Uncategorized

UCL 2022: ১২ মিনিটের ঝড়ে ভিলারিয়ালকে তছনছ করে ফাইনালে ক্লপের লিভারপুল…

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: চলতি চ্যাম্পিয়ন্স লিগের প্রথম সেমিফাইনালের দ্বিতীয় লেগে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরে ভিলারিয়ালকে ৩-২ গোলে হারিয়ে দিল ইউরগান ক্লপের লিভারপুল। ফলে দুই লেগ মিলিয়ে ৫-২ গোলের ব্যবধানে জিতে ফাইনালে পৌঁছে গেল প্রিমিয়ার লিগের দলটি।

মঙ্গলবার ঘরের মাঠে যদিও শুরুটা দারুণ করে ভিলারিয়াল। বোলায়ে দিয়া ও ফ্রান্সিস কোকেলিনের গোলে এগিয়ে যায় স্পেনের দলটি। তবে দ্বিতীয়ার্ধে লিভারপুলের ১২ মিনিটের ঝড়ে ধ্বংস হয়ে যায় ভিলারিয়াল ডিফেন্স। এই সময়ের মধ্যে লিভারপুলের হয়ে গোল করেন ফাবিনিয়ো, লুইস দিয়াস ও সাদিও মানে।

প্রথম লেগে ২-০ গোলের জয়ে আত্মবিশ্বাস নিয়েই স্পেনে নেমেছিলেন সালাহরা, তবে ঘরের মাঠে সমর্থকদের সামনে ৪১ মিনিটের মধ্যে ২ গোলে এগিয়ে যায় ভিয়ারিয়াল। বোউলাইয়া দিয়া ও ফ্রান্সিস কোকুলিনের গোল ভিলারিয়ালকে আশা দেখায়। তবে দ্বিতীয়ার্ধে অন্য লিভারপুল। ম্যাচে ব্যবধান কমান ফাবিনহো।

লুইস দিয়াজ এবং সাদিও মানে আরও দুই গোল করে লিভারপুলের জয়ের সঙ্গে ফাইনাল নিশ্চিত করেন। এ মরসুমে লিগ কাপ জিতেছে লিভারপুল। আশা আছে এফ কাপ, ইংলিশ লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ জেতারও। কোনো ইংলিশ ক্লাব এক মরসুমে একসঙ্গে চার ট্রফি জিততে পারেনি।

অন্য সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির মধ্যে জয়ী দলের বিপক্ষে ২৮ মে কেতাবের এই লড়াইয়ে নামবে ক্লপের দল। প্রথম লেগে ৪-৩ গোলে জেতা সিটি বুধবার মাদ্রিদে খেলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version