Connect with us

আন্তর্জাতিক ক্রিকেট

IND vs NZ: দ্বিতীয় দিনের শেষে স্বস্তির নিশ্বাস ভারত শিবিরে

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: প্রথম দুই টেস্টে চরম ব্যর্থতার মুখে পড়েছিল ভারত। তবে মুম্বই টেস্টে কিছুটা হলেও ঘুরে দাঁড়াতে পেরেছে রোহিতরা। দ্বিতীয় দিনে ভারতের স্পিনারদের কাছে আটকে যায় কিউয়ি ব্যাটাররা। দিনের শেষে ৯ উইকেট হারিয়ে ১৭১ রানে রয়েছে নিউজিল্যান্ড। এগিয়ে রয়েছে ১৪৩ রানে।

প্রথম ইনিংসে ব্যাট করতে এসে ২৩৫ রানে থেমে যায় নিউজিল্যান্ডের ব্যাটিং। তবে ব্যাট করতে এসে শুভমান গিল ও ঋষভ পন্থ মিলে বড় রানের লক্ষের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিল ভারতকে। জুটি বেঁধে তাঁরা খেলেন ৯৬ রানের ইনিংস। কিন্তু মধ্যাহ্নভোজের কিছুক্ষণ আগেই ৬০ রান করে প্যাভিলিয়নে ফেরেন পন্থ। তাছাড়া কিউয়িদের বিরুদ্ধে ৩৬ বলে দ্রুত অর্ধশত রান করে নজিরও গড়েন তিনি। তবে পন্থের আউট হওয়ার পর ভারতকে বড় রানের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন গিল। ৯০ রানের দুরন্ত ইনিংস খেলেন তিনি। অপরদিকে ওয়াশিংটন সুন্দর খেলেন ৩৮ রানের ইনিংস। কিন্তু বাকি ব্যাটারদের ব্যর্থতার ফলে মাত্র ২৬৩ রান করে, ২৮ রানে এগিয়ে থাকে ভারত।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে এসে ১৭১ রানে ৯ উইকেট হারিয়ে ফেলে নিউজিল্যান্ড। অপরদিকে মুম্বইয়ের ঘূর্ণিকে কাজে লাগালেন ভারতীয় বোলাররা। এই ইনিংসে নিজের ছন্দ ফিরে পেলেন রবিচন্দ্রন অশ্বিন। পেলেন তিনটি উইকেট। অপরদিকে চারটি উইকেট পেলেন রবীন্দ্র জাদেজাও। তবে এই মুহূর্তে ১৪৩ রানে এগিয়ে নিউজিল্যান্ড। যার ফলে দ্বিতীয় দিনের শেষে কিছুটা স্বস্তিতে বিরাট-রোহিতরা।

আন্তর্জাতিক ক্রিকেট

AUS vs IND: “অ্যাডিলেডের পিচ স্পিনারদের আদর্শ” মনে করছেন পিচ কিউরেটর দামিয়ান হাফ

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আগামী ৬ তারিখ থেকে শুরু হতে চলেছে বর্ডার-গাভাস্কার ট্রফির দ্বিতীয় টেস্ট। অ্যাডিলেডে পিঙ্ক বলে অনুষ্ঠিত হবে এই ম্যাচ। পিচে স্পিনারদের সুবিধে থাকায় হয়ত দলে ফিরতে পারেন ভারতের অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। অপরদিকে ভারতীয় ব্যাটারদের কাছে কঠিন হবে এই পিচে অস্ট্রেলিয়ার স্পিনার নাথান লায়নকে খেলা। তার আগে এই ম্যাচে স্পিনারদের ভূমিকা অপরিসীম সে কথা জানালেন অ্যাডিলেডের হেড পিচ কিউরেটর দামিয়ান হাফ।

প্রথম টেস্টে পার্থে জসপ্রিত বুমরার অধিনায়কত্বে বড় জয় পেয়েছে ভারত। ফলে স্বাভাবিকই মানসিক দিক থেকে অনেকটাই ভাল জায়গায় রয়েছে কোহলি, যশস্বীরা। অপরদিকে ২০২০ সালে এই অ্যাডিলেডের মাঠেই, অধিনায়ক প্যাট কামিন্স এবং যশ হ্যাজলউডের দাপুটে বোলিংয়ের জেরে, মাত্র ৩৬ রানে অল আউট হয়ে ফিরতে হয়েছিল ভারতীয় দলকে। ফলে সেই স্মৃতি ভুলে তারাও চাইবে ভাল প্রদর্শন করতে। তারই মাঝে ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে অ্যাডিলেডের হেড পিচ কিউরেটর দামিয়ান হাফ জানিয়েছেন, “স্পিনারদের জন্য এই পিচটি হবে সবথেকে আদর্শ। ইতিহাস সাক্ষী রয়েছে অ্যাডিলেডে স্পিনাররা সবসময় সুবিধে পেয়ে থাকে”। এছাড়াও অ্যাডিলেডের আবহাওয়া নিয়ে একটু চিন্তায় রয়েছেন তিনি। দামিয়ান বলেন, “শুক্রবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত হওয়ার কথা থাকলেও আশা করছি শনিবার সকালের মধ্যে তা ঠিক হয়ে যাবে। ফলে যেটা টেস্ট ম্যাচের বাকি দিনগুলির জন্য ভাল খবর”। অপরদিকে প্রথম টেস্ট ম্যাচে জয় দিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত। দ্বিতীয় টেস্টটি দিন-রাত্রির ম্যাচ হলেও, পুরানো কথা ভুলে ভারতের লক্ষ্য হবে জয়ের ধারাকে বজায় রাখা।

Continue Reading

আন্তর্জাতিক ক্রিকেট

NZ vs ENG: প্রথম টেস্টে জয় পেল ইংল্যান্ড

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: এর আগে ভরতে এসে সহজেই টেস্ট সিরিজ জিতে দেশে ফিরেছিল নিউজিল্যান্ড। কিন্তু নিজেদের ঘরের মাঠে এবার ইংল্যান্ডের সামনে থেমে গেল টম লাথামরা। কিউয়িদের বিরুদ্ধে ৮ উইকেটে সহজ জয় তুলে নিল ইংল্যান্ড। তারই সঙ্গে জোড়া রেকর্ডও তৈরি হল এই টেস্টে।

টসে জিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। তবে প্রথম ব্যাটিং করে ৩৪৮ রানে গুটিয়ে যায় কিউয়ি ইনিংস। তার জবাবে ৪৯৯ রান করে বড় রানের লিড তোলে ইংল্যান্ড। জবাবে দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের ইনিংস থামে ২৫৪ রানে। ১০৪ রানের লক্ষ্য নিয়ে মাত্র ১২.৪ ওভারেই সেই রান তুলে ফেলেন জো রুটরা। ৫০ রানে অপরাজিত থাকেন জেকব বেথেল। ২৩ রান করেন জো রুট। এর পাশাপাশি শচীন তেণ্ডুলকরের ১৬২৫ রানের রেকর্ডকে পেছনে ফেলে ১৬৩০ রানে পৌঁছে গেলেন রুট। যার ফলে প্রথম টেস্টে ৮ উইকেটে জয় পায় ইংল্যান্ড। অপরদিকে দুই ইনিংসে মোট ১০ উইকেট তুলে ম্যাচের সেরা হলেন ইংল্যান্ড বোলার ব্রাইডন কার্স। এর আগে এই নজির ছিল নিউজিল্যান্ডেরই। সেই রেকর্ড ভেঙে মাত্র ১২.৪ ওভারে সেই রেকর্ড ভেঙে দিলেন বেন স্টোকসরা।

অপরদিকে প্রথম টেস্টে হেরে ১২টি টেস্টে ৫০ শতাংশ পয়েন্ট নিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন্সশিপের ফাইনালের চার নম্বরেই রয়ে গেল নিউজিল্যান্ড। শ্রীলঙ্কাকে হারিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে দক্ষিণ আফ্রিকা। প্রথম স্থানে রয়েছে ভারত।

Continue Reading

আন্তর্জাতিক ক্রিকেট

AUS vs IND: পার্থে জয়ের পরেই দেশে ফিরছেন গৌতম গম্ভীর। জানতে পড়ুন…

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: বর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্টে দুরন্ত জয় পেয়েছে ভারত। বুমরাহ, কোহলি, যশস্বীদের দুরন্ত প্রদর্শনে পার্থে অস্ট্রেলিয়াকে দুরমুশ করেছে গৌতম গম্ভীরের ছেলেরা। টিম ইন্ডিয়ার এই দুরন্ত প্রদর্শনে মাতোয়ারা সকল ক্রিকেটপ্রেমীরা। কিন্তু তারই মাঝে হঠাৎই দেশে ফিরেছেন টিম ইন্ডিয়া হেড কোচ গৌতম গম্ভীর।

ভারতের হেড কোচ হিসাবে দায়িত্ব নেওয়ার পর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে চুনকাম হতে হয় ভারতকে। তারপর থেকেই গম্ভীরকে নিয়ে উঠেছিল প্রশ্ন। শোনা যাচ্ছিল বর্ডার-গাভাস্কার ট্রফিতে ভাল ফল না করতে পারলে চাকরি পর্যন্ত যেতে পারে তাঁর। যদিও অজি ভূমিতে প্রথম টেস্ট জিতে সেই সমালোচনা কিছুটা হলেও ধামাচাপা পড়েছে। তবে পার্থে টেস্টে জয়ের পরেই দেশে ফিরে আসছেন কোচ গৌতম গম্ভীর। যা খবর তাতে পরিবারের এক সদস্যের অসুস্থতার কারণেই দেশে ফিরছেন তিনি। আগামী টেস্ট ম্যাচটি রয়েছে ডিসেম্বরের ৬ তারিখ। এই টেস্ট ম্যাচটি খেলা হবে এডিলেডে, তাও আবার গোলাপি বলের দিন-রাতের টেস্ট ম্যাচ। গতবারের অস্ট্রেলিয়া সফরে এই এডিলেডের মাঠেই মাত্র ৩৬ রানে অলআউট হওয়ার একটা কলঙ্ক রয়েছে টিম ইন্ডিয়ার। তবে যা খবর তাতে ডিসেম্বরের ৩ তারিখেই দলের সঙ্গে যোগ দেবেন গৌতম গম্ভীর। ফলে দ্বিতীয় টেস্টে নামার আগে ২ থেকে ৩ দিন হাতে সময়ও পেয়ে যাবেন তিনি। আপাতত গম্ভীরের অনুপস্থিতিতে দলের দায়িত্ব সামলাচ্ছেন গম্ভীরের সহকারীরাই।

Continue Reading

Trending