Connect with us

Uncategorized

Asia Cup 2022: ‘তাহলে কি আমি বাইরে বসব?’ হঠাৎ কেন সাংবাদিককে এমন প্রশ্ন করলেন রাহুল?

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: অস্ট্রেলিয়ায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতীয় দল তৈরি করে নেওয়ার জন্য বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট তথা অধিনায়ক রোহিত শর্মা। চলতি এশিয়া কাপ থেকে ভারত ছিটকে গেলেও অস্ট্রেলিয়া টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে ঘরের মাঠে আরও দুটি সিরিজ খেলবে ভারত। প্রথমে তারা মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার এবং তারপরে তারা খেলবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। এর পাশাপাশি বিশ্বকাপ শুরু হওয়ার আগে অস্ট্রেলিয়ার মাটিতে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবে ভারত। তারা খেলবে আয়োজক দেশ অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে। এই কয়েকটি ম্যাচে প্রস্তুতি নেওয়ার পরে তারা অক্টোবর মাসের শেষ দিকে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে। তবে একথা সকলেই এক বাক্যে মেনে নেবেন যে ভারতীয় টিম ম্যানেজমেন্ট এখনও তাদের সেরা একাদশ বেছে নিতে পারেনি। সেই কারণে এশিয়া কাপের আফগানিস্তানের বিরুদ্ধে তাদের শেষ ম্যাচেও পরীক্ষা-নিরীক্ষা জারি রাখল ভারতীয় দল। সেই কারণেই এই ম্যাচে বিশ্রাম নিলেন অধিনায়ক রোহিত শর্মা, তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া এবং দলের স্পিনার যূজবেন্দ্র চাহাল। তবে আফগানিস্তান ম্যাচে ভারতবাসীকে এবং টিম ম্যানেজমেন্ট কে যেটা বেশ খানিকটা স্বস্তি দেবে তা হল দীর্ঘ ১০১৯দিন পরে শতরান করলেন প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। এদিন রোহিত না খেলায়, ম্যাচে কেএল রাহুলের সঙ্গে ওপেন করতে নামেন কোহলি। আর এদিন ব্যাট করতে নেমেই নিজের আন্তর্জাতিক ক্রিকেটের ৭১তম শতরান পেলেন কোহলি। এই ম্যাচটি শেষ হওয়ার পরে সাংবাদিক সম্মেলনে এই ব্যাপারে প্রশ্ন করা হয় এই ম্যাচের অধিনায়ক রাহুলকে।

এখানে সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন যে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ওপেন করে এটি প্রথম শতরান কোহলির। রাহুল দলের সহ অধিনায়ক। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বিরাটকে কি তাহলে ওপেন করতে দেখা যাবে? এর উত্তর দিতে গিয়ে সাথে সাথে রাহুল সেই প্রশ্নকর্তাকে পাল্টা বলেন,” তাহলে আপনার কি মনে হয়, আমার বসে যাওয়া উচিত?” রাহুলের এই উত্তরে হাসির রোল ওঠে সাংবাদিক সম্মেলনের মাঝেই। এরপর সকলের হাসি থামলে রাহুল যোগ করেন,”বিরাট যে বড় রান করছে সেটা আমাদের দলের জন্য খুবই ভাল দিক। এই ম্যাচে যে ভাবে খেলেছে, আমি নিশ্চিত নিজের ব্যাটিংয়ের ধরণে ও খুশি। বিশ্বকাপের আগে এ রকম কিছু ইনিংস বাড়তি আত্মবিশ্বাস জোগাবে। আপনারাও বিরাটকে দীর্ঘ সময় দেখেছেন। বিরাট শুধু ওপেন করলেই বড় রান করবেন তা নয়। তিন, চার, পাঁচ নম্বরে নেমেও বড় রান করার ক্ষমতা রাখে বিরাট। দলে কার কী ভূমিকা সেটা নির্ভর করছে। পরের সিরিজে ওর ভূমিকা অন্য হলে, সেখানেও পারফর্ম করবে, এ বিষয়ে কোনও সন্দেহের জায়গা নেই।”

বিশ্বকাপ শুরু হতে আর মাস দেড়েক মত বাকি। রাহুলের কাছে জানতে চাওয়া হয় যে এশিয়া কাপে এমন হতাশজনক ফলাফলের পরে ভারতীয় দলের কোন কোন দিক গুলো বেশি নজর দেওয়া উচিত? এর উত্তরে ভারতীয় দলের সহ অধিনায়ক বলেন,”আমাদের প্রতিটা বিভাগই খাটতে হবে এবং নজর দিতে হবে। এখানে প্রত্যেকের সঙ্গে আলাদা আলাদা ভাবে কথা বলেন কোচ। অস্ট্রেলিয়ায় যাতে আমরা সাফল্য পাই, তার জন্য কোন কোন বিষয়গুলিতে নজর দেওয়া উচিত সেগুলি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। হ্যাঁ এশিয়া কাপে আমরা অবশ্যই ভুল করেছি এবং সেখান থেকে আমরা শিক্ষা নিয়েছি।”

Uncategorized

ময়দান জুড়ে “স্বপ্নের উড়ান”

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: সারা বছর সবুজ-মেরুন জার্সি পড়ে যারা মাঠ কাঁপায়, তাদের জন্য গলা ফাটায় হাজার কন্ঠ। কিন্তু তাদের নেপথ্যে যারা থাকে, সেই মাঠ কর্মীদের মুখে হাসি ফোটাতে এগিয়ে এল “স্বপ্নের উড়ান”। দুর্গাপূজার প্রাক্কালে মোহনবাগান ক্লাবের সঙ্গে জড়িত প্রতিটি মাঠকর্মীর হাতে পুজোর নতুন বস্ত্র তুলে দেওয়া হল। এই মহান উদ্যোগে সামিল হলেন মোহনবাগান ফুটবলাররাও। পুজোর আগে হাতে নতুন উপহার পেয়ে আনন্দে আপ্লুত মোহনবাগান ক্লাবের মাঠকর্মীরা।

Continue Reading

Uncategorized

মোহনবাগান জেনারেশন নেক্সট-এর উদ্যোগে “মুক্তধারা”

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: সারা বছর জুড়ে বিভিন্ন কর্মসূচি নিয়ে থাকে শহর জুড়ে ছড়িয়ে থাকা মোহনবাগান ফ্যানস ক্লাব গুলি। শারদ উৎসবের প্রাক্কালে তেমনি এক মহৎ উদ্যোগ নিয়েছিল মোহনবাগান জেনারেশন নেক্সট। গত ২৯ সেপ্টেম্বর, বাগবাজার সারদা প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে উপস্থিত ছিল তারা। পুজোর আগে তাদের হাতে তুলে দেওয়া হয় নতুন জামা, শিক্ষা সামগ্রী এবং ক্রীড়া সামগ্রী। পড়াশোনার পাশাপাশি প্রতিটি শিশুর শারীরিক বিকাশেও ব্রতী হয়েছে তারা। মুক্তধারার আয়োজনের মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত শিশুরা পুজোর আগে আনন্দে আত্মহারা হয়ে যায়। সবশেষে প্রতিটি শিশুর মুখে সুস্বাদু খাবারও তুলে দেওয়া হয়েছিল। এই উদ্যোগ সত্যিই প্রশংসাযোগ্য।

Continue Reading

Uncategorized

ভাইরাল ধোনির ভিডিও; বিস্তারিত জানতে পড়ুন…

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: জাতীয় দল থেকে অবসর নিয়েছেন বেশ অনেকটা সময় হল। আর নিজের অবসর জীবন ব্যক্তিগত রাখতেই বেশি পছন্দ করেন তিনি। তবে এবার বন্ধুদের সাথে সময় কাটানোর মুহূর্ত ক্যামেরাবন্দি অবস্থায় ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়ায়। আমেরিকার একটি স্টেডিয়ামে বসে ফুটবল দেখছেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। বন্ধু হিতেশ সাংভের করা ইনস্টাগ্রাম পোস্ট থেকে সেই ভিডিও মুহূর্তেই ভাইরাল।

বন্ধুদের সাথে প্রাইভেট জেটে কাটানো সময় এর পাশাপাশি সামনে এসেছে আরো কিছু আনন্দের মুহূর্ত। এই মরশুমের আইপিএলে চেন্নাই সুপার কিংস এর হয়ে শেষবার মাঠে নেমেছিলেন ধোনি। আগামী আইপিএলে তাকে আবার দেখা যাবে কি না সেই বিষয়ে রয়েছে যথেষ্ট জল্পনা। তবে ক্যাপ্টেন কুল যে এখন সেসব নিয়ে বিন্দুমাত্র মাথা ঘামাচ্ছেন না তা কিন্তু বেশ স্পষ্ট।

Continue Reading

Trending