অন্যান্য খেলা
নিজের খারাপ ফর্মের মধ্যেও নীরজ চোপড়াকে অভিনন্দন জানিয়ে কী লিখলেন কোহলি?
রে স্পোর্টজ নিউজ ডেস্ক: বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সদ্য রূপো জিতেছেন ভারতের নীরজ চোপড়া। আর তার এই দারুণ কীর্তির জন্য তাকে অভিনন্দন জানালেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। তিনি নিজে যদিও ব্যাট হাতে ফর্মে নেই তবে নীরজের এই দারুণ কীর্তিতে খুব খুশি কোহলি। তবে তার পাশাপাশি শচীন তেন্ডুলকর সহ অনেক ক্রীড়াবিদ অভিনন্দন জানিয়েছেন নীরজ চোপড়াকে।
প্রসঙ্গত ভারতীয় দল বর্তমানে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে তবে কোহলি ক্রিকেট থেকে নিজেকে কয়েকদিন দূরে রেখেছেন। বিসিসিআইয়ের কাছ থেকে তিনি চলতি ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে বিশ্রাম চেয়ে নিয়েছেন। ক্রিকেট মাঠ থেকে নিজেকে দূরে রাখলেও বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারতের পারফরমেন্সের দিকে নজর রেখেছেন কোহলি। আর এখানে নীরজ রূপো জেতার পরেই নিজের খুশি আর চেপে রাখতে পারেননি কোহলি। তিনি নেট মাধ্যমে অভিনন্দন বার্তায় জানিয়েছেন,”বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে রুপো জেতার জন্য অভিনন্দন নীরজ। আমরা তোমার জন্য গর্বিত।”
তবে দীর্ঘদিন কোহলির ব্যাটে রান নেই। তিন ধরনের ক্রিকেটেই তিনি শেষ তিন বছর শতরান পাননি। সেই কারণেই প্রশ্ন উঠে গেছে তাকে আদৌ দলে রাখা হবে কিনা? কোহলি নিয়ে যদিও ক্রিকেট বিশেষজ্ঞরা বর্তমানে দ্বিখন্ডিত। একদল চাইছে তাকে দীর্ঘদিন বিশ্রাম দেয়া উচিত আর অন্যদল বলছে যে প্রাক্তন ভারত অধিনায়ককে রানে ফেরার জন্য তাকে আরেকটু সময় দেওয়া উচিত।
অন্যান্য খেলা
মহিলা সিঙ্গেলস থেকে ছিটকে গিয়েছেন পিভি সিন্ধু
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ২০২৪ চিনা মাস্টার্স সুপার ব্যাডমিন্টন প্রতিযোগিতার যাত্রা শেষ হল দুবারের অলিম্পিক পদকজয়ী পিভি সিন্ধুর। দ্বিতীয় রাউন্ডের খেলায় সিঙ্গাপুরের যেও জিয়া মিনের কাছে হার স্বীকার করেন তিনি। এছাড়াও মহিলা সিঙ্গেলস থেকে বেরিয়ে গেছেন বাকি দুই ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় অনুপমা উপাধ্যায় এবং মালভিকা বানসদ।
শেষ ছয়বারের সাক্ষাতে ছয়বারই জয় নিজের নামে করেছিলেন সিন্ধু। তবে বৃহস্পতিবারের রেজাল্ট অন্য হল। এদিনের কঠিন ম্যাচে যেও জিয়া মিনের কাছে পরাজয় স্বীকারটি ছিল তাঁর বিরুদ্ধে সিন্ধুর প্রথম হার। প্রথম খেলায় ১৫-১৫ স্কোরলাইনে খেলা শেষ হয়। দ্বিতীয় খেলায় স্কোরলাইন থাকে ১৬-১৬। তবে নির্ধারক ম্যাচে সিন্ধু এগিয়ে থাকেন ১৩-৯ এ। যদিও কিছু ভুল সিদ্ধান্তের জন্য ম্যাচ থেকে জয় ছিনিয়ে নিয়ে বেরিয়ে যান যেও জিয়া মিন।
এছাড়াও মহিলাদের সিঙ্গেলস ব্যাডমিন্টন থেকে ছিটকে গিয়েছেন আরও দুই ভারতীয়। জাপানের নাতসুকি নিদারিয়ার বিরুদ্ধে ২১-৭ এবং ২১-১৪ ব্যবধানে হার স্বীকার করেন অনুপমা উপাধ্যায়। অপরদিকে ২১-৯, ২১-৯ এর ব্যবধানে থাইল্যান্ডের সুপানিদা কটেথিংয়ের বিরুদ্ধে পরাজয় স্বীকার করেন মালভিকা বানসদ।
অন্যান্য খেলা
চ্যাম্পিয়ন্স ট্রফির পর এবার অলিম্পিক আয়োজন নিয়েও চলছে ভারত-পাক দ্বন্দ্ব। জানতে পড়ুন…
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ইতিমধ্যে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে বিতর্ক রয়েছেই। ভারত পরিষ্কার জানিয়ে দিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তান যাবেননা তারা। সেই বিষয়ে সরকারিভাবে আইসিসিকে নিজেদের অবস্থান জানিয়েছে বিসিসিআই। এছাড়াও পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে নাম প্রত্যাহারের পদক্ষেপও নিতে পারে বলে শোনা যাচ্ছে। এবারে এই বিতর্কের রেশ পড়ছে ক্রিকেটের বাইরেও। ২০৩৬ সালের অলিম্পিক আয়োজনের জন্য আনুষ্ঠানিক বিড করতে চলেছে ভারত। এবারে পাকিস্তান সংবাদমাধ্যমের খবর অনুযায়ী সেই প্রচেষ্টার বিরোধীরা করতে পারে পাকিস্তানও।
অপরদিকে কোনও ক্রীড়াপ্রতিযোগিতায় ভারতের বিরুদ্ধে মাঠে নামতে চায় না পাকিস্তান। এদিকে আসন্ন ২০৩৬ সালে অলিম্পিক আয়োজনের দৌড়ে রয়েছে ভারত। ইতিমধ্যে সেই আয়োজনের কাজও শুরু হয়ে গিয়েছে ভারতের মাটিতে। তবে পাকিস্তানের এক সংবাদমাধ্যমের দাবি যে, ভারতের মাটিতে অলিম্পিক আয়োজন করা নিয়ে বিরোধিতা করে আন্তর্জাতিক অলিম্পিক সংস্থার কাছে আবেদনও করতে পারে পাকিস্তান। যার ফলে অলিম্পিক আয়োজনের জন্য কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে ভারতকে। এছাড়াও অলিম্পিক আয়োজনের দৌড়ে রয়েছে ইন্দোনেশিয়া, মেক্সিকো, পোল্যান্ড, তুরস্ক, দক্ষিণ কোরিয়া, এবং সৌদি আরবও।
অন্যান্য খেলা
হকিকে বিদায় জানালেন রানি রামপাল
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: অবসর ঘোষণা করলেন ভারতীয় মহিলা দলের প্রাক্তন অধিনায়ক রানি রামপাল। মাত্র ১৪ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক ঘটে রানির। তারপর দেশের হয়ে ২৫০টি হকি ম্যাচ খেলে, ১০০টি গোল করেছেন তিনি। এছাড়াও অলিম্পিকের মঞ্চে ভারতকে নেতৃত্বও দিয়েছেন তিনি।
টোকিও অলিম্পিকে চতুর্থ স্থান অর্জন করেছিল ভারতের মহিলা হকি দল। সেই দলের অধিনায়ক ছিলেন রানি। মাত্র ১৫ বছর বয়সেই রানি অংশগ্রহণ করেছিলেন ২০১০ হকি বিশ্বকাপে এবং সেখানে সাতটি গোলও করেছিলেন তিনি। যার ফলে নবম স্থান অর্জন করেছিল ভারতীয় মহিলা হকি দল। ১৯৭৮ সালের পর, সেইবারে বিশ্বকাপের মঞ্চে সব থেকে ভাল প্রদর্শন ছিল ভারতের।
১৬ বছরের দীর্ঘ কেরিয়ারে, তিনি হয়ে উঠেছিলেন হকির জগতের কিংবদন্তি খেলোয়াড়। তবে ২৯ বছর বয়সেই, অবসরের সিদ্ধান্ত নিয়ে নিলেন রানি। এই সিদ্ধান্ত নেওয়ার পর তিনি জানিয়েছেন, “আমি কখনও ভাবিনি যে, ভারতের হয়ে আমি এতদিন ধরে খেলতে পারব। তবে এটা একটা অসাধারণ সফর ছিল। আমার লক্ষ্য ছিল সবসময় যে আমি ভারতের হয়ে খেলব। প্রবল দারিদ্র্যের মধ্যে বড় হওয়া সত্ত্বেও নিজের লক্ষ্য থেকে সরিনি কখনও”।
বহু প্রতিযোগিতায় রানির হাত ধরে অসামান্য সাফল্য পেয়েছে ভারত। তার মধ্যে ২০১৭ এবং ২০১৮ সালের মহিলাদের এশিয়া কাপে রুপো জয়ের সাফল্য অন্যতম। এছাড়াও ২০২০ টোকিও অলিম্পিকে রানির নেতৃত্বে চতুর্থ স্থান অর্জন করেছিল ভারত, যা মহিলাদের হকিতে এখনও পর্যন্ত দেশের সবচেয়ে ভাল সাফল্য। এছাড়া ২০১৬ সালে রানি অর্জুন সম্মানে সম্মানিত হন। তারপর ২০২০ সালে তিনি পান ‘খেলরত্ন’ পুরস্কার। এর সঙ্গে সেই বছরই পদ্মশ্রী সম্মান পান তিনি। অবশেষে ১৬ বছরের হকি কেরিয়ার থেকে অবসরের সিদ্ধান্ত নিলেন রানি রামপাল।
-
আইএসএল12 months ago
বড় ধাক্কা কেরালা ব্লাস্টার্সের
-
আন্তর্জাতিক ক্রিকেট1 year ago
ICC CWC 2023: বিশ্বকাপে যুগ্ম দ্রুততম ১০০০ রোহিতের, ভাঙলেন ছয়ের রেকর্ড…
-
ফুটবল1 year ago
এএফসি কাপ আয়োজনের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে বসুন্ধরা কিংসের বিরুদ্ধে
-
ফুটবল12 months ago
এশিয়ান কাপের সম্ভাব্য দল ঘোষণা করল ভারত
-
ফুটবল1 year ago
কলকাতায় প্রাক মরশুম প্রস্তুতি শুরু করল ইন্টার কাশি
-
ইস্টবেঙ্গল1 year ago
দলে আমূল পরিবর্তন, তবুও সুপার সিক্সের প্রথম ম্যাচেই হার ইস্টবেঙ্গলের
-
ফুটবল12 months ago
ঘরের মাঠে অসহায় আত্মসমর্পণ, এএফসি কাপে স্বপ্নভঙ্গ মোহনবাগানের
-
ফুটবল1 year ago
ফিফা বিশ্বকাপ কোয়ালিফায়ারে ভারতের প্রথম দুটি হোম ম্যাচে আয়োজনের দায়িত্ব পেল ভুবনেশ্বর এবং গুয়াহাটি