Connect with us

ক্রিকেট

রাহুলকে আটকানোর চেষ্টা করেছিলাম: রোহিত

Published

on

সৌরভ রায়; নিউইয়র্ক, ৪ জুন – মঙ্গলবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরুর আগে ভারত অধিনায়ক রোহিত শর্মার মন খারাপ! এ কথা সকলেরই জানা যে, চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই, ভারতীয় দলের কোচের পদ ছাড়ছেন রাহুল দ্রাবিড়। ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে এসে ভারত অধিনায়ক রোহিত শর্মা পরিষ্কার জানালেন, তিনি আপ্রাণ চেষ্টা করেছিলেন, যাতে দ্রাবিড় কোচের পদ না ছাড়েন। প্রসঙ্গত সোমবার সাংবাদিক সম্মেলনে এসে, দ্রাবিড় নিজেই জানিয়েছিলেন, এই প্রতিযোগিতার পরে তিনি আর ভারতীয় দলের হেড কোচ থাকছেন না।

সাংবাদিক সম্মেলনের রোহিত বলেন,”আমি রাহুল দ্রাবিড়কে ভারতীয় দলের কোচের পদে থাকার জন্য অনেক বোঝানোর চেষ্টা করেছি। তবে তিনি আর থাকতে রাজি নন। ওর চলে যাওয়া আমাদের কাছে একটা খুব কঠিন মুহূর্ত হতে চলেছে।” প্রসঙ্গত ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের পরে রবি শাস্ত্রী ভারতীয় দলের হেড কোচের পদ ছাড়লে, তাঁর স্থলাভিসিক্ত হন দ্রাবিড়।

সূত্র মারফত জানা যাচ্ছে, দ্রাবিড়ের ছেড়ে যাওয়া পদে বসার দৌড়ে এগিয়ে রয়েছেন প্রাক্তন ভারতীয় ওপেনার গৌতম গম্ভীর। তাঁর মেন্টরশিপেই সদ্য তৃতীয় বারের জন্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। তবে তিনি আদৌ কোচ হওয়ার জন্য আবেদন করেছেন কিনা, সে কথা সকলের অজানা। অন্যদিকে দ্রাবিড় নিয়ে আরও বলতে গিয়ে রোহিত বলেন,”এটা ঠিক যে আমি দ্রাবিড় ভাইকে আটকানোর অনেক চেষ্টা করেছি, তবে একথাও বুঝতে হবে, যে ওকে আরও অনেক কিছুর দিকেই নজর দেওয়ার রয়েছে। সেই কারণেই উনি সরে গেলেন। তবে আমি এটুকু বলতে পারি, এই কয়েক বছরে ওর সান্নিধ্য দারুনভাবে উপভোগ করেছি।”

পাশাপাশি বুধবারের আয়ারল্যান্ড ম্যাচ নিয়েও মুখ খোলেন রোহিত। তিনি বলেছেন,”দল হিসেবে আয়ারল্যান্ড খুবই ভালো জায়গায় রয়েছে। ওরা প্রচুর টি-টোয়েন্টি ম্যাচ খেলে। তাই আমাদের শুরুটা ভালো হওয়ার দরকার। দলকে তাই আমি সতর্ক থাকতে বলেছি।”

ক্রিকেট

RANJI TROPHY 24/25: জয়ের অনেক কাছে গিয়েও ড্র বাংলার

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: রনজি ট্রফির চতুর্থ দিনের প্রথম দুটি সেশনের পর জয়ের দিকে এগোচ্ছিল বাংলা। কিন্তু শেষ বেলায় নায়ক হয়ে উঠলেন উত্তরপ্রদেশের প্রিয়ম গর্গ। তার করা শতরানের কাছে জেতা ম্যাচ ড্র বাংলার। তবে প্রথম ইনিংসে এগিয়ে থাকার দরুন ৩ পয়েন্ট ঘরে আনলেন অনুষ্টুপ, মুকেশরা।

প্রথম থেকেই উত্থানপতনে ভরা ছিল রনজিতে বাংলা বনাম উত্তরপ্রদেশের ম্যাচ। দ্বিতীয় দিনের শেষে সুবিধাজনক জায়গায় থাকলেও তৃতীয় দিনে মুকেশ-শাহবাজদের বোলিংয়ে দ্রুত থেমে যায় উত্তরপ্রদেশের ইনিংস। ১৯ রানের লিড নেওয়ার পাশাপাশি ব্যাটিংয়ে বাজিমাত করে বাংলা। সেঞ্চুরি হাঁকালেন অভিমন্যু ঈশ্বরণ। দলীপ ট্রফি ও ইরানি কাপ মিলিয়ে টানা চারটি ম্যাচে শতরান করলেন তিনি। অল্পের জন্য শতরান হাতছাড়া করলেন সুদীপ চট্টোপাধ্যায়। তিনি করেন ৯৩ রান। ৩ উইকেট হারিয়ে ২৫৪ রান করে ডিক্লেয়ার দেয় বাংলা।

অপরদিকে জয়ের জন্য উত্তরপ্রদেশের কাছে লক্ষ্য ছিল ২৭৪ রানের। তার পরই, উত্তরপ্রদেশের ব্যাটিংয়ে আঘাত হানেন মুকেশ এবং কাইফ। ৭৯ রানের মধ্যে ৪ উইকেট নিয়ে জয় প্রায় হাতের মুঠোয় ছিল বাংলার। কিন্তু যত সময় গড়াল, তত অপ্রতিরোধ্য হয়ে উঠলেন প্রিয়ম। উত্তরপ্রদেশের বাকি ব্যাটারদের রানের খরার মাঝে একক দক্ষতায় বাংলার থেকে জয়ের ৫ পয়েন্ট ছিনিয়ে নিলেন প্রিয়ম। ম্যাচের শেষে ৬ উইকেট হারিয়ে উত্তরপ্রদেশের ১৬২ রানের মধ্যে একা প্রিয়মেরই রান ছিল ১০৫।

Continue Reading

আন্তর্জাতিক ক্রিকেট

IND vs NZ: বিরাট কোহলির পাশে টিম ইন্ডিয়া হেড কোচ গৌতম গম্ভীর…

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: বুধবার থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামছে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল। তবে তার আগে সমর্থকদের মনে একটাই চিন্তা। দীর্ঘদিন ব্যাটে রান নেই দলের তারকা ব্যাটার বিরাট কোহলির। যদিও এই ব্যাপারে একেবারেই চিন্তিত নন দলের হেড কোচ গৌতম গম্ভীর। ম্যাচের দু’দিন আগে সাংবাদিক সম্মেলনে তিনি পরিষ্কার জানিয়ে দিলেন, “কোহলিকে নিয়ে আমার মনোভাব পরিষ্কার। ও একজন বিশ্বমানের ক্রিকেটার। এতদিন ধরে দেশের হয়ে ভাল খেলছে। এখনও কোহলির রানের খিদে দেখে মনে হয় এই বোধহয় ওর অভিষেক হল।” তিনি আরও যোগ করেন, “আমি জানি, একটা ম্যাচে ওর বড় রান দরকার। সেটা পেলেই কোহলি ধারাবাহিকভাবে রান করতে পারবে। আমি জানি, সামনের আটটা টেস্টের দিকে ওর ভালো কিছু করার লক্ষ্য থাকবে।”

সাংবাদিকদের মুখোমুখি হয়ে গম্ভীর বলেন, “আমরা এমন দল হতে চাই যারা একদিনে ৪০০ রান করতে পারে, আবার ড্র করার জন্য ২ দিন ব্যাটিংও চালিয়ে যেতে পারে। আমাদের প্রথম লক্ষ্য ম্যাচ জেতা। যদি কোনও বিকল্পর প্রসঙ্গ আসে, তা হলে এই মানসিকতা রাখতে হবে যাতে দলের ছেলেরা দুদিন ব্যাটিং করতে পারে এবং ড্র করতে পারে। এই ক্রিকেটটাই আমরা খেলতে চাই।”

অপরদিকে সকল প্রতিপক্ষকে সমীহ করায় বিশ্বাসী গম্ভীর। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে তিনি বলেন, “নিউজিল্যান্ড একটা আলাদা চ্যালেঞ্জ এবং আমরা সকল প্রতিপক্ষকেই সম্মান করি। এই ৩টে টেস্ট ম্যাচ আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ হতে চলেছে। ওদের হাই কোয়ালিটি ক্রিকেটাররা রয়েছে। কিন্তু আমরা কোনও দলকে ভয় পাই না। আমরা চাই আমাদের ক্রিকেটাররা আগ্রাসী খেলুক। টি-টোয়েন্টি ক্রিকেটে অনেক ঝুঁকি থাকে এবং আমরা সেই ঝুঁকিটা নিয়েই খেলি।”

Continue Reading

আন্তর্জাতিক ক্রিকেট

ইমার্জিং এশিয়া কাপের জন্য প্রস্তুত ভারতের ছোটরা

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আগামী ১৮ অক্টোবর থেকে ওমানে বসতে চলেছে ছোটদের এশিয়া কাপ ক্রিকেটের আসর। সোমবার ইমার্জিং এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের ভারতীয় দল ঘোষণা করল বিসিসিআই। এই প্রতিযোগিতায় ভারত ‘এ’ দলকে নেতৃত্ব দেবেন তিলক বর্মা। মোট আটটি দল নিয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে আয়োজিত হবে এবারের প্রতিযোগিতা। আটটি দলকে মোট দুটি গ্রুপে ভাগ করা হয়েছে যেখান থেকে প্রথম দুটি দল সেমিফাইনালে উঠবে। ফাইনাল অনুষ্ঠিত হবে ২৭ অক্টোবর। গ্রুপ ‘বি’ তে ভারত ‘এ’ দলের সঙ্গে রয়েছে পাকিস্তান ‘এ’, সংযুক্ত আরব আমিরশাহি এবং ওমান। অন্যদিকে, গ্রুপ ‘এ’-তে রয়েছে আফগানিস্তান ‘এ’, বাংলাদেশ ‘এ’, শ্রীলঙ্কা ‘এ’ এবং হংকং।

১৯ অক্টোবর নিজেদের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে ভারতের ছোটরা। এরপর ২১ অক্টোবর আমিরশাহির বিরুদ্ধে এবং ২৩ অক্টোবর ওমানের বিরুদ্ধে খেলবেন তিলক-অভিষেকরা।

এক নজরে ১৫ সদস্যের ভারত-এ দল: তিলক বর্মা (অধিনায়ক), অভিষেক শর্মা (সহ-অধিনায়ক), প্রভশিমরন সিংহ (উইকেটরক্ষক), হৃত্বিক শোকিন, রাসিক সালাম, রমনদীপ সিংহ, নিশান্ত সিন্ধু, আয়ুষ বাদোনি, অনুজ রাওয়াত (উইকেটরক্ষক), নেহাল ওয়াধেরা, সাই কিশোর, রাহুল চাহার, বৈভব অরোরা, অনশুল কাম্বোজ এবং আকিব খান।

Continue Reading

Trending