Uncategorized

টেনিস প্রেমীদের জন্য দুঃসংবাদ! অবসরের দিন ঘোষণা করলেন কিংবদন্তি রজার ফেডেরার…

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: সুইজারল্যান্ড তথা বিশ্ব টেনিসের সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় রজার ফেডেরার জানিয়ে দিলেন যে আগামী ২০২২ লেভার কাপ তার পেশাদার টেনিসের শেষ টুর্নামেন্ট এবং তারপরেই তিনি পেশাদার টেনিস থেকে অবসর নেবেন। বৃহস্পতিবার, এই কিংবদন্তি টেনিস খেলোয়াড় একটি দীর্ঘ বিবৃতির মাধ্যমে নিজের সিদ্ধান্তের কথা জানান।
এই ঘোষণার সাথে সাথেই ২৪ বছরের কেরিয়ার, দেড় হাজারের বেশি ম্যাচ, ২০টি গ্র্যান্ড স্লাম এবং একটা যুগ শেষের ঘোষণা হল এ কথা বলাই যায়। প্রসঙ্গত ২০২১ উইম্বলডনের পর থেকে চোটের কারণে আর টেনিস কোর্টে নামতে পারেননি ফেডেরার। দীর্ঘদিন ধরেই তার ফ্যানেরা আলোচনা করছিলেন যে কবে তাদের আইডল আবার টেনিস কোর্টে নামবেন। তবে বৃহস্পতিবার ফেডেরার জানিয়ে দিলেন যে আসন্ন লেভার কাপ তার শেষ পেশাদার টুর্নামেন্ট।

নিজের সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন,”একথা সকলেরই জানা যে গত তিন বছর চোট, অস্ত্রোপচার ইত্যাদি নিয়ে আমাকে খেলতে হয়েছে। আমি বারবার কোর্টে ফেরার জন্য কঠোর পরিশ্রম করেছি, তবে আমি জানি যে আমার শরীরের সহ্যশক্তির ঠিক কতটা এবং শেষ কয়েক দিন ধরে আমার শরীর আমাকে বেশ কষ্ট দিচ্ছিল। আমার বয়স অনেকটাই হয়েছে। ৪১ বছর হল।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version