আইপিএল
IPL 2025: পুরানো দলেই ভরসা রাখতে চায় গুজরাট টাইটান্স
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: প্রথমবার আইপিএল খেলতে নেমে, হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে প্রথম বছরেই খেতাব জিতেছিল গুজরাট টাইটান্স। তার পরের বছরেও রানার্স হয় তাঁরা। যদিও তারপরেই দলে আসে এক অদ্ভুত পরিবর্তন। চ্যাম্পিয়ন এবং দ্বিতীয় বছরে রানার্স-আপ করা অধিনায়ক হার্দিক দল ছেড়ে চলে যান নিজের পুরানো দল মুম্বই ইন্ডিয়ান্সে। ফলে অধিনায়কের দায়িত্ব নেন তরুণ ক্রিকেটার শুভমন গিল। যদিও প্রথম মরশুমে আশানুরূপ ফল করতে পারেনি তাঁর দল। তবে আসন্ন মরশুমে গিল না রশিদ খান; কে হবেন নতুন অধিনায়ক সেই নিয়েও জল্পনা চলছে।
শোনা যাচ্ছে অধিনায়কের পদে এবারেও গুজরাটের প্রথম পছন্দ হতে চলেছেন শুভমন গিলই। যদিও মহানিলামের আগে, গত মরশুমের দলটাকেই ধরে রাখতে চাইছে গুজরাট। এছাড়াও দলের অভিজ্ঞ আফগান স্পিনার রশিদ খানকেও ধরে রাখতে চায় গুজরাট ম্যানেজমেন্ট। তবে এখানে একটা সমস্যা রয়েছে। সেটি হল, প্রথম রিটেনশন ক্রিকেটারকে সর্বোচ্চ ১৮ কোটি টাকা দেওয়া যাবে এবং দ্বিতীয় রিটেনশনে সেটি হবে ১৪ কোটি। তাতে কে হবেন প্রথম রিটেনশন ক্রিকেটার, এটাই দেখার বিষয়। তাছাড়া সাই সুদর্শন এবং আইপিএলে ধারাবাহিকভাবে নজর কাড়া রাহুল তেওয়াটিয়াকেও রিটেন করবে গুজরাট।
প্রথমে মহম্মদ শামিকে রিটেন করার সম্ভাবনা থাকলেও এখন তাঁর চোট নিয়ে ধোঁয়াশা থাকায়; তাকে রিটেন না করার সম্ভাবনা প্রবল ম্যানেজমেন্টের। তবে বাংলার তারকা কিপার ঋদ্ধিমান সাহাকে রিটেন করা হবে না বলেই জানা যাচ্ছে। আইপিএলে আসার পর থেকে স্পেনসার জনসন, নুর আহমেদ এবং মোহিত শর্মারা দলকে সাফল্য দিয়ে এলেও, শোনা যাচ্ছে তাদেরকেও ধরে রাখতে চাইছে না গুজরাট দল।