Uncategorized
চোট গুরুতর, তাড়াতাড়ি মাঠে ফেরার সম্ভাবনা কম শ্রেয়াস আইয়ারের
রে স্পোর্টজ নিউজ ডেস্ক: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ থেকে বাদ পড়েছিলেন তিনি। ফিরে এসে দ্বিতীয় এবং তৃতীয় টেস্ট ম্যাচে যোগ দিয়েছিলেন দলের সাথে। কিন্তু ফের চতুর্থ টেস্ট ম্যাচে দল থেকে ছিটকে যেতে হল তাকে। কোমরের চোটের কারণেই আমেদাবাদ টেস্টে শ্রেয়াস আইয়ার এর পরিবর্তে ব্যাট করতে এলেন রবীন্দ্র জাদেজা। ভরসা ছিল খুব তাড়াতাড়ি হয়তো মাঠে দেখা যাবে আইয়ারকে। কিন্তু চোট গুরুতর হওয়ায় শুধুই যে বর্ডার গাভাস্কার ট্রফির চতুর্থ টেস্টের দেখা গেল না তাকে তাই নয়, পাশাপাশি শোনা যাচ্ছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন একদিনের সিরিজেও দলে থাকবেন না তিনি। এমনকি ২০২৩ আইপিএল এর বেশ কিছু ম্যাচেও হয়তো খেলতে পারবেন না শ্রেয়াস আইয়ার।
কোমরের চোটের কারণে দীর্ঘদিন ধরেই অস্বস্তি বোধ করছিলেন তিনি। তবে সূত্রের খবর অনুযায়ী এখন হাঁটতেও বেশ অসুবিধেই হচ্ছে তার। এমনকি দেখা দিচ্ছে অস্ত্রোপচারের সম্ভাবনাও। তবে সেক্ষেত্রে অন্তত তিন থেকে চার মাস বিশ্রামে থাকতে হবে ভারতীয় এই ক্রিকেটারকে। তার ফলে খুব স্বাভাবিকভাবেই আইপিএলের বেশকিছু ম্যাচে তাকে দলে পাবে না কলকাতা নাইট রাইডার্স। গত বছর ১২.২৫ কোটি টাকার বিনিময় নিলামে শ্রেয়াস আইয়ারকে নিয়েছিল কলকাতা। নাইটদের অধিনায়কত্বের দায়িত্বেও ছিলেন তিনি। এখন সত্যিই যদি তিনি দ্রুত চোট সারিয়ে ফিট হতে না পারেন, তাহলে ভারত এবং কলকাতা নাইট রাইডার্স এর কাছে বড় ধাক্কা হয়ে দাঁড়াবে এই ঘটনা এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।