Uncategorized
বাংলার হয়ে আর মাঠে নামতে না চেয়ে সিএবির কাছে ছাড়পত্র চাইলেন ঋদ্ধিমান সাহা…
রে স্পোর্টজ নিউজ ডেস্ক: বাংলা দলের হয়ে আর খেলতে ইচ্ছুক নন অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা। সূত্র মারফত জানা যাচ্ছে যে, সিএবি’র কাছে মৌখিকভাবে তাকে ছেড়ে দেওয়ার জন্য ছাড়পত্র চেয়েছেন ঋদ্ধি। ফলে একপ্রকার নিশ্চিত হয়ে গেছে যে রঞ্জি ট্রফির আসন্ন নকআউট পর্বে তাকে বাংলার হয়ে খেলতে দেখা যাবে না।
এখন প্রশ্ন হল ভারতীয় দল থেকে বাদ পড়ার পরে ঋদ্ধি কি তাহলে এবারে অন্য রাজ্যের হয়ে মাঠে নামার কথা ভাবছেন? যদিও এ কথা এখনই নিশ্চিত করে বলা না গেলেও সেই শঙ্কা কিন্তু রয়েই গেছে।
প্রসঙ্গত বাংলা দলের অনেকেই চাইছিলেন যে ঋদ্ধি যেন কোয়ার্টার ফাইনাল ম্যাচটি বাংলার হয়ে খেলেন, তবে জানা যাচ্ছে যে বাংলার ক্রিকেট সংস্থার এক কর্তার সঙ্গে মনোমালিন্যের পরেই বাংলা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন ঋদ্ধি।
জানা যাচ্ছে যে তারকা ভারতীয় পেসার মহম্মদ শামিকে দলে রাখার আগে বাংলা দলের নির্বাচকরা তার সঙ্গে আলোচনা করলেও, ঋদ্ধির ক্ষেত্রে তা না করেই তাকে ২২ জনের বাংলা দলে রেখে দেওয়া হয়। এর পরেই সিএবি এক শীর্ষ কর্তার সঙ্গে দূরত্ব তৈরি হয় ঋদ্ধির। ফলে নকআউটে তিনি যে আর খেলবেন না তা এক প্রকার বলেই দেওয়া যায়।