Connect with us

আন্তর্জাতিক ক্রিকেট

IND vs NZ: দ্বিতীয় দিনের শেষে স্বস্তির নিশ্বাস ভারত শিবিরে

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: প্রথম দুই টেস্টে চরম ব্যর্থতার মুখে পড়েছিল ভারত। তবে মুম্বই টেস্টে কিছুটা হলেও ঘুরে দাঁড়াতে পেরেছে রোহিতরা। দ্বিতীয় দিনে ভারতের স্পিনারদের কাছে আটকে যায় কিউয়ি ব্যাটাররা। দিনের শেষে ৯ উইকেট হারিয়ে ১৭১ রানে রয়েছে নিউজিল্যান্ড। এগিয়ে রয়েছে ১৪৩ রানে।

প্রথম ইনিংসে ব্যাট করতে এসে ২৩৫ রানে থেমে যায় নিউজিল্যান্ডের ব্যাটিং। তবে ব্যাট করতে এসে শুভমান গিল ও ঋষভ পন্থ মিলে বড় রানের লক্ষের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিল ভারতকে। জুটি বেঁধে তাঁরা খেলেন ৯৬ রানের ইনিংস। কিন্তু মধ্যাহ্নভোজের কিছুক্ষণ আগেই ৬০ রান করে প্যাভিলিয়নে ফেরেন পন্থ। তাছাড়া কিউয়িদের বিরুদ্ধে ৩৬ বলে দ্রুত অর্ধশত রান করে নজিরও গড়েন তিনি। তবে পন্থের আউট হওয়ার পর ভারতকে বড় রানের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন গিল। ৯০ রানের দুরন্ত ইনিংস খেলেন তিনি। অপরদিকে ওয়াশিংটন সুন্দর খেলেন ৩৮ রানের ইনিংস। কিন্তু বাকি ব্যাটারদের ব্যর্থতার ফলে মাত্র ২৬৩ রান করে, ২৮ রানে এগিয়ে থাকে ভারত।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে এসে ১৭১ রানে ৯ উইকেট হারিয়ে ফেলে নিউজিল্যান্ড। অপরদিকে মুম্বইয়ের ঘূর্ণিকে কাজে লাগালেন ভারতীয় বোলাররা। এই ইনিংসে নিজের ছন্দ ফিরে পেলেন রবিচন্দ্রন অশ্বিন। পেলেন তিনটি উইকেট। অপরদিকে চারটি উইকেট পেলেন রবীন্দ্র জাদেজাও। তবে এই মুহূর্তে ১৪৩ রানে এগিয়ে নিউজিল্যান্ড। যার ফলে দ্বিতীয় দিনের শেষে কিছুটা স্বস্তিতে বিরাট-রোহিতরা।

আন্তর্জাতিক ক্রিকেট

IND vs AUS: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে অনিশ্চিত রোহিত শর্মা

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ইতিমধ্যেই ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ হেরেছে ভারত। তার পরেই রয়েছে অস্ট্রেলিয়ার মাটিতে পাঁচটি টেস্ট ম্যাচের সিরিজ। এবারে যা খবর তাতে প্রথম টেস্টে অনিশ্চিত ভারত অধিনায়ক রোহিত শর্মা। রবিবার নিউজিল্যান্ডের কাছে হারের পর রোহিত জানিয়েছেন ব্যক্তিগত কিছু কারণের জন্য হয়ত প্রথম টেস্টে খেলতে পারবেন না তিনি।

শোনা যাচ্ছে দ্বিতীয়বার বাবা হতে চলেছেন রোহিত। সেই কারণে তিনি বলেছেন যে, “এখনও পর্যন্ত আমি যেতে পারব কিনা সেটা নিশ্চিত নই”। যদিও এর আগে দ্বিতীয় সন্তান জন্মের সময় অস্ট্রেলিয়া থেকে ফিরে এসেছিলেন বিরাট কোহলিও। যার ফলে শেষের তিনটি টেস্টে খেলতে পারেননি তিনি। সেবারে কোহলির পরিবর্তে অধিনায়কের দায়িত্ব সামলেছিলেন অজিঙ্ক রাহানে এবং পরে সিরিজও জয়লাভ করেছিলেন। তবে এবারে রোহিত না খেললে ভারতের অধিনায়কত্ব করতে দেখা যাবে সহ-অধিনায়ক যশপ্রীত বুমরাকে। ভারতের বাইরে এর আগে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। তবে বড় প্রশ্ন হল রোহিত যদি না খেলেন তাহলে কে আসতে পারেন তার জায়গায়? সেই জায়গায় বাংলার ব্যাটার অভিমন্যু ঈশ্বরণের সম্ভাবনা অনেকটাই বেশি। অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিরুদ্ধে দুই ইনিংসে ভাল খেলতে পারেননি তিনি। তবে সেখানে রান না পেলেও এই মরশুম লাল বলের ক্রিকেটে ভাল ছন্দে রয়েছেন ঈশ্বরণ।

Continue Reading

আন্তর্জাতিক ক্রিকেট

IND vs NZ: মুম্বই টেস্টেও হেরে নিউজিল্যান্ডের কাছে সিরিজ হোয়াইটওয়াশ ভারতের

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: এর আগে শেষবার ২০০০ সালে দক্ষিণ আফ্রিকার কাছে সিরিজের দুটি টেস্ট ম্যাচই হেরেছিল ভারত। তার ২৪ বছর পরে আবারও এরমভাবে চুনকাম হতে হয় ভারতকে। মুম্বই টেস্টে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২৫ রানে হেরে আবারও ২৪ বছর আগের ঘটনার পুনরাবৃত্তি ঘটাল টিম ইন্ডিয়া। এই টেস্টে লড়াই চালিয়ে গেছিলেন ঋষভ পন্থ। তাও দলকে জয় এনে দিতে পারেননি তিনি।

হোয়াইটওয়াশ রুখতে মাত্র ১৪৭ রানই করতে হত ভারতকে। যেই রানটা তোলা কঠিন কাজ ছিলনা ভারতের বিশ্বসেরা ব্যাটিং লাইনআপের কাছে। কিন্তু বিশ্বসেরা ব্যাটিং হলেও, নিউজিল্যান্ড সিরিজে কোনও ব্যাটার তাঁদের সেরা ছন্দে ছিলেননা। এই সিরিজের আগের দুই ম্যাচেও ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছিল ভারত। এবারে মুম্বই টেস্টেও সেই একই ঘটনার পুনরাবৃত্তি হল। মাত্র ১৪৭ রান ধাওয়া করতে এসে ভারতের ব্যাটিং থেমে যায় মাত্র ১২১ রানে। তবে লড়াই চালিয়ে গিয়েছিলেন ঋষভ পন্থ। তাঁর একার করা ৬৪ রান ছাড়া বাকি কেউ রান করতেই পড়লেন না। অপরদিকে প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসে বল হাতে ৫৭ রান দিয়ে ৬টি উইকেট নিয়ে গেলেন ভারতীয় বংশোদ্ভুত স্পিনার অজাজ পাটেল। তাকে সামাল দিতে পারেননি ভারতের কোনও ব্যাটাররা। অপরদিকে ৪২ রান দিয়ে ৩টি উইকেট নিয়েছেন গ্লেন ফিলিপস। একটি উইকেট পান ম্যাট হেনরিও।

Continue Reading

আন্তর্জাতিক ক্রিকেট

IND vs NZ: নিউজিল্যান্ডের কাছে হারে অখুশি কিংবদন্তি কপিল দেব

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ঘরের মাঠে দুই টেস্টেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে পরাজয় স্বীকার করতে হয়েছে ভারতকে। সেই হারের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলাও এখন প্রশ্নের মুখে। তার মাঝেই ভারতের এই বিশ্রী পারফরমেন্সে অখুশি প্রাক্তন বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব।

সকাল সকাল যাচ্ছিলেন গল্‌ফ কোর্সের দিকে। কিছুতেই যেন দুটো টেস্টে নিউজিল্যান্ডের কাছে হারটা মেনে নিতে পারছিলেন না কপিল দেব। তিনি বলেন, “আমাদের দল সোজা ব্যাটে খেলতে ভুলেই গেছে। সত্যিই স্কোরবোর্ডের দিকে তাকালে লজ্জা লাগছে”। এছাড়া “উইকেট খারাপ ছিল” এমন মন্তব্য করেছে ভারতীয় দল। সেই বিষয়ে তাঁকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, “উইকেট তো ভারতীয় বোর্ড বানিয়েছে। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের লোকেরা তো এসে বানিয়ে যায়নি। আর যদি খারাপ উইকেট হত, তাহলে পৌনে তিনদিনে ৯০০ রান তোলা সম্ভব হত না। এগুলো শুধুই অজুহাত দেওয়ার চেষ্টা চলছে। পুনেতে স্পিন উইকেটের কাছে আমরা পুরো কেঁপে গেলাম। একজন বাঁ-হাতি স্পিনারের বিরুদ্ধে আত্মসমর্পণ করল ভারতীয় দল। আর সব থেকে বড় বিষয় ছিল, নিজের দেশের মাঠে এক যুগ পর টেস্ট সিরিজ হারতে হল ভারতকে।”

ভারতের এর পরের টেস্ট রয়েছে মুম্বইতে। সেই বিষয়ে কপিল দেবকে বলা হলে তিনি জানান, “খাতায়-কলমে ভারত অনেক শক্তিশালী দল। তবে নিজেদের প্রাক্তন অধিনায়ক কেন উইলিয়ামসনকে ছাড়া খেলেও নিউজিল্যান্ড সিরিজ জিতে দেশে ফিরবে। এখন দেখছি ভারত ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে পারবে কিনা, সেই নিয়ে বেশ চিন্তিত সকলে। তবে সামনে সিরিজের শেষ টেস্ট ম্যাচ মুম্বাইতে খেলবে ভারত। তবে সেখানে জয় পেলেও তো সিরিজ জিততে পারবে না ভারত।”

এই টেস্ট সিরিজ হারের মূল কারণ হিসেবে ব্যাটিংয়ের দিকে আঙুল তুলেছেন কপিল। তার পাশাপাশিই সামনেই অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাস্কার ট্রফি খেলতে যাবে ভারত। সেই বিষয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “বেঙ্গালুরু এবং পুনে টেস্ট থেকে শিক্ষা নিতে হবে ভারতকে। যদি তা না নেয়, তাহলে অস্ট্রেলিয়া সফরে ভারী বিপদের মুখে পড়বে দল। নিউজিল্যান্ড টেস্ট হারাটা বড় ফ্যাক্টর। অপরদিকে বেঙ্গালুরুতে টসে জিতে ব্যাটিং নেওয়াটা ছিল মস্ত বড় ভুল।”

এছাড়া দ্বিতীয় টেস্টে নজর কেড়েছেন ভারতের ডান- হাতি স্পিনার ওয়াশিংটন সুন্দর। তাঁর ব্যাপারে কপিল দেব বলছেন, “খুব বুদ্ধিমান বোলার ওয়াশিংটন। স্পিন উইকেটে যেই বোলার উইকেটের সোজা বল করতে পারবে, সেই বিপক্ষ ব্যাটসম্যানদের ফাঁদে ফেলবে। তবে এখন থেকেই ভবিষ্যদ্বাণী করা উচিত নয়। ভাল খেললে হয়ত পরবর্তীতে একজন ম্যাচ উইনিং বোলার হয়ে উঠবে সুন্দর।”

Continue Reading

Trending