Connect with us

Uncategorized

আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ালেন তামিম ইকবাল, সমস্যায় বাংলাদেশ

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: হঠাৎই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবাল। বিশ্বকাপের মাত্র তিন মাস বাকি। তার আগে হঠাৎই এমন সিদ্ধান্তে চমকে গেছে গোটা ক্রিকেট দুনিয়া। আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে আগেই অবসর নিয়েছিলেন তামিম। শেষ এপ্রিল মাসে খেলেছিলেন টেস্ট। সম্প্রতি আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক ম্যাচের সিরিজ খেলছে বাংলাদেশ। প্রথম ম্যাচে তামিমের খারাপ পারফর্মেন্স দেখে অনেকেই মনে করেছেন ওপেনার হিসেবে যথেষ্ট ফিট নন তিনি। আর তারপরেই আচমকা তার এই সিদ্ধান্ত চমকে দিয়েছে সকলকেই।

স্থানীয় সময় দুপুর বারোটায় হঠাৎই সাংবাদিক সম্মেলন ডেকেছিলেন তামিম। সেখানেই নিজের অবসরের কথা ঘোষণা করার সময় কান্নায় ভেঙে পড়েন বাংলাদেশের ক্রিকেটার। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, “এটাই আমার শেষ। আমি নিজের সবটুকু দিয়ে চেষ্টা করেছি। নিজের সেরাটাই দিয়েছি। এখন, এই মুহূর্ত থেকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে আমি অবসর নিতে চাই। আর পাশাপাশি ধন্যবাদ জানাই আমার গোটা দল, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, কোচ, কর্মকর্তা, আমার পরিবারের সদস্য এবং তাদের সকলকে যারা আমার এই যাত্রাপথে আমার পাশে ছিলেন। তারা আমার ওপর ভরসা রেখেছেন। এর পাশাপাশি ধন্যবাদ জানাই অনুরাগীদের। আপনাদের ভালোবাসা এবং বিশ্বাস আমাকে জোর দিয়েছে বাংলাদেশের জন্য নিজেকে উজাড় করে দেওয়ার। আমার জীবনের পরবর্তী অধ্যায়ের জন্য প্রার্থনা করবেন। আমাকে সবসময় প্রার্থনায় রাখবেন।”

হাতে সময় খুবই অল্প। এই পরিস্থিতিতে তামিমের অবসর ঘোষণা বাংলাদেশকে অথৈ জলে ফেলে দিয়েছে বলা চলে। এই মুহূর্তে টি-টোয়েন্টি ফরম্যাটে অধিনায়ক রয়েছেন সাকিব আল হাসান। টেস্টে অধিনায়কত্ব করছেন লিটন দাস। এখন দেখার একদিনের আন্তর্জাতিক ম্যাচে অধিনায়ক হিসেবে কাকে বেছে নেয় বাংলাদেশ।

Uncategorized

সচিনের রাজকীয় অভ্যর্থনা

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: উইম্বলডনের সেন্টার কোর্টে রাজকীয় অভ্যর্থনা পেলেন কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার সচিন তেন্ডুলকার। নিজের আন্তর্জাতিক কেরিয়ারে নানা অনন্য রেকর্ড গড়েছেন মাস্টার ব্লাস্টার। উইম্বলডনে এই কিংবদন্তিকে তাই অভ্যর্থনা জানালো টেনিস দুনিয়া। প্রসঙ্গত শনিবার উইম্বলডনে ক্যামেরন নরি বনাম আলেজান্ডার জেরেভের ম্যাচ চলাকালীন সেন্টার কোর্টে উপস্থিত ছিলেন সচিন। সেই সময় তাঁকে স্বাগত জানাতে স্টেডিয়ামে ২০১১ সালের বিশ্বকাপ জয়ের মুহূর্ত দেখানো হচ্ছিল। সাথে সাথে গোটা স্টেডিয়াম তাঁকে হাততালি দিয়ে অভ্যর্থনা জানায়। সচিন নিজেও উঠে দাঁড়িয়ে সকলের অভিবাদন গ্রহণ করেন। তিনি ছাড়াও ভিআইপি গ্যালারিতে এদিন উপস্থিত ছিলেন ইংল্যান্ডের তারকা ক্রিকেটার বেন স্টোকস, জস বাটলার এবং জো রুট। এছাড়াও ছিলেন ম্যাঞ্চেস্টার সিটির কোচ পেপ গুয়ার্দিওলা।

Continue Reading

Uncategorized

দাপুটে জয় অস্ট্রেলিয়ার

Published

on

নিজস্ব প্রতিবেদন, ৬ জুন – দাপুটে জয় দিয়েই বিশ্বকাপ অভিযান শুরু করল অস্ট্রেলিয়া। টি-টোয়েন্টি বিশ্বকাপে ওমানে মুখোমুখি হয়েছিল মিচেল মার্শের দল। মার্কস স্টয়নিসের দাপটে ৩৯ রানে ওমানকে হারালো অজিরা। ব্যাটে বলে আবারও একবার নিজের জাত চেনালেন স্টয়নিস।

টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ওমান। ওপেন করতে নেমে ব্যাট হাতে রুদ্রমূর্তি ধারণ করেন ডেভিড ওয়ার্নার। ট্রাভিস হেডকে (১২) দ্রুত ফিরিয়ে দিয়ে অস্ট্রেলিয়াকে বড় ধাক্কা দিয়েছিল ওমান। পাওয়ার প্লে শেষ হতেই ফিরে যান মার্শ (১৪)। খাতা খুলতে পারেননি গ্লেন ম্যাক্সওয়েল। তবে প্রাথমিক ধাক্কা কাটিয়ে উঠে শক্ত হাতে হাল ধরেন ডেভিড ওয়ার্নার এবং স্টয়নিস। মাত্র ৩৬ বলে ৬৭ রান করে অপরাজিত থাকেন তিনি। ৫৬ রান করে প্যাভিলিয়নে ফিরে যান ওয়ার্নার। নির্ধারিত কুড়ি ওভারে ১৬৪ রান তোলে অস্ট্রেলিয়া।

জবাবে ব্যাট করতে নেমে ১২৫ রানের বেশি তুলতে পারেনি ওমান। শুরু থেকেই নাথান এলিস, মিচেল স্টার্কদের দাপটে একের পর এক উইকেট হারাতে থাকে তার। ৫৭ রানে ৬ উইকেট হারিয়ে প্রায় ম্যাচ থেকে ছিটকে যায় ওমান। অস্ট্রেলিয়ার হয়ে দুটি করে উইকেট নেন স্টার্ক, নাথান এলিস এবং জাম্পা। একাই তিনটি উইকেট নেন মার্কস স্টয়নিস। অঅলরাউন্ড পারফর্ম করে ম্যাচের সেরা নির্বাচিত হলেন স্টয়নিস।

Continue Reading

Uncategorized

যুব ফুটবলারদের তুলে আনাই লক্ষ্য বাংলার ফুটবল এজেন্টের

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: ময়দানের সঙ্গে তার গভীর যোগাযোগ। কখনও লেখালেখি আবার কখনও ট্রান্সফার নিউজ ক্র‍্যাক করাই তার নেশা। ফুটবল ময়দানে অতিপরিচিত নাম প্রাচ্য সরকার। সাংবাদিকতা থেকে এখন নিজস্ব ফুটবল এজেন্সির মালিক। লক্ষ্যে অবিচল থেকেই এগিয়ে চলেছেন তিনি। প্রীতম কোটাল, ফারদিন আলি, সায়ন ভট্টাচার্য, দীপেন্দু বিশ্বাসের এজেন্ট তিনি। লক্ষ্য একটাই বাংলার তরুন ফুটবলারদের ভালো জায়গায় পৌঁছে দেওয়া। শুধুই ব্যাবসায়িক উদ্দেশ্য নয়, ফুটবলের প্রতি গভীর ভালবাসা থেকেই এই কপ্রেন প্রাচ্য। সম্প্রতি ফিফা অনুমোদন পেয়েছেন। তার বিশ্বাস আরও এগিয়ে যেতে পারবেন তিনি। বাংলা তথা ভারতীয় ফুটবলে একটা ব্র‍্যান্ড তৈরি করতে চান তিনি। যার লক্ষ্য হবে ভালো ফুটবলারদের খুঁজে বের করে, তাদের সঠিক দিশা দেখানো।

Continue Reading

Trending