Connect with us

ভারতীয় ফুটবল

অক্টোবরে ভারতে আসছেন আর্সেন ওয়েঙ্গার…

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্কঃ সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি শ্রী কল্যাণ চৌবে জানালেন আগামী অক্টোবর মাসে ভারতে আসতে চলেছেন কিংবদন্তী কোচ আরসেন ওয়েঙ্গার। গ্লোবাল ফুটবল ডেভলপমেন্টের মুখ্য পদে রয়েছেন ওয়েঙ্গার। ফিফা এবং সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের যৌথ উদ্যোগে ভারতে একটি ফুটবল একাডেমির উন্মোচন হতে চলেছে। অনূর্ধ্ব ১৩ ছেলে এবং মেয়েদের জন্য এই একাডেমির পথ চলা শুরু হতে চলেছে। কিংবদন্তী কোচ আরসেন ওয়েঙ্গারের হাত দিয়েই শুরু হবে এই পথ চলা। আসন্ন সেপ্টেম্বর মাসে একটি ভার্চুয়াল প্রেস কনফারেন্সের মাধ্যমে আরসেন ওয়েঙ্গার এই বিশেষ পদক্ষেপটির ঘোষণা করবেন। ভারতীয় ফুটবলের সার্বিক উন্নতির কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এআইএফেফ দ্বারা নির্মিত এই একাডেমি একক ভাবে কাজ করবে না, সঙ্গে থাকবে আরও বেশ কয়েকটা একাডেমি। কল্যাণ চৌবে জানালেন এই একাডেমি পথ চলা শুরু হলে ভারতীয় ফুটবলের তরুন প্রজন্মের খেলোয়াড়দের অনেক সুবিধা হবে। তিনি বললেন “আমরা চাই আরও বেশি করে ভারতীয় ফুটবলের প্রসার ঘটাতে। সকলের মধ্যে আরও সুযোগ তৈরি করে দিতে।” আরসেন ওয়েঙ্গারের মতো ব্যক্তির হাত ধরে এই পথ চলা শুরু হলে তার প্রভাব অবশ্যই সুদূর প্রসারি হবে।

ফুটবল

ভারতের জার্সি পরে গোল করতে মুখিয়ে কিয়ান নাসিরি

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ২৩ বছর বয়সী কিয়ান নসিরি এবারে ডাক পেয়েছেন ভারতের ইন্টারকন্টিনেন্টাল কাপের দলে। প্রথমবারের জন্য ভারতীয় দলে ডাক পেয়ে এক সাক্ষাৎকারে কিয়ান বলছেন “প্রথমবার জাতীয় দলে ডাক পেয়ে সত্যিই খুব খুশি হয়েছিলাম। যদি কোচ মনে করেন এটাই আমার সঠিক সময় আমায় জাতীয় দলের ক্যাম্পে ডাকার, তাহলে আমি সেই ভরসাটা কোচকে দিতে চাইবো। যদি আমি খেলার সুযোগ নাও পাই তাহলে চেষ্টা করবো আরও বেশি পরিশ্রম করে দলে নিজের জায়গা করে নিতে।”

কিয়ান তার ফুটবল যাত্রা শুরু করেছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব থেকে। তারপরে মোহনবাগানে যোগ দেন কিয়ান। যেখানে গিয়ে সে তার জীবনের সব থেকে সেরা খেলাটা খেলেন। ২০২২ সালের আইএসএল ডার্বিতে যেখানে কিয়ান চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের বিরুদ্ধে হ্যাটট্রিক করেন। ৯ সেপ্টেম্বর ইন্টারকন্টিনেন্টাল কাপে সিরিয়ার বিরুদ্ধে মাঠে নামতে মুখিয়ে রয়েছেন কিয়ান নাসিরি।

Continue Reading

আইএসএল

অনুশীলনে চোট পেলেন কাদিরী। কতটা গুরুতর এই চোট?

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ১৩ তারিখ থেকে শুরু হতে চলেছে আইএসএল। সেই কারণে জোরকদমে অনুশীলন শুরু করে দিয়েছে বাংলার তিন প্রধান। এরই মধ্যে চোটের কবলে পড়লেন মহামেডান স্পোর্টিংয়ের বিদেশি ফুটবলার আব্দুল কাদিরী মহম্মদ।

মূলত ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনের খেলোয়াড় হলেও দরকারে রক্ষণকেও নেতৃত্ব দিতে পারেন তিনি।

গতকাল আইএসএল মিডিয়া ডে-তে মহামেডান স্পোর্টিংয়ের কোচ আন্দ্রে চেরনিশভ বলেছেন “আমরা সব কিছুই নতুন ভাবে ভাবছি। কারণ আইএসএল আমাদের কাছে একটা নতুন লীগ, নতুন চ্যালেঞ্জ। যেখানে ইস্টবেঙ্গল-মোহনবাগানের মত বড় দল রয়েছে। তাই আমরা সেই ভাবেই প্রস্তুত হচ্ছি।” আর এরই মাঝে চোটের খবর চিন্তায় রাখবে সাদা-কালো ব্রিগেডকে। ঘরের মাঠে অনুশীলন চলাকালীন পায়ে চোট পান কদিরী। একটি চলতি বলে ট্যাকেল করতে গিয়েই তার পায়ে চোট লাগে এবং সঙ্গে সঙ্গেই তাকে তুলে নেওয়া হয়। চোট কতটা গুরুতর সেটা এখনই বোঝা না গেলেও, ক্লাব কর্তারা আশাবাদী যে চোট খুব গুরুতর নয়। কালকে দলের ফিজিও তার চোটের জায়গা পরীক্ষা করে দেখবেন। তারপরেই স্থির হবে চোটের জায়গায় এমআরআই করতে হবে কিনা। যদি এমআরআই করতে হয় তাহলে সেই রিপোর্ট দেখার পরেই পরবর্তী সিদ্ধান্ত নেবেন কোচ এবং ক্লাব কর্তারা।

মরশুম শুরুর আগেই চোটের কারণে কিছুটা অসস্তিতে থাকবেন মহামেডান কোচ আন্দ্রে চেরনিশভ।

Continue Reading

ফুটবল

মরিশাসের বিরুদ্ধে জাতীয় দলের কোচ হিসাবে অভিষেক মানোলোর

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: মঙ্গলবার মরিশাসের বিরুদ্ধে ম্যাচ দিয়েই এবারের ইন্টারকন্টিনেন্টাল কাপ অভিযান শুরু করতে চলেছে ভারত। গতবার লেবাননকে হারিয়ে ইন্টার কন্টিনেন্টাল কাপ জিতেছিলেন সুনীল ছেত্রীরা। এবছর পরিস্থিতি বদলেছে। অবসর নিয়েছেন সুনীল ছেত্রী। ইন্টারকন্টিনেন্টাল কাপে লড়াই কঠিন হতে চলেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের জন্য। সেই সঙ্গে কোচ বদল হয়েছে ভারতীয় দলের। ইগরের জায়গায় ভারতীয় দলের হটসিটে বসেছেন মানোলো মার্কুয়েজ।

ইন্টারকন্টিনেন্টাল কাপেই প্রথমবার ভারতীয় দলের ডাগ আউটে বসবেন তিনি। মাঠে নামার আগে তিনি বললেন “প্রতিপক্ষ দলের র‍্যাঙ্কিং নিয়ে ভাবছি না। প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেই আমাদের উন্নতি করতে হবে। দলে খুব ভালো ফুটবলার রয়েছে।” ইন্টারকন্টিনেন্টাল কাপের আগে খুব বেশিদিন জাতীয় শিবির করতে পারেননি নব নিযুক্ত কোচ মানোলো মার্কুয়েজ। তবুও তিনি বললেন “আমার বিশ্বাস এই প্রতিযোগিতায় আমরা নিজেদের সেরাটা উজাড় করে দিতে পারব।”

Continue Reading

Trending