Connect with us

ক্রিকেট

ছটফট করছেন বিরাট!

Published

on

সৌরভ রায়; অ্যান্টিগা, ২১ জুন – কিংবদন্তি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার স্যার ভিভিয়ান রিচার্ডসের খুব প্রিয় ছাত্র প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলি। আর তাঁর নামাঙ্কিত স্টেডিয়ামেই শনিবার বাংলাদেশের বিরুদ্ধে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের গুরুত্বপূর্ণ ম্যাচে নামতে চলেছে ভারত। তার আগে শুক্রবার দলের ঐচ্ছিক অনুশীলনে পাওয়া গেল রানের জন্য ছটফট করতে থাকা বিরাট কোহলিকে।

প্রসঙ্গত বৃহস্পতিবারই বার্বাডোজে আফগানিস্তানের বিরুদ্ধে ভারতীয় দল তাদের সুপার এইটের প্রথম ম্যাচে জয়লাভ করেছে। তবে সেই ম্যাচেও মাত্র ২৪ রান করেই রশিদ খানের শিকার হয়েছিলেন কিং কোহলি। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ৫ ম্যাচে বিরাটের স্কোর মাত্র ২৯। যদিও একটি ম্যাচ বৃষ্টির জন্য বাতিল হয়েছিল। আর এই রান না আসার কারণেই হয়তো, বিরাটের মধ্যে বড় স্কোর করার খিদে অনেকটাই বেড়ে গেছে। সেই কারণে ঐচ্ছিক অনুশীলনে আসা ছয় জন ক্রিকেটারদের মধ্যে তিনি অন্যতম। শুক্রবার তাই অনুশীলনে পৌঁছানোর ঠিক পাঁচ মিনিটের মধ্যেই তৈরি হয়ে নেটে চলে এলেন বিরাট। তিনি ছাড়াও মূল স্কোয়াড থেকে হাজির ছিলেন অধিনায়ক রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা, সঞ্জু স্যামসন। এই মাঠেই বিরাটের দ্বিশতরান রয়েছে, তাই এখন দেখার ফের একবার অ্যান্টিগায় বিরাট ম্যাজিক দেখা যায় কিনা। এদিন অনুশীলনে তাঁকে প্রথমে থ্রো ডাউন নিতে দেখা যায়, তারপরে বিরাটকে দীর্ঘক্ষণ নেটে বল করেন খলিল আহমেদ। সবশেষে স্থানীয় স্পিনারদের বিরুদ্ধে ব্যাট করেন ভারতীয় ক্রিকেটের রান মেশিন।

এদিন যখন কোহলি নেটে ব্যাট করছেন, তখন দীর্ঘক্ষণ হেড কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে পিচ দেখতে দেখা গেল রোহিতকে। ভারতীয় দল যখন এদিন অনুশীলনে আসে তখন পিচ ঢাকা ছিল, তবে মাঠে এসে কিউরেটরকে দিয়ে সেই ঢাকা সরিয়ে তা সরেজমিনে দেখেন রোহিত এবং দ্রাবিড়। অন্যদিকে বিরাটের পাশাপাশি জাদেজারও খারাপ ফর্ম অব্যাহত। বল হাতে উইকেট নিলেও, ব্যাট হাতে একেবারেই ব্যর্থ ভারতীয় দলের এই তারকা অলরাউন্ডার। তাই তাঁকেও এদিন অনুশীলনে দীর্ঘক্ষণ ব্যাট করতে দেখা গেল। সবশেষে ব্যাট করতে আসেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। তিনিও দীর্ঘক্ষণ নেটে ব্যাটিং করেন।

পাশাপাশি অ্যান্টিগার পিচে ভারত কেমন কম্বিনেশন খেলায় সেদিকেও সকলের নজর রয়েছে। যেহেতু ওয়েস্ট ইন্ডিজের পিচে স্পিনাররা সাহায্য পাচ্ছেন তাই এখানে ভারতীয় দল আরও একজন অতিরিক্ত স্পিনার খেলায় কিনা এখন সেটাই দেখার।

ক্রিকেট

কেরল ম্যাচকেই পাখির চোখ করেছেন অনুষ্টুপ মজুমদাররা

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: বৃষ্টির কারণে চার দিনের খেলায়, একটা দিনও বল গড়াল না। যে ম‌্যাচটা থেকে সাত পয়েন্ট আসার কথা ভাবা হচ্ছিল, সেখান থেকে মাত্র এক পয়েন্ট পেল বাংলা। অতএব বিহার ম্যাচে পয়েন্ট নষ্ট হওয়ার ফলে, কেরল ম্যাচে অলআউট ঝাঁপানো ছাড়া আর কোনও উপায় নেই বাংলার ক্রিকেটারদের কাছে।

কল‌্যাণীতে দুদিন বৃষ্টি হয়েছিল। তবে বৃষ্টি হলেও, পড়ে যথেষ্ট রোদও ছিল। কিন্তু তার পরেও ম্যাচ শুরু করা যায়নি। এর আগেও গতবছর খারাপ আলোর জন‌্য ইডেনের মাঠে ছত্তিশগড় ম‌্যাচে ভুগতে হয়েছে বাংলাকে। গ্রুপ পর্বে বাংলার কাছে এই বিহার ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ ছিল। বৃষ্টির জন্য খেলা বাতিল করা হওয়া নিয়ে প্রশ্নের মুখে পড়েছে সিএবি। এই ম্যাচ থেকে পুরো পয়েন্ট পেলে, লিগ টেবিলের প্রথম স্থানে থাকার ভাল সুযোগ ছিল বাংলার কাছে।

তবে কেরলের বিরুদ্ধে পরের ম‌্যাচও বাংলা খেলবে সেই কল‌্যাণীতেই। যদিও মাঝে শোনা যাচ্ছিল, কল্যানী থেকে ম‌্যাচ সরিয়ে নিয়ে আসা হতে পারে সল্টলেকের যাদবপুর ক‌্যাম্পাসের মাঠে। তবে বাংলা দল চাইছে কল‌্যাণীতেই ম্যাচ খেলতে। কারণ এখানে পিচ তৈরি রয়েছে। নতুন মাঠে এত দ্রুত পিচ তৈরি সম্ভব নয় বলেই মনে করছেন তাঁরা। তাছাড়া যাদবপুরের মাঠে রঞ্জির খুব বেশি ম্যাচ খেলেনি বাংলা দল।

অপরদিকে, ভারত “এ” দলের হয়ে খেলতে অস্ট্রেলিয়া যাচ্ছেন অভিমন‌্যু ঈশ্বরণ, মুকেশ কুমার আর অভিষেক পোড়েল। ফলে কেরল ম্যাচে পাওয়া যাবেনা এই তিনজনকেই। অস্ট্রেলিয়া সফরে হয়ত জাতীয় দলে ফিরতে চলেছেন তারকা পেসার মহম্মদ শামি। তবে এই সফরের আগে রঞ্জি খেলতে চান তিনি। তার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে বাংলা টিম ম‌্যানেজমেন্ট। অপরদিকে কেরল ম্যাচে দলে ফিরতে চলেছেন ঈশান পোড়েল। এবারে দেখার কেরলের বিরুদ্ধে পুরো পয়েন্ট তুলে আনতে সক্ষম হয় কিনা বাংলা দল।

Continue Reading

আন্তর্জাতিক ক্রিকেট

অস্ট্রেলিয়া সফরের জন্য নিজেকে তৈরি করছেন মহম্মদ শামি

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: দেশের ক্রিকেটমহলে ঘুরেফিরে একটাই প্রশ্ন বারবার আসছে। আর সেই প্রশ্নটা হল, মহম্মদ শামি পুরোপুরি চোটমুক্ত কিনা। বেঙ্গালুরু টেস্টের পর, নেটে পুরো রানআপে বোলিং করেছেন তিনি। যদিও তিনি নিজেই জানিয়েছেন, কোনও ব্যথা নেই তাঁর। ফলে স্বাভাবিকভাবেই বাড়ছে বর্ডার-গাভাস্কার ট্রফিতে মহম্মদ শামির দলে ফেরার সম্ভাবনা। যদিও তার আগে বাংলার হয়ে রঞ্জি ট্রফিতে খেলতে চান তিনি।

বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমিতে সুস্থ হয়ে ওঠার পূর্ণ প্রক্রিয়া চালাচ্ছেন শামি। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর থেকে, বল হাতে মাঠে দেখা যায়নি তাঁকে। দিন কয়েক আগে চিন্নাস্বামীতে তাঁকে দেখা গেলেও, তারপর রবিবার শামিকে দেখা যায় পুরো রানআপে বল করতে। ভারতের বোলিং কোচ মর্নি মর্কেল অবশ্য নিজের নজর রেখেছেন তাঁর উপর। আসন্ন নভেম্বর মাসের শেষের দিকেই শুরু হতে চলেছে বর্ডার-গাভাস্কার ট্রফি। যদিও সেখানে খেলতে হলে আগে ঘরোয়া ক্রিকেটে খেলতে হবে শামিকে। সেই বিষয়ে তারকা পেসার জানিয়েছেন, “আমি পুরো ফিট আর অস্ট্রেলিয়া সফরের আগে নিজেকে আরও শক্তিশালী করে তুলতে চাইছি। তবে সেখানে যাওয়ার আগে আমি রঞ্জি ট্রফিতে কয়েকটা ম্যাচ খেলতে চাই।”

বহুদিন ধরেই সবাই ভাবছে যে অস্ট্রেলিয়া সফরে কি খেলতে যেতে পারবেন মহম্মদ শামি? যদিও পুরো ফিট না থাকার কারণে অস্ট্রেলিয়া সফরে শামিকে নিতে নারাজ ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। তবে নিজেকে পুরোপুরি সুস্থ করে তুলতে মরিয়া শামি। তিনি আরও বলেছেন, “আগে অর্ধেক রানআপে বল করছিলাম। তবে গতকাল আমি যেভাবে বল করেছি, তার জন্য আমি খুব খুশি। আমার এখন আর কোনও ব্যথা নেই আর আমি নিজের একশো শতাংশ দিয়েই বল করছি”। তবে শামির এই প্রদর্শন হয়ত তাঁকে অস্ট্রেলিয়া সফরে নিয়ে যেতে সাহায্য করবে এটা বলাই যায়।

Continue Reading

আন্তর্জাতিক ক্রিকেট

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার আশা শেষ ভারতের? জানতে পড়ুন

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পৌঁছনোর পথে ভারতের জন্য বড় কাঁটা হয়ে দাঁড়ালো নিউজিল্যান্ড টেস্ট। রবিবার বেঙ্গালুরুতে নিউজিল্যান্ডের কাছে প্রথম টেস্টে ৮ উইকেটে পরাজয় রীতিমত বড় ধাক্কা দিয়ে গেল ভারতীয় শিবিরকে। ১০৭ রানের লক্ষ্য ছিল নিউজিল্যান্ডের সামনে যা পূরণ করতে একটুও বেগ পেতে হয়নি কিউয়িদের। অন্যদিকে গুরুত্বপূর্ণ মুহূর্তেও উইকেট তুলে নিতে পারেননি ভারতীয় বোলাররা। তাহলে কি এই হারই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আশা শেষ করে দিতে পারে ভারতের? কঠিন হলেও সমস্ত আশা এখনো শেষ হয়ে যায়নি রোহিত শর্মাদের। বাকি সাতটা টেস্ট ম্যাচের মধ্যে পাঁচটা জিততেই হবে ভারতকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলার আগে ভারতকে আরও দুবার মুখোমুখি হতে হবে নিউজিল্যান্ডের।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ তালিকায় এখনো পর্যন্ত শীর্ষেই রয়েছে ভারত। যদিও নিউজিল্যান্ডের বিরুদ্ধে লজ্জাজনক হার কিছুটা আশাহত করেছে রোহিত শর্মাদের। শতাংশের দিক থেকেও ঘটেছে বেশ কিছুটা অবনমন। ৬৮.০৬ শতাংশে দাঁড়িয়ে রয়েছে ভারত। অন্যদিকে ভারতকে পর্যুদস্ত করে ছয় নম্বর থেকে চার নম্বর স্থানে উঠে এসেছে নিউজিল্যান্ড, তাদের শতাংশ ৪৪.৪৪। তালিকায় চোখ বোলালে বোঝা যাবে এই মুহূর্তে ভারতের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে অস্ট্রেলিয়া। ৬২.৫০ শতাংশ নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন প্যাট কমিন্সরা। ৫৫.৫৬ শতাংশে তৃতীয় স্থানে দাঁড়িয়ে রয়েছে শ্রীলংকা। তবে বড় জয়ের কারনে ইংল্যান্ড এবং সাউথ আফ্রিকাকে টপকে চতুর্থ স্থান দখল করেছে তারা। ফলে বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছনোর সম্ভাবনা রয়েছে তাদের কাছেও। এখন দেখার এই কঠিন চ্যালেঞ্জটার কিভাবে মোকাবিলা করেন রোহিত শর্মারা।

Continue Reading

Trending