আন্তর্জাতিক ক্রিকেট
IND vs NZ: দ্বিতীয় দিনের শেষে স্বস্তির নিশ্বাস ভারত শিবিরে
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: প্রথম দুই টেস্টে চরম ব্যর্থতার মুখে পড়েছিল ভারত। তবে মুম্বই টেস্টে কিছুটা হলেও ঘুরে দাঁড়াতে পেরেছে রোহিতরা। দ্বিতীয় দিনে ভারতের স্পিনারদের কাছে আটকে যায় কিউয়ি ব্যাটাররা। দিনের শেষে ৯ উইকেট হারিয়ে ১৭১ রানে রয়েছে নিউজিল্যান্ড। এগিয়ে রয়েছে ১৪৩ রানে।
প্রথম ইনিংসে ব্যাট করতে এসে ২৩৫ রানে থেমে যায় নিউজিল্যান্ডের ব্যাটিং। তবে ব্যাট করতে এসে শুভমান গিল ও ঋষভ পন্থ মিলে বড় রানের লক্ষের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিল ভারতকে। জুটি বেঁধে তাঁরা খেলেন ৯৬ রানের ইনিংস। কিন্তু মধ্যাহ্নভোজের কিছুক্ষণ আগেই ৬০ রান করে প্যাভিলিয়নে ফেরেন পন্থ। তাছাড়া কিউয়িদের বিরুদ্ধে ৩৬ বলে দ্রুত অর্ধশত রান করে নজিরও গড়েন তিনি। তবে পন্থের আউট হওয়ার পর ভারতকে বড় রানের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন গিল। ৯০ রানের দুরন্ত ইনিংস খেলেন তিনি। অপরদিকে ওয়াশিংটন সুন্দর খেলেন ৩৮ রানের ইনিংস। কিন্তু বাকি ব্যাটারদের ব্যর্থতার ফলে মাত্র ২৬৩ রান করে, ২৮ রানে এগিয়ে থাকে ভারত।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে এসে ১৭১ রানে ৯ উইকেট হারিয়ে ফেলে নিউজিল্যান্ড। অপরদিকে মুম্বইয়ের ঘূর্ণিকে কাজে লাগালেন ভারতীয় বোলাররা। এই ইনিংসে নিজের ছন্দ ফিরে পেলেন রবিচন্দ্রন অশ্বিন। পেলেন তিনটি উইকেট। অপরদিকে চারটি উইকেট পেলেন রবীন্দ্র জাদেজাও। তবে এই মুহূর্তে ১৪৩ রানে এগিয়ে নিউজিল্যান্ড। যার ফলে দ্বিতীয় দিনের শেষে কিছুটা স্বস্তিতে বিরাট-রোহিতরা।