Uncategorized

IPL 2022: তরুণ উমরান মালিককে বিশেষ পরামর্শ কিংবদন্তি অজি পেসার গ্লেন ম্যাকগ্রা…

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: চলতি আইপিএলে বল হাতে দুরন্ত পারফর্ম করছেন তরুণ ভারতীয় পেসার উমরান মালিক। তার প্রচন্ড গতির বল দেখে অনেকেই তার তারিফ করেছেন। এবারে উমরানকে নিয়ে মুখ খুললেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি প্রেসার গ্লেন ম্যাকগ্রা। তিনি জানিয়েছেন, উমরানের গতি এককথায় অনবদ্য, তবে ভবিষ্যতে নিজেকে আরও ভালোভাবে মেলে ধরতে ও নিজের বলের গতি নিয়ন্ত্রণের পাশাপাশি নিজের ফিটনেস এর দিকে ভালোমতো নজর দিতে হবে উমরানকে।

একটি বিখ্যাত ক্রিকেট ওয়েবসাইটে সাক্ষাৎকার দিতে গিয়ে উমরান প্রসঙ্গে ম্যাকগ্রা বলেছেন,”দেখুন ক্রিকেটে বল হাতে গতির অবশ্যই প্রয়োজন, তবে ওকে নিজের গতিকে নিয়ন্ত্রণে রাখা শিখতে হবে। যেদিন উমরান এই ব্যাপারটা রপ্ত করে ফেলবে সেদিন থেকে ও যেকোনও দলের সম্পদ হয়ে উঠবে।”তিনি আরও যোগ করেছেন,”দেখুন এটা আইপিএলে উমরানের মাত্র দ্বিতীয় মরশুম। এরপরের মরশুমেও ওকে খেলতে দেখা যাবে। ধীরে ধীরে ব্যাটাররাও ওকে বুঝে ফেলবে। তার উপরে পরিশ্রমের ফলে ক্লান্তি আসবে। তাই ওকে ফিটনেসও বাড়াতে হবে চোট-আঘাত কাটিয়ে দীর্ঘ মরসুম খেলার জন্য। অনেকেই কিন্তু ফিটনেস বজায় না রাখতে পেরে আইপিএলে ভাল খেলেও জাতীয় দলের হয়ে সে ভাবে দাগ কাটতে পারে না।’’ আরও সংযোজন, ‘‘যদিও যশপ্রীত বুমরা সেই দলে পড়ে না। ও খেলার বাইরে আলাদা করে ব্যায়াম করে নিজেকে ফিট রাখে।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version