অন্যান্য খেলা
নিজের খারাপ ফর্মের মধ্যেও নীরজ চোপড়াকে অভিনন্দন জানিয়ে কী লিখলেন কোহলি?
রে স্পোর্টজ নিউজ ডেস্ক: বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সদ্য রূপো জিতেছেন ভারতের নীরজ চোপড়া। আর তার এই দারুণ কীর্তির জন্য তাকে অভিনন্দন জানালেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। তিনি নিজে যদিও ব্যাট হাতে ফর্মে নেই তবে নীরজের এই দারুণ কীর্তিতে খুব খুশি কোহলি। তবে তার পাশাপাশি শচীন তেন্ডুলকর সহ অনেক ক্রীড়াবিদ অভিনন্দন জানিয়েছেন নীরজ চোপড়াকে।
প্রসঙ্গত ভারতীয় দল বর্তমানে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে তবে কোহলি ক্রিকেট থেকে নিজেকে কয়েকদিন দূরে রেখেছেন। বিসিসিআইয়ের কাছ থেকে তিনি চলতি ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে বিশ্রাম চেয়ে নিয়েছেন। ক্রিকেট মাঠ থেকে নিজেকে দূরে রাখলেও বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারতের পারফরমেন্সের দিকে নজর রেখেছেন কোহলি। আর এখানে নীরজ রূপো জেতার পরেই নিজের খুশি আর চেপে রাখতে পারেননি কোহলি। তিনি নেট মাধ্যমে অভিনন্দন বার্তায় জানিয়েছেন,”বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে রুপো জেতার জন্য অভিনন্দন নীরজ। আমরা তোমার জন্য গর্বিত।”
তবে দীর্ঘদিন কোহলির ব্যাটে রান নেই। তিন ধরনের ক্রিকেটেই তিনি শেষ তিন বছর শতরান পাননি। সেই কারণেই প্রশ্ন উঠে গেছে তাকে আদৌ দলে রাখা হবে কিনা? কোহলি নিয়ে যদিও ক্রিকেট বিশেষজ্ঞরা বর্তমানে দ্বিখন্ডিত। একদল চাইছে তাকে দীর্ঘদিন বিশ্রাম দেয়া উচিত আর অন্যদল বলছে যে প্রাক্তন ভারত অধিনায়ককে রানে ফেরার জন্য তাকে আরেকটু সময় দেওয়া উচিত।