Connect with us

আন্তর্জাতিক ফুটবল

Intercontinental Cup: অনবদ্য মহেশ! সুনীল, ছাংতের গোলে লেবাননকে হারিয়ে ট্রফি জয় ভারতের…

Published

on

সৌম্যজিৎ দে ও শুভম মন্ডল, ভুবনেশ্বর: প্রতিপক্ষ লেবাননকে ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে বারো হাজারি গ্যালারির সামনে ২-০ গোলে হারিয়ে ইন্টারকন্টিনেন্টাল কাপ ঘরে তুলল ভারত। ভারতের পক্ষে দুটি গোলই হয় দ্বিতীয়ার্ধে। ব্লু টাইগারদের হয়ে গোল করেন অধিনায়ক সুনীল ছেত্রী এবং লালিয়ানজুয়ালা ছাংতে।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ভারতকে এগিয়ে দেন অধিনায়ক সুনীল ছেত্রী। ডানদিক থেকে নিখিল পূজারী দারুন বল বাড়ান ছাঙতের উদ্দেশ্যে। ছাংতে বল ধরে দারুন একটি সোলো রানে বিপক্ষ ডিফেন্ডারকে ছিটকে দিয়ে বল বাড়ান অধিনায়ক সুনীলকে। সুনীল সেখান থেকে নিজের আন্তর্জাতিক কেরিয়ারের ৮৭তম গোলটি করেন।

এরপর খেলার ৬৬ মিনিটের মাথায় ভারত তাদের দ্বিতীয় গোলটি পায়। বক্সের মধ্যে পরিবর্ত হিসেবে নামা নাওরেম মহেশের বাঁ পায়ের জোরালো শট কোন রকমে বাঁচান লেবানন গোলরক্ষক। বক্সের মধ্যে সেই বল ধরে গোল করে যান ছাংতে। এরপর ম্যাচের একেবারে শেষ দিকে মহেশের দুরন্ত হেড ফের কোনরকমে বাঁচান লেবানন গোলরক্ষক। নইলে ভারতের গোল সংখ্যা আরও বাড়ত।

উত্তেজক ফাইনালের প্রথমার্ধে ভারত বেশ কয়েকটি গোলের সুযোগ তৈরি করলেও, তা থেকে তারা গোল তুলে নিতে ব্যর্থ হয়। ম্যাচের ছয় মিনিটের মাথায় আশিক কুর্নিয়ানকে ফাউল করা হলে ভারত পেনাল্টির দাবি জানায়, তবে রেফারি তা নাকচ করে দেন। রিপ্লেতে দেখা যায় সেটি যদি ফাউল দেওয়াও হত, তাহলেও সেটি বক্সের বাইরে ছিল। খেলার বয়স যখন ১৯ মিনিট তখনই আশিকের একটি দারুন ক্রস বক্সের মধ্যে প্রায় পেয়ে গিয়েছিলেন ভারত অধিনায়ক সুনীল ছেত্রী, তবে লেবাননের ডিফেন্ডার সময়মতো বলটি ছিনিয়ে নেওয়ায়, সে যাত্রায় বেঁচে যায় লেবানন।

এরই মাঝে ৩৫ মিনিটের মাথায়, লেবানন ভারতের বক্সে আক্রমণ সানায়। লেবাননের অধিনায়ক হাসান মাতৌক বাঁদিকে একটি দারুণ পাস বাড়ান তার দলের ফুটবলার জেইনকে। তিনি সেই বলেই শট নিলে ভারতীয় গোলের থেকে কিছুটা দূর দিয়েই সেই শট উড়ে যায়। জেইন সেই শটটি নিজে না মেরে যদি মাতৌককে দিতেন, সেক্ষেত্রে গোল করার সুযোগ আরও বেশি থাকত লেবাননের কাছে।

এর ঠিক তিন মিনিটের মাথায় দলের স্বার্থে হলুদ কার্ড দেখেন আশিক। তিনি লেবাননের ফুটবলার ফারেনকে ভারতের অর্ধে বাধ্য হয়ে ফাউল করেন, কারণ ফারেন কাউন্টার অ্যাটাকে বল পেয়ে আরেকটু হলেই বল নিয়ে বেরিয়ে যেতেন এবং সেই আক্রমণ থেকে ভারত গোল খেয়ে যেতে পারত। খেলার ৪২ মিনিটের মাথায় লেবানন ফের একবার ভারতীয় গোলে আক্রমণ সানায়। তবে তাদের ফুটবলারের শট খুব সহজেই বাঁচিয়ে দেন ভারতের গোলরক্ষক গুরপ্রীত সিং সাঁধু।

এরপর এই প্রথমার্ধের অতিরিক্ত সময়ের একেবারে শেষ দিকে দারুণ জায়গায় ফ্রি-কিক পায় ভারত। সাহালকে ফাউল করা হলে, রেফারি তৎক্ষণাৎ ভারতের পক্ষে ফাউল দেন। তবে অনিরুদ্ধ থাপা অতীব জঘন্য একটি ফ্রি-কিক নেওয়ায় ভারত তা থেকে কোনও সুযোগ তৈরি করতে ব্যর্থ হয় এবং প্রথমার্ধ গোলশূন্যভাবেই শেষ হয়।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আন্তর্জাতিক ফুটবল

বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে রদ্রিগোর গোলে জয় পেলো ব্রাজিল

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ইকুয়েডরকে ১-০ গোলে হারিয়ে গ্রুপের ৪ নম্বর স্থানে উঠে এলো ব্রাজিল।

ম্যাচের ৩০ মিনিটের মাথায় রদ্রিগোর ডানপায়ের দূরপাল্লা শটে পরাস্ত হয় ইকুয়েডরের গোলরক্ষক হার্নান গালিন্দেজ। ২০২৪ কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়ার পর তাদের কাছে লক্ষ্য এখন বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ভালো ফল করা। আপাতত গ্রুপের ৪র্থ স্থানে রয়েছে ব্রাজিল। বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা রয়েছে ১ নম্বরে। লাতিন আমেরিকার গ্রুপ থেকে মোট ৭টি দল ২০২৬ বিশ্বকাপে খেললেও তার মধ্যে ৬টি দল সরাসরি খেলবে ও ৭ নম্বর দলটিকে প্লে-অফ খেলে যোগ্যতা অর্জন করতে হবে। ব্রাজিলের পরবর্তী ম্যাচ রয়েছে ১১ই সেপ্টেম্বর প্যারাগুয়ের বিরুদ্ধে। এখন সব ম্যাচে ভালো ফল করাই হলো ব্রাজিলের মূল লক্ষ্য।

Continue Reading

আন্তর্জাতিক ফুটবল

কেরিয়ারের ৯০০তম গোল করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: প্রথম পুরুষ ফুটবলার হিসেবে বিশ্ব ফুটবলে ৯০০ গোল করে ইতিহাস গড়লেন ৫ বারের ব্যালন ডি’অর বিজেতা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। গতকাল রাতে উয়েফা নেশনস লীগে পর্তুগাল বনাম ক্রোয়েশিয়া ম্যাচের ৩৪তম মিনিটে ঐতিহাসিক গোলটি করলেন তিনি। নুনো মেন্দেজের বাড়ানো ক্রস থেকে আসা বল জালে জড়িয়ে দিয়ে ইতিহাসও গড়লেন সিআর সেভেন।

২০০৩ সালে স্যার আলেক্স ফার্গুসনের তত্ত্বাবধানে রোনাল্ডো সই করেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে। সেখানে তিনি তার ৬ বছরের কেরিয়ারে মোট ১৪৫টি গোল করেন। যদিও রোনাল্ডোর ফুটবল জীবনে সবথেকে সুন্দর সময় শুরু হয় ২০০৯ সালে। যখন তিনি সই করেন স্পেনের রিয়াল মাদ্রিদে। রিয়ালের হয়ে তিনি ৯ বছরে মোট ৪৫০টি গোল করেন এবং চ্যাম্পিয়ন্স লীগও জেতেন। ২০১৮ সালে রোনাল্ডো রিয়াল মাদ্রিদ ছেড়ে সই করেন জুভেন্টাসে। সেখানে ৪ বছরে মোট ১০১টি গোল করেন তিনি। ২০২২ সালে ক্রিশ্চিয়ানো যোগ দেন আল নাসের ক্লাবে। যেখানে ইতিমধ্যেই তিনি ৭৪ ম্যাচে ৬৮টি গোল করে ফেলেছেন। পাশাপাশি পর্তুগাল জাতীয় দলের হয়েও ১৩১ গোল রয়েছে তাঁর।

এবারে দেখবার বিষয় এই গোল ট্যালিটাকে আরও কতটা দীর্ঘ করতে পারেন গোল মেশিন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

Continue Reading

আন্তর্জাতিক ফুটবল

২০০৩-এর পর প্রথমবারের জন্য ব্যালন ডি’অরের নমিনেশনে নাম নেই মেসি ও রোনাল্ডোর

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ২০০৩ সালের পর থেকে এই প্রথমবারের জন্য ব্যালন ডি’অরের নমিনেশনে নাম নেই লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। বুধবার প্রকাশিত হওয়া ৩০ জন ফুটবলারের নামের সূচিতে নাম নেই ফুটবল জগতের এই দুই মহাতারকার।

মেসি এবং রোনাল্ডো দুজনে যৌথভাবে ১৩ বার ব্যালন ডি’অর জিতেছেন যেখানে মেসি ৮ বার ব্যালন ডি’অর জিতে বিশ্বফুটবলের রেকর্ড তৈরি করেছেন। প্রথমবারের জন্য মেসি ব্যালন ডি’অর জিতেছিলেন ২০০৯ সালে এবং এর পাশাপাশি রোনাল্ডো জিতেছেন ৫টি ব্যালন ডি’অর খেতাব।

মেসি-রোনাল্ডোর জায়গা না হলেও বিশ্ব ফুটবলের পরিচিত নামের মধ্যে ভিনিসিয়াস জুনিয়র, রদরি, জুড বেলিংহাম, কিলিয়ান এমবাপে, আর্লিং হালান্ড এবং হ্যারি কেনের নাম নমিনেশনে রয়েছে। ২০২৩-২৪ মরসুমের রিয়াল মাদ্রিদকে ১৬তম লা লিগা খেতাব জেতানোর পেছনে ভিনিসিয়াস এবং বেলিংহামের অবদান ছিল অনেকটাই। তাছাড়াও হালান্ড প্রিমিয়ার লিগে এবং হ্যারি কেন বুন্দেসলিগায় অসংখ্য গোল করে তাদের দলকে খেতাব জয়ের দৌড়ে রেখেছিলেন।

এছাড়াও মহিলা বিভাগে নমিনেশনে পেয়েছেন আমেরিকা মহিলা ফুটবল দলের ৫ জন ফুটবলার যারা অলিম্পিক ২০২৪-এ আমেরিকার গোল্ড মেডেল জয়ে প্রধান ভূমিকা নিয়েছেন। তাঁরা হলেন, ক্যাপ্টেন লিন্ডসে হোরান, গোলকিপার আলিসা নাহের এবং আক্রমণভাগের তিন ফুটবলার ত্রীনীতি রোডম্যান, সোফিয়া স্মিথ এবং ম্যালোরি স্যানসন। এছাড়াও স্পেন দল থেকে আইটানা বনমাটি, মারিওনা কালডেন্টে, পাত্রী গুইজারো, সালমা পরলুইলো এবং আলেক্সিয়া পুটেলাসদের নাম রয়েছে নমিনেশন তালিকায়। এবার দেখার এই তারকাখচিত নামের মধ্যে কার হাতে অক্টোবরের ২৮ তারিখ উঠতে চলেছে ব্যালন ডি’অরের শিরোপা।

Continue Reading

Trending