Uncategorized

IPL 2022: কেকেআর ছেড়ে গেলেও রিঙ্কু এবং দলের দিকে নজর থাকবে, জানিয়ে দিলেন ম্যাকালাম…

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে বুধবার হারের সঙ্গে সঙ্গেই এই মরশুমের মত কলকাতা নাইট রাইডার্সের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অভিযান শেষ হল। আর তার সাথে সাথে কেকেআর দলের কোচের পদ থেকে বিদায় নিলেন ব্রেন্ডন ম্যাকালাম। তিনি এবারে ইংল্যান্ড টেস্ট দলের দায়িত্ব নেবেন। তবে কেকেআর ছাড়লেও তার মুখে এখনও তার পুরানো দল এবং রিঙ্কু সিং এর কথা। তিনি জানিয়েছেন কেকেআর ছাড়লেও তিনি এই দল এবং বিশেষ করে রিঙ্কু সিংয়ের দিকে নজর রাখবেন।

কলকাতার আইপিএল অভিযান শেষ হওয়ার পরে ম্যাকালাম বলেন,”আমার মতে রিঙ্কু এমন একজন ক্রিকেটার যাকে কেকেআর দীর্ঘদিন নিজেদের দলে রাখতে চাইবে। ওর মধ্যে ভবিষ্যতে আরো বড় ক্রিকেটার হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রধান কারণ মিডল অর্ডারে ব্যাট করতে নেমে প্রথম থেকেই বড় শট খেলার ক্ষমতা খুব বেশি ক্রিকেটারের মধ্যে থাকে না। আর রিঙ্কু আমাদের হয়ে এমন কাজ আগেও করেছে।”

তাই কলকাতা ছাড়লেও তার নজর যে কেকেআর এবং রিঙ্কুর উপরে থাকবে তা জানিয়ে দিলেন ম্যাকালাম। তিনি জানান,”আমি এবারে অন্য কাজে যাচ্ছি, তবে কেকেআর এবং বিশেষ করে রিঙ্কুর খেলার উপরে আমার নজর অবশ্যই থাকবে। আমি জানি শ্রেয়সের নেতৃত্বে এই দল সামনের দিকে এগিয়ে যাবে। পরের বছর কলকাতা সবাইকে চমকে দেবে।’’

বুধবার লখনউয়ের বিরুদ্ধে রিঙ্কু যখন ব্যাট করতে নামেন তখন কেকেআরের দরকার ছিল ১৯ বলে ৬১ রান। সেখানে নেমে অনবদ্য ৪০ রানের ইনিংস খেলেন রিঙ্কু, তাও আবার মাত্র ১৫ বলে। তবে শেষ ওভারের পঞ্চম বলে এভিন লুইস তার অনবদ্য এক ক্যাচ নিয়ে রিঙ্কুকে প্যাভিলিয়নে ফিরিয়ে দেন। সেখানেই জেতার আশা শেষ হয়ে যায় শ্রেয়সদের।দু’রানে ম্যাচ হারেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version