আইপিএল
IPL 2025: পুরানো দলেই ভরসা রাখতে চায় গুজরাট টাইটান্স
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: প্রথমবার আইপিএল খেলতে নেমে, হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে প্রথম বছরেই খেতাব জিতেছিল গুজরাট টাইটান্স। তার পরের বছরেও রানার্স হয় তাঁরা। যদিও তারপরেই দলে আসে এক অদ্ভুত পরিবর্তন। চ্যাম্পিয়ন এবং দ্বিতীয় বছরে রানার্স-আপ করা অধিনায়ক হার্দিক দল ছেড়ে চলে যান নিজের পুরানো দল মুম্বই ইন্ডিয়ান্সে। ফলে অধিনায়কের দায়িত্ব নেন তরুণ ক্রিকেটার শুভমন গিল। যদিও প্রথম মরশুমে আশানুরূপ ফল করতে পারেনি তাঁর দল। তবে আসন্ন মরশুমে গিল না রশিদ খান; কে হবেন নতুন অধিনায়ক সেই নিয়েও জল্পনা চলছে।
শোনা যাচ্ছে অধিনায়কের পদে এবারেও গুজরাটের প্রথম পছন্দ হতে চলেছেন শুভমন গিলই। যদিও মহানিলামের আগে, গত মরশুমের দলটাকেই ধরে রাখতে চাইছে গুজরাট। এছাড়াও দলের অভিজ্ঞ আফগান স্পিনার রশিদ খানকেও ধরে রাখতে চায় গুজরাট ম্যানেজমেন্ট। তবে এখানে একটা সমস্যা রয়েছে। সেটি হল, প্রথম রিটেনশন ক্রিকেটারকে সর্বোচ্চ ১৮ কোটি টাকা দেওয়া যাবে এবং দ্বিতীয় রিটেনশনে সেটি হবে ১৪ কোটি। তাতে কে হবেন প্রথম রিটেনশন ক্রিকেটার, এটাই দেখার বিষয়। তাছাড়া সাই সুদর্শন এবং আইপিএলে ধারাবাহিকভাবে নজর কাড়া রাহুল তেওয়াটিয়াকেও রিটেন করবে গুজরাট।
প্রথমে মহম্মদ শামিকে রিটেন করার সম্ভাবনা থাকলেও এখন তাঁর চোট নিয়ে ধোঁয়াশা থাকায়; তাকে রিটেন না করার সম্ভাবনা প্রবল ম্যানেজমেন্টের। তবে বাংলার তারকা কিপার ঋদ্ধিমান সাহাকে রিটেন করা হবে না বলেই জানা যাচ্ছে। আইপিএলে আসার পর থেকে স্পেনসার জনসন, নুর আহমেদ এবং মোহিত শর্মারা দলকে সাফল্য দিয়ে এলেও, শোনা যাচ্ছে তাদেরকেও ধরে রাখতে চাইছে না গুজরাট দল।
আইপিএল
IPL 2025: দল ছাড়তে পারেন ঋষভ পন্থ। ম্যানেজমেন্ট বদলে দলে আমূল পরিবর্তনের সম্ভবনা দিল্লি ক্যাপিটালসের..
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ইতিমধ্যেই দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট এবং হেড কোচের পদে এসেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বেণুগোপাল রাও এবং হেমাঙ্গ বাদানি। যার ফলে আসন্ন আইপিএল মহা নিলামে, বড়সড় রদবদল ঘটতে চলেছে দিল্লি দলে। অপরদিকে গত মরশুমে খুব একটা সাফল্য আসেনি দলের, তাই রিটেনশন তালিকা থেকে বাদ পড়তে পারেন একাধিক ক্রিকেটার।
প্রথমে ভাবা হয়েছিল, হয়তো দিল্লিতেই থাকবেন ঋষভ পন্থ। তবে ম্যানেজমেন্ট বদলে যাওয়ার ফলে সেই ছবিতেও বদল এসেছে। সেক্ষেত্রে শোনা যাচ্ছে দিল্লির সঙ্গে সম্পর্ক ভাঙতে পারেন পন্থ। প্রায় ৮ বছর দিল্লির হয়ে খেলেছেন ভারতের এই তারকা উইকেটকিপার। সোনা যাচ্ছে পন্থকে দিল্লির অধিনায়ক হিসাবে চাইছে না ম্যানেজমেন্ট। কিন্তু আইপিএলে অধিনায়ক হিসেবেই খেলতে চান তিনি। সেই কারণে নিজেই রিটেনশন তালিকায় থাকতে চাইছেন না পন্থ, এমনটাই খবর। আর এই সুযোগের সদ্ব্যবহার করে পন্থকে দলে পেতে মুখিয়ে রয়েছে আরসিবি, চেন্নাই এবং লখনৌ।
অপরদিকে দিল্লির সম্ভাব্য রিটেনশন তালিকায় থাকতে পারেন কুলদীপ যাদব এবং অক্ষর পটেল। অক্ষরকে ধরে রাখতে দিল্লির খরচ পড়বে ১৮ কোটি টাকা। কুলদীপ পেতে পারেন ১৪ কোটি। ট্রিস্টান স্টাবস ও জেক ফ্রেসারের দিকেও নজর থাকবে দিল্লি ম্যানেজমেন্টের। ফলে বাকি ক্রিকেটারদের নিয়ে কী ভাবছে দিল্লি সেটা মহা নিলামেই বোঝা যাবে। অন্যদিকে পন্থকে নিয়ে দিল্লি কী সিদ্ধান্ত নেয়, সেদিকেও সবার নজর থাকবে।
আইপিএল
IPL 2025: কেকেআরকে “আলবিদা” শ্রেয়সের?
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে শ্রেয়স আইয়ারের নেতৃত্বে ট্রফি জিতেছিল কলকাতা নাইট রাইডার্স। তবে যা শোনা যাচ্ছে তাতে, আগামী মরশুমে বদলে যেত পারে কেকেআরের অধিনায়ক। সমর্থকদের কাছে বিষয়টা মন খারাপের হলেও, এমনটা হওয়ার সম্ভাবনাই প্রবল। শোনা যাচ্ছে, দুই ফ্র্যাঞ্চাইজির মোটা অঙ্কের অফার রয়েছে শ্রেয়সের কাছে। তাই সেই কারণের জন্যই, শাহরুখ খানের দল ছাড়তে পারেন তিনি।
আইপিএল মেগা নিলামের আসর বসত চলেছে নভেম্বরের শেষ সপ্তাহে। তার আগে সমস্ত ফ্র্যাঞ্চাইজিকে, নিজেদের খেলোয়াড় রিটেনশনের তালিকা জমা দিতে হবে আগামী ৩১ অক্টোবরের মধ্যে। তবে এবারে হয়ত সেই তালিকায়, শ্রেয়সকে রাখবে না কেকেআর। তাঁকে ধরে রাখতে হলে মোটা অঙ্ক খরচ করতে হবে কেকেআর ফ্র্যাঞ্চাইজিকে এবং সেটা করতে চাইছেন না তাঁরা। এছাড়াও আগামী মরশুমে আন্দ্রে রাসেল, সুনীল নারিন এবং রিঙ্কু সিংহের পাশাপাশিই রমনদীপ সিং ও হর্ষিত রানাকেও রিটেন করা হতে পারে বলেই খবর। তবে বরুণ চক্রবর্তীকে নিয়ে এখনও ধোঁয়াশা থাকছে।
কিন্তু এবারে সবচেয়ে বড় প্রশ্ন হল, কে হবেন কিং খানের দলের নতুন অধিনায়ক? যা খবর তাতে, কেকেআর ম্যানেজমেন্টের পছন্দের তালিকায় শীর্ষস্থানে রয়েছেন দিল্লি ক্যাপিটালস অধিনায়ক ঋষভ পন্থ। শোনা যাচ্ছে তাঁকে ছেড়ে দিতে চলেছে দিল্লি। যার ফলে নিলামে আসবেন পন্থ। তবে পন্থকে পেতে মরিয়া হয়ে রয়েছে চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও। ধোনির পরিবর্ত হিসেবে তারকা উইকেটকিপারকে চাইছে সিএসকে। অপরদিকে নতুন অধিনায়কের খোঁজে রয়েছে আরসিবি। সব মিলিয়ে ভীষণ রোমাঞ্চকর যে হতে চলেছে আইপিএলের মহা নিলামি, তা বলাই যায়।
আইপিএল
IPL 2025: রোহিত শর্মাকে ঘিরে জল্পনা তুঙ্গে
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: গত বছর আইপিএল মরশুমে দলের অধিনায়কত্ব ছাড়তে হয়েছে রোহিত শর্মাকে। এখন তার দল মুম্বাই ইন্ডিয়ান্সের নতুন অধিনায়ক ভারতের শ্রেষ্ঠ অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। অনেক মতবিরোধের পর এক সময় শোনা গেছিল হয়ত মুম্বাই ইন্ডিয়ান্স দল ছাড়তে চলেছেন রোহিত। তবে এবারে জল্পনা শোনা যাচ্ছে বিরাট কোহলির আরসিবি দলে আসতে পারেন ভারতের এই তারকা ওপেনার।
ইতিমধ্যেই ক্রমশ কাছে আসছে আইপিএলের মহা নিলামের দিন। তারই মাঝে মুম্বাই ইন্ডিয়ান্স দলে রোহিত শর্মার থাকা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। তার উপর গত বছর গুজরাট দল থেকে হার্দিক পান্ডিয়াকে দলে এনে রোহিত শর্মাকে অধিনায়কত্বের পদ থেকে সরানোর জন্য বেশ ক্ষুব্ধ রয়েছে সমর্থকেরাও। তারা মনে করেন, এই সিদ্ধান্তের জন্য রোহিত শর্মাকে অসন্মান করা হয়েছে। যেই রোহিত মুম্বাই ইন্ডিয়ান্সকে পাঁচবার আইপিএল খেতাব জিতিয়েছেন তাকে এভাবে অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া কিছুতেই মেনে নিতে পারছেন না ক্রিকেট ভক্তরা।
এর মাঝে ভারতের প্রাক্তন ক্রিকেটার মোহাম্মদ কাইফ চাইছেন, রোহিত এবং কোহলি জুটিকে একদলে আইপিএলেও দেখতে। ইতিমধ্যেই শোনা যাচ্ছে হয়ত এবারের মহা নিলামে আসতে চলেছেন রোহিত। সেই কারণেই কাইফ চাইছেন ভারতের সেরা জুটিকে আইপিএলে একসঙ্গে খেলতে দেখতে। অপরদিকে আরসিবি দলের প্রাক্তন কিংবদন্তি ব্যাটসম্যান এবি ডিভিলিয়ার্স এই বিষয়টিকে পুরোটাই অবাস্তব ঘটনা বলে মনে করছেন। একটি লাইভ সাক্ষাৎকারে তিনি হাসির ছলেই বলেন, “যদি রোহিত তার চিরপ্রতিদ্বন্দ্বী দল আরসিবিতে যোগদান করেন, তাহলে এই ডিলটি হার্দিক পান্ডিয়ার গুজরাট থেকে পুনরায় মুম্বাই দলে ফেরত আসার থেকেও অনেক বড় খবর হবে। তবে এই ডিলটি বাস্তবে হওয়ার কোন রকমেরই সুযোগ নেই বললেই চলে”।
অপরদিকে নিজের ভাল বন্ধু ফ্যাফ ডুপ্লেসিসের পাশেই দাড়িয়েছেন ডিভিলিয়ার্স। তিনি বলেন, “ডুপ্লেসি অনেক বছর ধরেই এই ফরম্যাটে যথেষ্ট আধিপত্যের সঙ্গে ক্রিকেট খেলে আসছেন। শুধু তার বয়সের জন্য তাকে বিকল্প হিসেবে ভাবাটাকে আমি একদমই সমর্থন করিনা। আমি মনে করি বয়স একটা সংখ্যা মাত্র। মানছি ও আরসিবি দলে যোগ দিয়ে তার দলকে ট্রফি এনে দিতে পারেনি। সেটা অধিনায়ক হিসেবে একটা আলাদা চাপও রয়েছে ওর মধ্যে। তবে আমি মনে করি বিরাট ওর ওপরে যথাযথ ভরসা রাখবেন”।
-
আইএসএল11 months ago
বড় ধাক্কা কেরালা ব্লাস্টার্সের
-
আন্তর্জাতিক ক্রিকেট1 year ago
ICC CWC 2023: বিশ্বকাপে যুগ্ম দ্রুততম ১০০০ রোহিতের, ভাঙলেন ছয়ের রেকর্ড…
-
ফুটবল12 months ago
এএফসি কাপ আয়োজনের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে বসুন্ধরা কিংসের বিরুদ্ধে
-
ফুটবল11 months ago
এশিয়ান কাপের সম্ভাব্য দল ঘোষণা করল ভারত
-
ফুটবল1 year ago
কলকাতায় প্রাক মরশুম প্রস্তুতি শুরু করল ইন্টার কাশি
-
ইস্টবেঙ্গল1 year ago
দলে আমূল পরিবর্তন, তবুও সুপার সিক্সের প্রথম ম্যাচেই হার ইস্টবেঙ্গলের
-
ফুটবল11 months ago
ঘরের মাঠে অসহায় আত্মসমর্পণ, এএফসি কাপে স্বপ্নভঙ্গ মোহনবাগানের
-
ফুটবল1 year ago
ফিফা বিশ্বকাপ কোয়ালিফায়ারে ভারতের প্রথম দুটি হোম ম্যাচে আয়োজনের দায়িত্ব পেল ভুবনেশ্বর এবং গুয়াহাটি