Uncategorized
প্রথমবার টমাস কাপ জিতলেন কিদাম্বিরা, ইতিহাস সৃষ্টি ভারতীয় পুরুষ ব্যাডমিন্টন দলের…
রে স্পোর্টজ নিউজ ডেস্ক: ব্যাডমিন্টন সার্কিটে ইতিহাস গড়ল ভারতের পুরুষ ব্যাডমিন্টন দল। প্রথমবারের জন্য ঐতিহাসিক টমাস কাপ জিতলেন কিদাম্বি শ্রীকান্ত, চিরাগ শেট্টিরা। গতবারের চ্যাম্পিয়ন তথা এবারের হট ফেভারিট দল ইন্দোনেশিয়াকে হারিয়ে এই অনন্য কীর্তি গড়ল ভারতীয় পুরুষ ব্যাডমিন্টন দল। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী এখানে তিনটি সিঙ্গেলস ম্যাচ এবং দুটি ডবলস ম্যাচ খেলা হয়। সেখানে প্রথম ম্যাচে এক সেটে পিছিয়ে পড়েও অসাধারণ কামব্যাক ঘটিয়ে ম্যাচটি জিতে নেন ভারতের লক্ষ্য সেন। প্রথম সেটে ৮-২১ হারলেও পরের দুই সেটে ২১-১৭, ২১-১৬ জিতে দুরন্ত কামব্যাক করেন।
এরপর দ্বিতীয় ম্যাচটি ছিল ডবলস ম্যাচ। সেখানে ভারতের হয়ে খেলতে নামেন সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি এবং চিরাগ শেট্টি। সেখানেও প্রথম সেট হেরে গেলেও পরের দুটি সেট জিতে দুরন্ত জয় ছিনিয়ে নেয় ভারত। খেলার ফল হয় ভারতের পক্ষে ১৮-২১, ২৩-২১ এবং ২৩-১৯। এরপর ভারত তৃতীয় ম্যাচ জিতলেই চ্যাম্পিয়ন হয়ে যাবে এমন সময় কোর্টে খেলতে নামেন ভারতের তারকা ব্যাডমিন্টন খেলোয়াড় কিদাম্বি শ্রীকান্ত। এদিন খেলতে নেমে তিনি যে কেন এ দেশের এক নম্বর ব্যাডমিন্টন খেলোয়াড় তা হাড়ে হাড়ে টের পাওয়ান নিজের প্রতিপক্ষ ইন্দোনেশিয়ার জোনাথান ক্রিস্টিনকে। ম্যাচটি স্ট্রেট সেটে গিফটের একটুও অসুবিধা হয়নি কিদাম্বির। তিনি ২১-১৯ এবং ২৩-২১ ব্যবধানে ম্যাচটি জিতে নেন। আর এই জয়ের সঙ্গে সঙ্গেই ভারত টানা তিনটি ম্যাচ জিতে নেয় এবং শেষ দুটির ম্যাচ খেলার আর প্রয়োজন হয়নি। প্রথমবারের জন্য এই ঐতিহ্যশালী টুর্নামেন্ট জেতার পরেই ভাংরার তালে তালে নাচতে দেখা যায় ভারতীয় অ্যাথলিটদের।
ভারত টমাস কাপ জেতার পরে প্রচন্ড আনন্দ পেয়েছেন ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি। তিনি নিজের টুইটার হ্যান্ডেল লিখেছেন,”আজ ভারতীয় ব্যাডমিন্টন দল ইতিহাস সৃষ্টি করল। গোটা দেশ তাঁদের থমাস কাপ জয়ে উচ্ছ্বসিত। সফল দলটিকে আমার অভিনন্দন এবং ভবিষ্যতের জন্য শুভেচ্ছা রইল। এই জয় বহু উঠতি খেলোয়াড়দের অনুপ্রেরণা জোগাবে।”