Uncategorized

ICC T20 WC: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ হারার কারণ ব্যাখ্যা করলেন রোহিত…

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: রবিবার চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম হারের মুখ দেখেছে রোহিত শর্মার ভারত। আর ভারতের এই হাড়ের পেছনে যে তাদের খারাপ ফিল্ডিংয়ের বড় ভূমিকা রয়েছে তা ম্যাচের পরে অনেকেই জানিয়েছেন। ম্যাচের পরে ভারত অধিনায়ক এর মুখেও উঠে এল সেই একই কথা। পার্থের অত্যন্ত দ্রুত পিচে প্রথমে ব্যাট করে ভারত মাত্র ১৩৩ রান তুলেছিল। আর এই রান নিয়ে লড়াই করতে গেলে দলের দরকার ছিল খুব ভাল ফিল্ডিং। আর এদিন সেটাই করতে ব্যর্থ হলেন কোহলি, রোহিতরা। সেখানকার ঠান্ডা আবহাওয়া কি এর জন্য দায়ী?

ম্যাচের পরে এই নিয়ে প্রশ্ন করা হলে কোনওরকম, অজুহাত না দিয়ে অকপটে রোহিত জানিয়ে দেন,”আমি কোন রকম অজুহাত দেব না। আমরা অনেক সুযোগ পেয়েও সেটা হাতছাড়া করেছি। এই ঠান্ডায় আমরা আগেও এখানে খেলেছি তাই সেটা কোনরকম অজুহাত হতে পারে না। আমরা রান আউটের সহজ সুযোগ ফসকেছি। আমি নিজেই সহজ সুযোগ পেয়েছিলাম। আমাদের উচিত ছিল এই ম্যাচে আরো বেশি ধারাবাহিক হওয়া।”

প্রসঙ্গত এদিন রবিচন্দ্রন অশ্বিনের ১২তম ওভারে দিনের সবচেয়ে সহজ ক্যাচটি মিস করেন বিরাট কোহলি।পরের ওভারে মহম্মদ শামির ওভারে রান আউটের সুযোগ ফস্কান রোহিত। স্টাম্পের কাছে পৌঁছে গিয়েও বল উইকেটে লাগাতে পারলেন না ভারত অধিনায়ক।

এদিন প্রথম একাদশে একটি পরিবর্তন করে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তারা অক্ষর পটেলের জায়গায় দীপক হুদাকে দলে নেয়। যদিও সেই সিদ্ধান্ত কতটা সঠিক ছিল তা নিয়ে প্রশ্ন উঠে গেছে কারণ শূন্য রানে আউট হয়ে ফিরে যান হুদা। এর উত্তরে কথা বলতে গিয়ে রোহিত বলেন,”এখানে যেরকম আবহাওয়া তাতে আমরা এমন পিচ হবে সেটা আশা করেছিলাম। এই পিচে জোরে বোলাররা যে সাহায্য পাবে সেটা আমরা জানতাম, আর সেই কারণে এই রাম তাড়া করে জেতা সহজ ছিল না। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আমরা একেবারে শেষ পর্যন্ত লড়েছি। ডেভিড মিলার এবং এডেন মার্করাম খুব ভাল খেলেছে। কিন্তু ফিল্ডিংটাই ভাল হল না আমাদের।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version