Connect with us

আন্তর্জাতিক ক্রিকেট

বেঙ্গালুরুতে ডেল স্টেইনকে পিছনে ফেলে টেস্ট ক্রিকেটে অনন্য নজির রবীচন্দ্রন অশ্বিনের…

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: মোহালিতে ভারত বনাম শ্রীলঙ্কা টেস্ট সিরিজের প্রথম টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৬ উইকেট নিয়ে ভারতীয় দলের তারকা অলরাউন্ডার রবীচন্দ্রন অশ্বিন একসঙ্গে টপকে গিয়েছিলেন রিচার্ড হ্যাডলি (৪৩১), রঙ্গনা হেরথ (৪৩৩) ও কপিল দেবকে (৪৩৪)। এবারে বেঙ্গালুরুতে সিরিজের দ্বিতীয় অর্থাৎ দিন-রাতের টেস্ট অশ্বিন এবারে সর্বকালীন টেস্ট উইকেট শিকারিদের তালিকায় পিছনে ফেলে দিলেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি পেসার ডেল স্টেইনকে।

দ্বিতীয় টেস্ট ম্যাচটি শুরু হওয়ার আগে এই ভারতীয় অলরাউন্ডারের ঝুলিতে ছিল ৪৩৬টি টেস্ট ক্রিকেট। অন্যদিকে ডেল স্টেইন তার টেস্ট কেরিয়ারে ৯৩টি ম্যাচে উইকেট নিয়েছিলেন ৪৩৯টি। বেঙ্গালুরু টেস্টে প্রথম ইনিংসে অশ্বিন পান দুটি উইকেট। আর এরপরে দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার কুশল মেন্ডিস এবং ধনঞ্জয়া ডিসিলভাকে আউট করার সাথে সাথেই ৪৪০ টেস্ট উইকেট নিয়ে স্টেইনকে পেছনে ফেলে দেন অশ্বিন। ‌

বর্তমানে টেস্টে সবথেকে বেশি উইকেট নেওয়া বোলারদের তালিকা অশ্বিন রয়েছেন ৮ নম্বর স্থানে। তার আগে রয়েছেন কটনি ওয়ালস (৫১৯), স্টুয়ার্ট ব্রড (৫৩৭), গ্লেন ম্যাকগ্রা (৫৬৩), অনিল কুম্বলে (৬১৯), জেমস অ্যান্ডারসন (৬৪০), শেন ওয়ার্ন (৭০৮) ও মুথাইয়া মুরলিধরন (৮০০)।

আন্তর্জাতিক ক্রিকেট

অনুশীলনে বিরাটের ছয়ে ভাঙল চিপকের দেওয়াল

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ১৯ সেপ্টেম্বর থেকে চেন্নাইয়ে শুরু ভারত ও বাংলাদেশ প্রথম টেস্ট। ইতিমধ্যেই চিপকে শেষ তিন দিন ধরে অনুশীলন করছে টিম ইন্ডিয়া। রবিবার সেই অনুশীলনেই আক্রমণাত্মক ভঙ্গিমায় ব্যাট করতে দেখা গেল ভারতীয় ব্যাটিংয়ের অন্যতম স্তম্ভ বিরাট কোহলিকে। লম্বা লম্বা ছয় মারলেন তিনি। সেই ছয়েই ভাঙল গ্যালারির দেওয়াল।

ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে ২ টেস্টের সিরিজের জন্য দলের সঙ্গে জোরকদমে অনুশীলনে করছেন বিরাট কোহলি। জিও সিনেমায় প্রকাশিত ভারতীয় দলের অনুশীলন ভিডিওয় দেখা যাচ্ছে, ৩৫ বছর বয়সী বিরাট নেটে ব্যাটিং করছেন বিধ্বংসী মেজাজে। কোহলির হাঁকানো ছয়ে চিপকের দেওয়াল ভাঙার মুহূর্ত ধরা পড়ে ভিডিওতে। অনুশীলনের এক ফাঁকে টিম ইন্ডিয়া হেড কোচ গৌতম গম্ভীরের সঙ্গে আলাদা করে কথা বলতেও দেখা যায় বিরাটকে।

এখনও অবধি চিপকে ৪টি টেস্ট খেলেছেন বিরাট। ৬ ইনিংসে তাঁর ব্যাট থেকে এসেছে ২৬৭ রান। চেন্নাইতে ১টি শতরান, ২টি অর্ধশতরানও রয়েছে তাঁর নামে। ২০১৩ সালে শেষ চিপকে শতরান এসেছিল তাঁর ব্যাট থেকে। ১১ বছরের খরা কাটিয়ে চিপকে শতরানের জন্য কতটা মরিয়া বিরাট, তা বোঝাই যাচ্ছে অনুশীলনে তাঁর ব্যাটিং দেখে।

Continue Reading

আন্তর্জাতিক ক্রিকেট

বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে নেই শুভমান গিল

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: অক্টোবরের ৭ তারিখ থেকে শুরু হওয়া ভারত বনাম বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় দলে নেই শুভমান গিল। তাঁকে এখন বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। দেশের হয়ে ২১টি টি-টোয়েন্টি ম্যাচ ইতিমধ্যেই খেলে ফেলেছেন গিল। ১৪০ এর স্ট্রাইক রেটে তিনি করেছেন একটি শতরান এবং তিনটি অর্ধশতরান।এছাড়াও কিছুদিন আগে জিম্বাবোয়ের তাঁর অধিনায়কত্বে জিম্বাবোয়ের বিরুদ্ধে ৪-১ ব্যবধানে সিরিজ জিতেছে ভারত।

অক্টোবরের ১৬ তারিখ থেকে শুরু হচ্ছে ভারত বনাম নিউজিল্যান্ড টেস্ট সিরিজ। তার আগে বাংলাদেশের বিরুদ্ধে তিনটি টি-২০ ম্যাচ রয়েছে ৭, ১০ এবং ১৩ তারিখে। এই প্রসঙ্গে বিসিসিআই জানানো হয়েছে, “বাংলাদেশের সিরিজের পর মাত্র ৩ দিন বাদেই নিউজিল্যান্ড সিরিজ। তাই জন্য গিলকে বিশ্রাম দেওয়াটা দরকার ছিল।” এছাড়াও বিসিসিআই সিদ্ধান্ত নিয়েছে গিল সহ আরও কিছু খেলোয়াড়কে এই সিরিজের জন্য বিশ্রাম দেওয়া হবে।

Continue Reading

আন্তর্জাতিক ক্রিকেট

দলে পরিবর্তন চাইছেন না মর্কেল

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: কিছুদিন আগেই ভারতীয় দলের বোলিং কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন দক্ষিণ আফ্রিকান জোড়ে বোলার মর্নি মর্কেল। ইতিমধ্যেই বুমরাহদের নিয়ে চেন্নাইতে অনুশীলন শুরু করে দিয়েছেন তিনি। প্রথমদিনের অনুশীলনে ভারতীয় খেলোয়াড়দের পেশাদারিত্ব দেখে মুগ্ধ মর্কেল। তিনি বলেছেন “ভারতীয় দলের জার্সি গায়ে চাপিয়ে খেলা যে কতটা সম্মানের তা ভালোমতই জানি। আর আমার দলের খেলোয়াড়রাও সেই জার্সির ওজনটা বোঝেন।”

ভারতীয় দলের বোলিং কোচ হতে পারে নিজেকে ভীষণ আপ্লুত মনে করছেন মর্কেল। সবার প্রথমে এই সুখবরটি তিনি তার বাবাকে জানিয়েছিলেন। একটি সাক্ষাৎকারে ভারতীয় দলের বোলিং কোচ হিসেবে তার লক্ষের কথা জিজ্ঞেস করায় তিনি বলেন “দীর্ঘমেয়াদি কিছু এখনই ভাবতে চাইছি না। আমার দলে রোহিত, কোহলি, বুমরাহর মত তারকারা রয়েছেন। এতে আমি নিজেকে ধন্য মনে করি। তাই ছোট ছোট পরিকল্পনাতেই এগোতে চাইছি।”

আসন্ন বাংলাদেশ টেস্ট সিরিজ থেকেই দলের দায়িত্ব নিচ্ছেন মর্কেল। তাই কোচ হিসেবে ভারতীয় দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়াটাই এখন মূল লক্ষ্য মর্নে মর্কেলের।

Continue Reading

Trending