Uncategorized
ICC T20 WC: পাকিস্তান ম্যাচের আগে কেন কোহলিদের একহাত নিলেন গাভাস্কার?
রে স্পোর্টজ নিউজ ডেস্ক: চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে রবিবার মুখোমুখি হতে চলেছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ ভারত এবং পাকিস্তান। দুই দেশের সমর্থকরাই বর্তমানে মেলবোর্নে পৌঁছে গেছেন এবং এই ম্যাচটি নিয়ে গগনচুম্বি উন্মাদনা তৈরি হয়েছে।
এই ম্যাচের আগে শুক্রবার এবং শনিবার দুদিন ভারত অনুশীলন করে। তার মধ্যে শুক্রবারের অনুশীলনটি ছিল ঐচ্ছিক। যার অর্থ সব ক্রিকেটাররা এই অনুশীলনে অংশ নাও নিতে পারেন।। তবে কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাস্কার, চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে এমন ঐচ্ছিক অনুশীলন একেবারেই মন থেকে মানতে পারছেন না। তিনি এই ব্যাপারটি নিয়ে প্রচণ্ড বিরক্ত, আর সাথে সাথে তিনি বেশ কিছু ভারতীয় ক্রিকেটারকে এই ব্যাপারে কটাক্ষ করেছেন।
শুক্রবার যেখানে ভারত অধিনায়ক রোহিত শর্মা, দীনেশ কার্তিক এবং আর কয়েকজন ছাড়া বাকি প্রায় সকলেই অনুপস্থিত ছিলেন, সেখানে পাকিস্তানের হয়ে তাদের অধিনায়ক বাবর আজম, মহম্মদ রিজওয়ান এবং বাকি ক্রিকেটাররা পুরো অনুশীলন করেন। আর শুক্রবার ভারতের অনুশীলনে হাজির হতে দেখা যায়নি প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া, ঋষভ পন্থ, কেএল রাহুল সহ বেশ কয়েকজন ক্রিকেটার ঐচ্ছিক দিনে মাঠে অনুশীলনে আসেননি। যার ফলে প্রচন্ড ক্ষুব্ধ হয়েছেন গাভাস্কার।
এই ব্যাপারে কথা বলতে গিয়ে তিনি বলেন,”আমার মন্তব্য কে কী ভাবে নেবে জানি না। তবে ভারতীয় দলের মানসিকতার সঙ্গে একেবারেই একমত নই। পাকিস্তানের মতো দলের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে ভারত। অথচ কয়েক জন তারকা ক্রিকেটার অনুশীলন করার তাগিদই দেখাল না! দু’টি ওয়ার্ম আপ ম্যাচের মধ্যে একটি বৃষ্টিতে ভেস্তে গিয়েছে। এর মধ্যে মেলবোর্নে এসে পুরো দল একদিন ছুটির মেজাজে কাটাল। আর কত বিশ্রাম চাই ওদের? এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে অনুশীলনে একাধিক ক্রিকেটার এল না?
এখানেই না থেমে গাভাস্কার আরও যোগ করেন,”খেলোয়াড়দের জন্য এমন বিকল্প থাকা উচিত নয়। শুধু অধিনায়ক এবং কোচেরই এমন সিদ্ধান্ত নেওয়া উচিত। যারা এ দিন হোটেলের ঘরে বসে থাকল, তারা কিন্তু সবাই ম্যাচ উইনার। একজোট হয়ে সাফল্য পাওয়ার জন্য একটা ছন্দ দরকার। আমার ধারণা ক্রিকেটারদের এই ব্যবহারে দলের তাল কাটল।”