Uncategorized

একসাথে ঘোষিত হল চারটি ভারতীয় দল! নিউজিল্যান্ড এবং বাংলাদেশ সফরে রইল বেশ কিছু চমক…

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই ভারত খেলবে নিউজিল্যান্ড এবং বাংলাদেশে। এর মধ্যে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারত খেলবে সীমিত ওভারের সিরিজ এবং বাংলাদেশে তারা খেলবে টেস্ট এবং একদিনের সিরিজ। আর এই দুই সফরের জন্যই এদিন দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। এর মধ্যে নিউজিল্যান্ড সফরে যাচ্ছেন না ভারতের প্রথম দলের অনেকেই। সেখানে টি-টোয়েন্টি এবং একদিনের সিরিজে দুজন আলাদা আলাদা অধিনায়ক নির্বাচিত করেছে বিসিসিআই। অন্যদিকে বাংলাদেশ সফরে যদিও শক্তিশালী দলই পাঠাচ্ছে ভারতীয় বোর্ড।

এবারের দল নির্বাচনে বেশ কিছু জিনিস নজরে এসেছে, তার মধ্যে অন্যতম হলো চোখ সারিয়ে বাংলাদেশ সফরে ভারতীয় দলে প্রত্যাবর্তন করছেন রবীন্দ্র জাদেজা। যদিও ভারতীয় দলের আরেক তারকা জোরে বোলার যশপ্রীত বুমরাহর চোট এখনো সারেনি এবং তাকে কোন দলে রাখা হয়নি। নিউজিল্যান্ড সফরে ভারতীয় দলের প্রধান ক্রিকেটার যেমন অধিনায়ক রোহিত শর্মা, কেএল রাহুল, বিরাট কোহলি, মহম্মদ সামি এমন প্রায় সব ক্রিকেটারকেই বিশ্রাম দেওয়া হয়েছে। বাংলা থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে সুযোগ পেয়েছেন শাহবাজ আহমেদ।

ভারতের নিউজিল্যান্ড সফর শুরু হচ্ছে আগামী ১৮ নভেম্বর। সেটি একটি টি-টোয়েন্টি ম্যাচ। এরপর যথাক্রমে ভারত ও দ্বিতীয় এবং তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ২০ এবং ২২ নভেম্বর। এরপর একদিনের সিরিজে তারা ম্যাচগুলি খেলবে যথাক্রমে ২৫, ২৭ এবং ৩০ নভেম্বর। এই ম্যাচগুলি খেলা হবে যথাক্রমে অকল্যান্ড, হ্যামিলটন এবং ক্রাইস্টার্চে।

এরপর বাংলাদেশ সফরে ভারত প্রথমে তিনটি একদিনের ম্যাচ খেলবে যেগুলি অনুষ্ঠিত হবে ৪,৭ ও ১০ ডিসেম্বর। সবকটি ম্যাচ খেলা হবে ঢাকার শের’ই-বাংলা স্টেডিয়ামে। এরপর ভারত বাংলাদেশের বিরুদ্ধে দুটি টেস্ট ম্যাচ খেলবে। প্রথম টেস্ট ম্যাচটি খেলা হবে ১৪-১৮ ডিসেম্বর চট্টগ্রামে এবং দ্বিতীয় টেস্ট ম্যাচটি খেলা হবে ২২-২৬ ডিসেম্বর ঢাকায়।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ের দল: হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), ঋষভ পন্থ, শুভমন গিল, ঈশান কিশান, দীপক হুডা, সূর্যকুমার যাদব, শ্রেয়স আয়ার, সঞ্জু স্যামসন, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চহাল, কুলদীপ যাদব, আরশদীপ সিংহ, হর্ষল পটেল, মহম্মদ সিরাজ, ভুবনেশ্বর কুমার, উমরান মালিক।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ়ের দল: শিখর ধাওয়ান (অধিনায়ক), ঋষভ পন্থ, শুভমন গিল, দীপক হুডা, সূর্যকুমার যাদব, শ্রেয়স আয়ার, সঞ্জু স্যামসন, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, শাহবাজ় আহমেদ, যুজবেন্দ্র চহাল, কুলদীপ যাদব, আরশদীপ সিংহ, দীপক চাহার, কুলদীপ সেন এবং উমরান মালিক।

বাংলাদেশের বিরুদ্ধে এক দিনের সিরিজ়ের দল: রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল (সহ-অধিনায়ক), শিখর ধবন, বিরাট কোহলি, রজত পটীদার, শ্রেয়স আয়ার, রাহুল ত্রিপাঠী, ঋষভ পন্থ, ঈশান কিশন, রবীন্দ্র জাডেজা, অক্ষর পটেল, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, মহম্মদ সামি, মহম্মদ সিরাজ, দীপক চাহার, যশ দয়াল।

বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট দল: রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল (সহ-অধিনায়ক), শুভমন গিল, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি, শ্রেয়স আয়ার, ঋষভ পন্থ, কেএস ভরত, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা, অক্ষর পটেল, কুলদীপ যাদব, শার্দুল ঠাকুর, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমেশ যাদব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version