Uncategorized
রঞ্জি কোয়ার্টার ফাইনালে বাংলার হয়ে ঋদ্ধিমানের খেলা নিয়ে ধোঁয়াশা…
রে স্পোর্টজ নিউজ ডেস্ক: ভারতীয় টেস্ট দল থেকে ছিটকে যাওয়ার পরে আইপিএলে গুজরাত টাইটান্সের হয়ে অনবদ্য খেলছেন বাংলা ঋদ্ধিমান সাহা। বাংলার যে দল আসন্ন রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনাল পর্ব খেলবে সেই দলে ও রাখা হয়েছে বাংলার এই অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটসম্যানকে। তবে তিনি বাংলার হয়ে খেলবেন কিনা তা নিয়ে রয়েছে চরম ধোঁয়াশা। সূত্র মারফত জানা যাচ্ছে ঋদ্ধি এখনও সেই সিদ্ধান্ত নেননি। আইপিএল শেষ হলে তিনি এই ব্যাপারে নিজের সিদ্ধান্ত সিএবিকে জানাবেন।
প্রসঙ্গত চলতি আইপিএলে গুজরাতের ফ্রাঞ্চাইজি টিমটির হয় মোট আটটি ম্যাচ খেলেছেন ঋদ্ধিমান। এখনও পর্যন্ত রান করেছেন ২৮১। রয়েছে তিনটি অর্ধশত রান। সেই কারণেই তাকে আসন্ন রঞ্জি ট্রফির কোয়াটার ফাইনাল পর্বের জন্য দোলে রেখেছেন বাংলার নির্বাচকরা। মোট ২২ জনের দল ঘোষণা করেছেন তারা। এর আগে শ্রীলঙ্কা সিরিজে ঋদ্ধিমান ভারতীয় দল থেকে বাদ পড়ার পরে আগামী সময়ে ঋদ্ধিকে পাওয়া যাবে এই আশায় তাকে দলে রেখেছে বাংলা।
আইপিএলের প্লে অফের ম্যাচগুলি খেলতে কলকাতাতে আসবে গুজরাত টাইটান্স। তাই ঋদ্ধিমান নিজেও কলকাতায় খেলবেন। ২৪ এবং ২৫ মে প্লে-অফের দু’টি ম্যাচ রয়েছে ইডেনে। সেখানে খেলতে দেখা যেতে পারে ঋদ্ধিমান এবং মহম্মদ শামিকে। বাংলা দল বেঙ্গালুরু যাবে ২৭ মে।