যাচে আয়োজনের দায়িত্ব পেল ভুবনেশ্বর এবং গুয়াহাটি