Uncategorized
ICC T20 WC: খারাপ ফিল্ডিংয়ের খেসারত দিল ভারত, হার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে…
রে স্পোর্টজ নিউজ ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে থেকে গেল রোহিত শর্মার ভারতের জয়ের রথ। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৫ উইকেটে হেরে গেল ভারত। এদিন পারথে প্রথমে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন রোহিত। নির্ধারিত কুড়ি ওভারে ৯ উইকেট খুইয়ে ১৩৩ রান তুলতে সক্ষম হয় ভারত। প্রত্যুত্তরে দুই বল বাকি থাকতে ম্যাচটি জিতে নেয় দক্ষিণ আফ্রিকা। খারাপ ফিল্ডিং এবং কয়েকটি ক্যাচ মিস করার খেসারত এদিন হার দিয়ে দিতে হল রোহিত ব্রিগেডকে। এই জয়ের ফলে তিন ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে দ্বিতীয় গ্রুপের শীর্ষে চলে গেল দক্ষিণ আফ্রিকা এবং অন্যদিকে ভারত চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে এল।
ভারতে দিন দক্ষিণ আফ্রিকাকে প্রথমে বল করতে পাঠালে দুরন্তভাবে দক্ষিণ আফ্রিকার হয়ে শুরু করেন তাদের জোরে বোলার লুঙ্গি এনগিডি। পঞ্চম ওভারে তিনি পরপর আউট করে দেন ভারতের দুই ওপেনার অধিনায়ক রোহিত শর্মা এবং কেএল রাহুলকে। রাহুলের খারাপ ফর্ম এদিনও অব্যাহত রইল। এরপর ব্যাট করতে আসেন প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলি, তিনি তিন নম্বরে নেমে বেশ কয়েকটি ভাল শট খেললেও, সেই এনগিডির বলে ছয় মারতে গিয়ে মাত্র ১২ রান ক্যাচ আউট হয়ে ফিরে যান তিনি। এই ম্যাচে অক্ষর পটেলের পরিবর্তে টিম ম্যানেজমেন্ট চান্স দেয় দীপক হুদাকে। তবে এদিন শূন্য করেই ড্রেসিংরুমে ফিরে যান তিনি। এরপর দ্রুত আউট হয়ে যান দলের নির্ভরযোগ্য অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াও। একটা সময় ভারত ৫ উইকেট খুইয়ে মাত্র ৪৯ রান তুলতে সফল হয়।
একটা সময় মনে হচ্ছিল যে ভারত হয়তো ১০০ রানের গুন্ডি পেরোতে ব্যর্থ হবে। তবে দলকে দিন একার হাতে এগিয়ে নিয়ে চললেন সূর্যকুমার যাদব। তার এবং দীনেশ কার্তিকের জুটিতে ৫২ রান ওঠে। এরই মাঝে মাত্র ৩০ বলে নিজের অর্ধশতরান পূর্ণ করেন সূর্য।
একটা সময় যখন সকলেই ভাবতে শুরু করেছিলেন যে ভারত, ১৫০ ধুয়ে ফেলবে, তখনই প্রায় পরপর আউট হয়ে গেলেন কার্তিক এবং সূর্যকুমার। আউট হওয়ার আগে সূর্য মূল্যবান ৬৮ রান করেন এবং তার সৌজন্যেই ভারত নির্দিষ্ট কুড়ি ওভার ১৩০ রান পার করতে সক্ষম হয়।
প্রত্যুত্তরে ব্যাট করতে নেমে প্রথমেই ব্যাটিং বিপর্যয়ের সামনে পড়ে দক্ষিণ আফ্রিকা। ভারতের বাঁ হাতি জোরে বোলার আরশদীপ সিংহ নিজের ওভারের প্রথম বলেই ফিরিয়ে দেন কুইন্টন ডি’কককে। ওই একই ওভারে ফের আউট হয়ে ড্রেসিংরুমে ফিরে যান গত ম্যাচের দক্ষিণ আফ্রিকার হয়ে শতরনকারী রাইলি রুশো। এর কিছুক্ষণের মধ্যে ফিরে যান দক্ষিণ আফ্রিকা অধিনায়ক তেম্বা বাভূমা। তার গুরুত্বপূর্ণ উইকেটটি তুলে নেন ভারতের আরেক জোরে বোলার মহম্মদ সামিকে। আর পাওয়ার প্লের মধ্যে দক্ষিণ আফ্রিকা দল ২৪ রান করলেও ৩ উইকেট হারিয়ে ফেলে তারা।
এরপরে দক্ষিণ আফ্রিকার মিডল অর্ডারের না তারা ব্যাট করতে আসেন আইডেন মারকরাম এবং ডেভিড মিলার। প্রথম ১০ ওভার পর্যন্ত তারা দেখে শুনে খেললেও এরপর হার্দিকের একটি ওভার তারা ১৬ রান নেয় এবং সেখান থেকেই ম্যাচটা দক্ষিণ আফ্রিকার পক্ষে চলে যায়। এরই মাঝে মার্করামের ক্যাচ ফেলে দেন কোহলি, এবং কিছুক্ষণ পরে এই একই ক্রিকেটারের সহজ রান আউট মিস করেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। এরপরেই ধীরে ধীরে ম্যাচ বেরিয়ে যেতে থাকে ভারতের হাত থেকে, এবং শেষ পর্যন্ত
মার্করামের উইকেট ভারত পেলেও ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল এবং মিলার দক্ষিণ আফ্রিকার হয়ে জয়ের জন্য বাকি কাজটা করে দেন। আগামী ১ নভেম্বর প্রতিবেশী দেশ বাংলাদেশের মুখোমুখি হবে ভারত।