Uncategorized

ICC T20 WC: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম হারের মুখোমুখি হলেও, এই ম্যাচে বিরল নজির গড়লেন রোহিত…

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম হাড়ের মুখ দেখেছে ভারতীয় ক্রিকেট দল। তবে এই ম্যাচের একটি ব্যক্তিগত নজির গড়ে ফেলেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। এই ম্যাচ খেলার সঙ্গে সঙ্গেই টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সবথেকে বেশি ম্যাচে অংশ নেওয়ার রেকর্ড তার নামে চলে এসেছে।

প্রসঙ্গত ,২০০৭ সাল থেকে এখনো পর্যন্ত হয়ে চলা সবকটি টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিয়েছেন বর্তমান ভারত অধিনায়ক। আর রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নামার সঙ্গে সঙ্গেই সকল প্রতিপক্ষকে টপকে গেলেন হিটম্যান। এর আগে পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে সব থেকে বেশি ম্যাচ খেলার রেকর্ড ছিল শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটার তিলকরত্নে দিলশানের অধীনে। অবসর নেওয়ার আগে পর্যন্ত ৩৫টি টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচে অংশ নিয়েছিলেন দিলশান আর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নেমে ৩৬টি টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচে অংশ নিয়ে ফেললেন রোহিত।

টি-টোয়েন্টি বিশ্বকাপে রোহিত যে ৩৬টি ম্যাচে খেলেছেন তার মধ্যে তিনি ৩১টি ম্যাচে ব্যাট হাতে নেমেছেন এবং রান করেছেন ৯১৯। এই ব্যাটিং করার সময় তার গড় ছিল ৩৬.৭৬ এবং স্ট্রাইক রেট ১৩০.৫৩। এছাড়া সবকটি টি-টোয়েন্টি বিশ্বকাপ মিলিয়ে তিনি এখনো পর্যন্ত নটি অর্ধশতরান করেছেন এবং তার সর্বোচ্চ রান অপরাজিত ৭৯।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version