Connect with us

Uncategorized

ICC T20 WC: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ হারার কারণ ব্যাখ্যা করলেন রোহিত…

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: রবিবার চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম হারের মুখ দেখেছে রোহিত শর্মার ভারত। আর ভারতের এই হাড়ের পেছনে যে তাদের খারাপ ফিল্ডিংয়ের বড় ভূমিকা রয়েছে তা ম্যাচের পরে অনেকেই জানিয়েছেন। ম্যাচের পরে ভারত অধিনায়ক এর মুখেও উঠে এল সেই একই কথা। পার্থের অত্যন্ত দ্রুত পিচে প্রথমে ব্যাট করে ভারত মাত্র ১৩৩ রান তুলেছিল। আর এই রান নিয়ে লড়াই করতে গেলে দলের দরকার ছিল খুব ভাল ফিল্ডিং। আর এদিন সেটাই করতে ব্যর্থ হলেন কোহলি, রোহিতরা। সেখানকার ঠান্ডা আবহাওয়া কি এর জন্য দায়ী?

ম্যাচের পরে এই নিয়ে প্রশ্ন করা হলে কোনওরকম, অজুহাত না দিয়ে অকপটে রোহিত জানিয়ে দেন,”আমি কোন রকম অজুহাত দেব না। আমরা অনেক সুযোগ পেয়েও সেটা হাতছাড়া করেছি। এই ঠান্ডায় আমরা আগেও এখানে খেলেছি তাই সেটা কোনরকম অজুহাত হতে পারে না। আমরা রান আউটের সহজ সুযোগ ফসকেছি। আমি নিজেই সহজ সুযোগ পেয়েছিলাম। আমাদের উচিত ছিল এই ম্যাচে আরো বেশি ধারাবাহিক হওয়া।”

প্রসঙ্গত এদিন রবিচন্দ্রন অশ্বিনের ১২তম ওভারে দিনের সবচেয়ে সহজ ক্যাচটি মিস করেন বিরাট কোহলি।পরের ওভারে মহম্মদ শামির ওভারে রান আউটের সুযোগ ফস্কান রোহিত। স্টাম্পের কাছে পৌঁছে গিয়েও বল উইকেটে লাগাতে পারলেন না ভারত অধিনায়ক।

এদিন প্রথম একাদশে একটি পরিবর্তন করে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তারা অক্ষর পটেলের জায়গায় দীপক হুদাকে দলে নেয়। যদিও সেই সিদ্ধান্ত কতটা সঠিক ছিল তা নিয়ে প্রশ্ন উঠে গেছে কারণ শূন্য রানে আউট হয়ে ফিরে যান হুদা। এর উত্তরে কথা বলতে গিয়ে রোহিত বলেন,”এখানে যেরকম আবহাওয়া তাতে আমরা এমন পিচ হবে সেটা আশা করেছিলাম। এই পিচে জোরে বোলাররা যে সাহায্য পাবে সেটা আমরা জানতাম, আর সেই কারণে এই রাম তাড়া করে জেতা সহজ ছিল না। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আমরা একেবারে শেষ পর্যন্ত লড়েছি। ডেভিড মিলার এবং এডেন মার্করাম খুব ভাল খেলেছে। কিন্তু ফিল্ডিংটাই ভাল হল না আমাদের।”

Uncategorized

ময়দান জুড়ে “স্বপ্নের উড়ান”

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: সারা বছর সবুজ-মেরুন জার্সি পড়ে যারা মাঠ কাঁপায়, তাদের জন্য গলা ফাটায় হাজার কন্ঠ। কিন্তু তাদের নেপথ্যে যারা থাকে, সেই মাঠ কর্মীদের মুখে হাসি ফোটাতে এগিয়ে এল “স্বপ্নের উড়ান”। দুর্গাপূজার প্রাক্কালে মোহনবাগান ক্লাবের সঙ্গে জড়িত প্রতিটি মাঠকর্মীর হাতে পুজোর নতুন বস্ত্র তুলে দেওয়া হল। এই মহান উদ্যোগে সামিল হলেন মোহনবাগান ফুটবলাররাও। পুজোর আগে হাতে নতুন উপহার পেয়ে আনন্দে আপ্লুত মোহনবাগান ক্লাবের মাঠকর্মীরা।

Continue Reading

Uncategorized

মোহনবাগান জেনারেশন নেক্সট-এর উদ্যোগে “মুক্তধারা”

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: সারা বছর জুড়ে বিভিন্ন কর্মসূচি নিয়ে থাকে শহর জুড়ে ছড়িয়ে থাকা মোহনবাগান ফ্যানস ক্লাব গুলি। শারদ উৎসবের প্রাক্কালে তেমনি এক মহৎ উদ্যোগ নিয়েছিল মোহনবাগান জেনারেশন নেক্সট। গত ২৯ সেপ্টেম্বর, বাগবাজার সারদা প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে উপস্থিত ছিল তারা। পুজোর আগে তাদের হাতে তুলে দেওয়া হয় নতুন জামা, শিক্ষা সামগ্রী এবং ক্রীড়া সামগ্রী। পড়াশোনার পাশাপাশি প্রতিটি শিশুর শারীরিক বিকাশেও ব্রতী হয়েছে তারা। মুক্তধারার আয়োজনের মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত শিশুরা পুজোর আগে আনন্দে আত্মহারা হয়ে যায়। সবশেষে প্রতিটি শিশুর মুখে সুস্বাদু খাবারও তুলে দেওয়া হয়েছিল। এই উদ্যোগ সত্যিই প্রশংসাযোগ্য।

Continue Reading

Uncategorized

ভাইরাল ধোনির ভিডিও; বিস্তারিত জানতে পড়ুন…

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: জাতীয় দল থেকে অবসর নিয়েছেন বেশ অনেকটা সময় হল। আর নিজের অবসর জীবন ব্যক্তিগত রাখতেই বেশি পছন্দ করেন তিনি। তবে এবার বন্ধুদের সাথে সময় কাটানোর মুহূর্ত ক্যামেরাবন্দি অবস্থায় ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়ায়। আমেরিকার একটি স্টেডিয়ামে বসে ফুটবল দেখছেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। বন্ধু হিতেশ সাংভের করা ইনস্টাগ্রাম পোস্ট থেকে সেই ভিডিও মুহূর্তেই ভাইরাল।

বন্ধুদের সাথে প্রাইভেট জেটে কাটানো সময় এর পাশাপাশি সামনে এসেছে আরো কিছু আনন্দের মুহূর্ত। এই মরশুমের আইপিএলে চেন্নাই সুপার কিংস এর হয়ে শেষবার মাঠে নেমেছিলেন ধোনি। আগামী আইপিএলে তাকে আবার দেখা যাবে কি না সেই বিষয়ে রয়েছে যথেষ্ট জল্পনা। তবে ক্যাপ্টেন কুল যে এখন সেসব নিয়ে বিন্দুমাত্র মাথা ঘামাচ্ছেন না তা কিন্তু বেশ স্পষ্ট।

Continue Reading

Trending