Connect with us

আন্তর্জাতিক ফুটবল

Intercontinental Cup: অনবদ্য মহেশ! সুনীল, ছাংতের গোলে লেবাননকে হারিয়ে ট্রফি জয় ভারতের…

Published

on

সৌম্যজিৎ দে ও শুভম মন্ডল, ভুবনেশ্বর: প্রতিপক্ষ লেবাননকে ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে বারো হাজারি গ্যালারির সামনে ২-০ গোলে হারিয়ে ইন্টারকন্টিনেন্টাল কাপ ঘরে তুলল ভারত। ভারতের পক্ষে দুটি গোলই হয় দ্বিতীয়ার্ধে। ব্লু টাইগারদের হয়ে গোল করেন অধিনায়ক সুনীল ছেত্রী এবং লালিয়ানজুয়ালা ছাংতে।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ভারতকে এগিয়ে দেন অধিনায়ক সুনীল ছেত্রী। ডানদিক থেকে নিখিল পূজারী দারুন বল বাড়ান ছাঙতের উদ্দেশ্যে। ছাংতে বল ধরে দারুন একটি সোলো রানে বিপক্ষ ডিফেন্ডারকে ছিটকে দিয়ে বল বাড়ান অধিনায়ক সুনীলকে। সুনীল সেখান থেকে নিজের আন্তর্জাতিক কেরিয়ারের ৮৭তম গোলটি করেন।

এরপর খেলার ৬৬ মিনিটের মাথায় ভারত তাদের দ্বিতীয় গোলটি পায়। বক্সের মধ্যে পরিবর্ত হিসেবে নামা নাওরেম মহেশের বাঁ পায়ের জোরালো শট কোন রকমে বাঁচান লেবানন গোলরক্ষক। বক্সের মধ্যে সেই বল ধরে গোল করে যান ছাংতে। এরপর ম্যাচের একেবারে শেষ দিকে মহেশের দুরন্ত হেড ফের কোনরকমে বাঁচান লেবানন গোলরক্ষক। নইলে ভারতের গোল সংখ্যা আরও বাড়ত।

উত্তেজক ফাইনালের প্রথমার্ধে ভারত বেশ কয়েকটি গোলের সুযোগ তৈরি করলেও, তা থেকে তারা গোল তুলে নিতে ব্যর্থ হয়। ম্যাচের ছয় মিনিটের মাথায় আশিক কুর্নিয়ানকে ফাউল করা হলে ভারত পেনাল্টির দাবি জানায়, তবে রেফারি তা নাকচ করে দেন। রিপ্লেতে দেখা যায় সেটি যদি ফাউল দেওয়াও হত, তাহলেও সেটি বক্সের বাইরে ছিল। খেলার বয়স যখন ১৯ মিনিট তখনই আশিকের একটি দারুন ক্রস বক্সের মধ্যে প্রায় পেয়ে গিয়েছিলেন ভারত অধিনায়ক সুনীল ছেত্রী, তবে লেবাননের ডিফেন্ডার সময়মতো বলটি ছিনিয়ে নেওয়ায়, সে যাত্রায় বেঁচে যায় লেবানন।

এরই মাঝে ৩৫ মিনিটের মাথায়, লেবানন ভারতের বক্সে আক্রমণ সানায়। লেবাননের অধিনায়ক হাসান মাতৌক বাঁদিকে একটি দারুণ পাস বাড়ান তার দলের ফুটবলার জেইনকে। তিনি সেই বলেই শট নিলে ভারতীয় গোলের থেকে কিছুটা দূর দিয়েই সেই শট উড়ে যায়। জেইন সেই শটটি নিজে না মেরে যদি মাতৌককে দিতেন, সেক্ষেত্রে গোল করার সুযোগ আরও বেশি থাকত লেবাননের কাছে।

এর ঠিক তিন মিনিটের মাথায় দলের স্বার্থে হলুদ কার্ড দেখেন আশিক। তিনি লেবাননের ফুটবলার ফারেনকে ভারতের অর্ধে বাধ্য হয়ে ফাউল করেন, কারণ ফারেন কাউন্টার অ্যাটাকে বল পেয়ে আরেকটু হলেই বল নিয়ে বেরিয়ে যেতেন এবং সেই আক্রমণ থেকে ভারত গোল খেয়ে যেতে পারত। খেলার ৪২ মিনিটের মাথায় লেবানন ফের একবার ভারতীয় গোলে আক্রমণ সানায়। তবে তাদের ফুটবলারের শট খুব সহজেই বাঁচিয়ে দেন ভারতের গোলরক্ষক গুরপ্রীত সিং সাঁধু।

এরপর এই প্রথমার্ধের অতিরিক্ত সময়ের একেবারে শেষ দিকে দারুণ জায়গায় ফ্রি-কিক পায় ভারত। সাহালকে ফাউল করা হলে, রেফারি তৎক্ষণাৎ ভারতের পক্ষে ফাউল দেন। তবে অনিরুদ্ধ থাপা অতীব জঘন্য একটি ফ্রি-কিক নেওয়ায় ভারত তা থেকে কোনও সুযোগ তৈরি করতে ব্যর্থ হয় এবং প্রথমার্ধ গোলশূন্যভাবেই শেষ হয়।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আন্তর্জাতিক ফুটবল

প্রত্যাবর্তনেই হ্যাটট্রিক লিওনেল মেসির

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: দেশের জার্সি পরে আরও একবার জ্বলে উঠলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। হ্যাটট্রিক করার পাশাপাশিই গোলের বলও বাড়ালেন তিনি। তাছাড়াও গোল পেলেন মার্টিনেজ, আলভারেজ এবং আলমাডা। ফলে বলিভিয়াকে ৬-০ গোলে উড়িয়ে স্বস্তির মেজাজ এখন বিশ্বচ্যাম্পিয়নদের শিবিরে।

প্রায় এক বছর বাদে ঘরের মাঠে নিজের দেশের জার্সি গায়ে চাপিয়ে খেলতে নামেলেন মেসি এবং ফিরেই নিজের জাত চেনাতে ভুললেননা তিনি। সদ্য চোট সরিয়ে ফিরেই সমর্থকদের হ্যাটট্রিক উপহার দিলেন এলএম টেন। গোটা স্টেডিয়াম তখন ‘মেসি মেসি’ ধ্বনিতে মাতোয়ারা। এই ভালবাসা পেয়ে ম্যাচের পর সে কথা বলতেও দ্বিধাবোধ করলেন না তিনি। তিনি বলেন, “দেশের মাটিতে খেলতে সত্যিই খুব ভালো লাগে। এখানে অনেক মানুষের ভালোবাসা পাওয়া যায়। ওরা আমায় যেভাবে উৎসাহিত করে তাতে আমি আবেগপ্রবণ হয়ে পড়ি। এর ফলে আমরা দরুন উৎসাহ পাই”।

মঙ্গলবার রাতে, আর্জেন্টিনার এস্তাদিও মাস মনুমেন্টাল স্টেডিয়ামে, বিশ্বকাপ কোয়ালিফায়ারের ম্যাচে তাঁর দল মুখোমুখি হয়েছিল বলিভিয়ার। যেখানে আর্জেন্টাইন ফরোয়ার্ডদের রুখতে পায়ের ঘাম মাথায় উঠছিল বলিভিয়ার ফুটবলারদের। তবে ম্যাচ শেষে সেই একই প্রশ্ন ছুঁড়ে দেওয়া হয় মেসির দিকে। ২০২৬ বিশ্বকাপে কি দেশের হয়ে খেলবেন তিনি? সেই প্রশ্নের উত্তরে মেসি জানান, “মানুষের ভালোবাসা দেখে আজকাল আরও আবেগপ্রবণ হয়ে পরি। ভবিষ্যৎ নিয়ে এখনও কিছু নির্ধারণ করিনি আমি তবে এই ম্যাচগুলো হয়ত আমার জীবনের শেষের দিকের ম্যাচ”।

Continue Reading

আন্তর্জাতিক ফুটবল

UEFA Nations League: আটকে গেল পর্তুগাল; কোয়ার্টারে স্পেন…

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: নেশনস লিগে আটকে গেল রোনাল্ডোরা। স্কটল্যান্ডের বিরুদ্ধে গোলশূন্য ড্র করল পর্তুগাল। অন্যদিকে এই ড্রয়ের ফলে, টানা পাঁচ ম্যাচ হারের লজ্জা বাঁচাল স্কটল্যান্ড। অন্যদিকে সার্বিয়াকে ৩-০ গোলে হারিয়ে শেষ আটে নিজেদের জায়গা পাকা করল স্পেন।

ঘরের মাঠে স্কটল্যান্ডের ড্র করার পিছনে অন্যতম কারিগর তাদের গোলরক্ষক ক্রেগ গর্ডন। ব্রুনো ফার্নান্ডেসের গোলমুখী শট না রুখতে পারলে পুরো তিন পয়েন্ট পেয়ে যেত পর্তুগাল। যদিও ড্র করেও গ্রুপ শীর্ষেই রইল ব্রুনোরা। অপরদিকে ২১৬তম ম্যাচে গোল পেলেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বেশিরভাগ সময় তাঁকে দেখা যায় রেফারির সিদ্ধান্তে অখুশি থাকতে।

অপরদিকে গ্রুপপর্যায়ের দুই ম্যাচ বাকি থাকতেই ১০ পয়েন্ট নিয়ে নকআউট পর্ব নিশ্চিত করে ফেলল স্পেন। ম্যাচের শুরুর ৫ মিনিটেই, লাপোর্তের হেড থেকে করা গোলে এগিয়ে যায় তারা। তারপর ৫৪ মিনিটের মাথায় পেনাল্টি মিস করলেও, পরে ম্যাচের ৬৫ মিনিটে বক্সের ভিতর থেকে গোল করে ব্যবধান বাড়ান মোরাতা। অবশেষে ৭৮ মিনিটে বেইনার ফ্রি কিক থেকে করা গোলে, ঘরের মাঠে ৩-০ গোলে সার্বিয়াকে পরাস্ত করে স্পেন।

Continue Reading

আন্তর্জাতিক ফুটবল

NATIONS LEAGUE 2024: এমবাপে ছাড়াই বেলজিয়াম বধ ফ্রান্সের। শেষ আটে জায়গা পাকা জার্মানির

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: উয়েফা নেশনস লিগে জমে উঠেছে শেষ আটে ওঠার লড়াই। গ্রুপ পর্যায়ের ম্যাচ প্রায় শেষের দিকে। যার মধ্যে লিগ “এ” গ্রুপ ২ থেকে অনেকটাই এগিয়ে গেল ইতালি ও ফ্রান্স। চাপের মুখে বেলজিয়াম। অন্যদিকে লিগ “এ” গ্রুপ ৩ থেকে দু ম্যাচ বাকি থাকতেই শেষ আটের জায়গা পাকা করে ফেললো জার্মানি।

সোমবার নেশনস লিগের হাড্ডাহাড্ডি ম্যাচে মুখোমুখি হয়েছিল ফ্রান্স ও নেদারল্যান্ডস। যেখানে দুই দলেই ছিলনা তাদের তারকা ফুটবলাররা। এমবাপেকে ছাড়া ফ্রান্স এবং ডি ব্রুইনে, লুকাকুকে ছাড়া নেমেছিল বেলজিয়াম। ম্যাচের শেষ ১৫ মিনিট দশ জনে খেলেও ২-১ গোলে জিতল ফ্রান্স। এই ম্যাচে নিজের জাত চেনালেন ফ্রান্সের কোলো মুয়ানি। ম্যাচের ৩৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন তিনি। কিন্তু প্রথমার্ধের প্রায় শেষের দিকে ওপেন্দার করা গোলে সমতায় ফেরে বেলজিয়াম। ম্যাচের ৬২ মিনিটে নিজের ও দলের দ্বিতীয় গোলটি করেন সেই কোলো মুয়ানি। অপরদিকে ৭৬ মিনিটে লাল কার্ড দেখে মাঠের বাইরে যান ফ্রান্সের মিডফিল্ডার চুয়ামেনি। কিন্তু তারপর অনেক সময় থাকলেও গোল করতে পারেনি বেলজিয়াম ফুটবলাররা। ফ্রান্সের গোলপোস্টের তলায় মাইক মেনিওঁর অপ্রতিরোধ্য হয়ে ওঠায় ম্যাচ যেতে তাঁরা।

অপরদিকে লিগ “এ” গ্রুপ ৩এ আলিয়ান্স এরেনায় ১-০ গোলে ম্যাচ যেতে জার্মানি। গোটা ম্যাচেই নিরন্তন দাপট থাকে জার্মান ফুটবলারদের। নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচের আগে, ঘরের মাঠে উপস্থিত ছিলেন সদ্য জাতীয় দল থেকে অবসর নেওয়া তিনজন কিংবদন্তি ফুটবলার থমাস মুলার, ম্যানুয়েল নয়্যার এবং ইলকায় গুন্দোগান। তবে টনি ক্রুসের থাকার কথা থাকলেও, নিজের অ্যাকাডেমির ম্যাচের জন্য এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি তিনি। সেখানে তাঁদের বিশেষ বিদায় সম্বর্ধনা দেওয়া হয়। প্রাক্তন তারকাদের উপস্থিতিতে ম্যাচ জিতল জার্মানির তরুণ ফুটবলাররা। ম্যাচের ৬৪ মিনিটে জয়সূচক গোলটি করেন এই ম্যাচেই অভিষেক হওয়া জেমি লেয়েলিং। এই জয়ের ফলে জার্মানির হলো ৪ ম্যাচে ১০ পয়েন্ট। ফলে নেশনস লিগে শেষ আটে চলে গেল কিমিচরা।

Continue Reading

Trending